সল্টের বিধ্বংসী শতকে উড়ে গেল উইন্ডিজ
১০ নভেম্বর ২০২৪, ০৭:১৮ এএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ০৭:৩৭ এএম
সাকিব মাহমুদ ও আদিল রশিদের বোলিং তোপে পড়া ওয়েস্ট ইন্ডিজ লড়াইয়ের পুঁজি পেল গুড়াকেশ মোটির শেষের ঝড়ে। কিন্তু ফিল সল্টের অপরাজিত ঝড়ো সেঞ্চুরিতে তা হয়ে গেল মামুলি। স্বাগতিকদের উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ডও।
বার্বাডোসের কেনসিংটন ওভালে ৫ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রোববার ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৮৩ রানের লক্ষ্য তারা পূরণ করে ১৯ বল হাতে রেখে।
৫৪ বলে হার না মানা ১০৩ রানের বিস্ফোরক ইনিংসে জয়ের নায়ক সল্ট। ৩৬ বলে অপরাজিত ৫৮ রান এসেছে জ্যাকোব বেথেলের ব্যাট থেকে। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে তারা করেছেন ৬১ বলে ১০৭ রান।
২১ বছর ১৭ দিন বয়সে ফিফটি করে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের কনিষ্ঠতম হাফ সেঞ্চুরিয়ান বনে গেছেন জ্যাকোব বেথেল।
৩৪ রানে ৪ উইকেট নেন সাকিব। ৩২ রানে ৩টি শিকার ধরেন আদিল।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সাকিবের তোপে পড়ে উইন্ডিজ। ১৮ রানে তারা হারায় ৩ উইকেট। তিনটিই নেন সাকিব। এরপর নিকোলাস পুরানের ব্যাটে ধাক্কা কাটিয়ে না উঠতেই জোড়া আঘাত হানেন আদিল।
এরপর আবার ৪ ছক্কায় কিছুটা খেলায় প্রাণ দেন দলে ফেরা আন্দ্রে রাসেল। কিন্তু তাকেসহ টানা ৩ ওভারে আরও ৩ উইকেট হারিয়ে ক্যারিবীয়দের স্কোরবোর্ড হয়ে যায় ৮ উইকেটে ১১৭ রান। সেখান থেকে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন রোমারিও শেফার্ড ও মোটি। নবম উইকেটে তারা যোগ করেন ইনিংস সর্বোচ্চ ২৬ বলে ৪৯ রানের জুটি। ১৪ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৩৩ রানের ক্যামিও উপহার দেন মোটি। ২২ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন শেফার্ড। ৯ উইকেটে ১৮২ রান তোলে স্বাগতিকরা।
লক্ষ্য তাড়ায় ভালো শুরু পায় ইংল্যান্ড। পাওয়ার প্লের শেষ বলে উইল জ্যাকোব আউট হন ১০ বলে ১৭ রান করে দলীয় ৭৩ রানে। পরের ওভারে চোট কাটিয়ে ফেরা অধিনায়ক জস বাটলার আউট হন মুখোমুখি হওয়া নিজের প্রথম বলেই। এরপর সেই সল্ট-জ্যাকোব জুটি।
৫৩ বলে ক্যারিয়ারের তৃতীয় শতক স্পর্শ করেন সল্ট। তিনটি সেঞ্চুরিই তিনি করলেন ওয়েস্ট ইন্ডিজে স্বাগতিকদের বিপক্ষে। ৫৪ বলে ১০৩ রানের ইনিংসটি সাজার ৯ চার ও ৬ ছক্কায়।
রোমারিও ফেফার্ডের সেই ওভারেই ছক্কা ও ডাবল নিয়ে জয় নিশ্চিত করেন জ্যাকোব। এই তরুণ ৩৬ বলে ৫৮ রানের ইনিংসটি সাজান ৫ চার ও ২ ছক্কায়।
উইন্ডিজের হয়ে একটি করে উইকেট নেন মোটি ও শেফার্ড।
একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু বাংলাদেশ সময় সোমবার রাত ২টায়।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শম্ভুর ধরা পড়ায় এলাকায় আনন্দের বন্যা
রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!
লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার
মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার
সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক
গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির
স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।
আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে