ক্লাব ক্রিকেটকে সংকুচিত করার পাঁয়তারা!
১৫ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র সংশোধনের খসড়া প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছেন রাজধানীর ক্লাব ক্রিকেটের সংগঠকরা। সেই সঙ্গে বিসিবি গঠনতন্ত্র সংশোধনের জন্য গঠিত পাঁচ সদস্যের কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের পরিচালকের পদ থেকে পদত্যাগও দাবি করেছেন তারা। জুলাই বিপ্লবের পর বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ গঠনতন্ত্র সংশোধনের জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেন। যে কমিটির চেয়ারম্যান পরিবর্তিত পরিস্থিতির পর বিসিবির পরিচালক হয়ে আসা নাজমুল আবেদিন ফাহিম। কমিটির বাকি চার সদস্যের কেউই কখনও ক্রিকেটের সঙ্গে জড়িত ছিলেন না। ইতোমধ্যেই পাঁচ সদস্যের এই কমিটি গঠনতন্ত্র সংশোধনের একটি খসড়া প্রস্তাব বিসিবি সভাপতির কাছে জমা দিয়েছে। এখনও এই খসড়াটি পর্যালোচনার জন্য বিসিবির কার্যনির্বাহী কমিটিতে উত্থাপন করা হয়নি।
তবে গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাবে যে বিষয়গুলো তুলে আনা হয়েছে তা নিয়ে একজোট হয়ে প্রতিবাদ জানিয়েছেন ঢাকার ক্লাব ক্রিকেটের নিবেদিতপ্রাণ সংগঠকরা। তাদের দাবি সংশোধনী প্রস্তাবগুলো বাতিল করতে হবে। অন্যথায় তারা প্রিমিয়ার লিগ এবং প্রথম শ্রেণির ক্রিকেটে অংশ না নেয়ারও হুমকি দিয়েছেন। গতকাল রাজধানীর একটি অভিজাত হোটেলে এক মতবিনিময় সভায় এমন দাবী জানান সিসিডিএমভূক্ত ঢাকার ৭৬টি ক্লাবের কর্মকর্তারা। পাশাপাশি বিসিবি পরিচালক পদ থেকে নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগেরও দাবি তোলেন তারা। খসড়া সংশোধনীতে বিসিবির সাধারণ পরিষদে ক্যাটাগরি-২-এ সিসিডিএমভূক্ত ৭৬ ক্লাবের ৭৬ জন কাউন্সিলর থেকে কমিয়ে ৩০-এ নামিয়ে আনার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া সংশোধনী প্রস্তাবে বিসিবির কার্যনির্বাহী কমিটিতে ৭৬ ক্লাব কাউন্সিলের মধ্য থেকে এখন যে ১২জন পরিচালক নির্বাচিত হন তা থেকে কমিয়ে ৪-এ নামিয়ে আনার প্রস্তাব রাখা হয়েছে। এমনকি সিসিডিএমকে বিলুপ্ত করার প্রস্তাবও রাখা হয়েছে সংশোধনীতে।
ক্রিকেট সংগঠকরা মনে করেন, বিষয়টি ঢাকার ক্লাব ক্রিকেটে মর্যাদা ও ঐতিহ্যের প্রতি চরম অবমাননা। এতে ক্ষুব্ধ হয়ে বক্তারা গঠনতন্ত্রের প্রস্তাবিত খসড়া সংশোধনী বাতিলের দাবি তোলেন। খুব শিগগিরই বোর্ড সভাপতির সঙ্গে বসে তারা এ বিষয়ে আনুষ্ঠানিক দাবি জানাবেন। মত বিনিময় সভায় ক্লাব কর্মকর্তারা হুমকি দিয়ে জানিয়ে দেন, গঠনতন্ত্রের প্রস্তাবিত খসড়া সংশোধনী বাতিল করা না হলে তারা প্রিমিয়ার লিগ এবং প্রথম বিভাগ লিগে অংশগ্রহণ করবে না। মতবিনিময় সভায় মোহামেডানের কাউন্সিলর ও সিসিডিএম এর সিনিয়র সহ-সভাপতি মাসুদুজ্জামান জানান, ঢাকার ক্লাব না বাঁচলে দেশের ক্রিকেটাররা বাঁচবে না, ক্রিকেটাররা না বাঁচলে দেশের ক্রিকেটও বাঁচবে না। ক্লাব ক্রিকেটে শত শত কোটি টাকা বিনিয়োগ করে ক্লাবগুলো। এই বিনিয়োগ না হলে ক্রিকেটাররা বাঁচবে না। তিনি বলেন, ‘গঠনতন্ত্র সংশোধন কমিটিতে ক্রিকেটের কেউ নেই। অথচ আমরা দেশের ক্রিকেটের মেইন স্টেকহোল্ডার। সেখানে আমাদের প্রতিনিধিত্ব আরও বাড়ানো দরকার। তা না করে উল্টো কমিয়ে দেয়ার প্রস্তাব করেছেন নাজমুল আবেদিন ফাহিম। আমরা এটা মানি না। এই খসড়া প্রস্তাব বাতিল করতে হবে এবং বোর্ড থেকে তাকে অপসারণ করতে হবে। না হয় আমরা প্রিমিয়ার ও প্রথম বিভাগ লিগে অংশ নেবো না।’
বর্তমানে ক্লাব ক্রিকেট থেকে বিসিবি পরিচালনা পর্ষদে যে ১২ জন পরিচালক রয়েছেন, সেখান থেকে বাড়িয়ে সংখ্যাটা ১৫-তে উন্নীত করার কথা বলেন সভার বক্তারা। বিসিবির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও উত্তরা ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বোরহান হোসেন পাপ্পুর সঞ্চলনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিসিবির সাবেক পরিচালক জিএস হাসান তামিম, বিসিবির সাবেক পরিচালক আলী আহসান বাবু, লিজেন্ড অব রূপগঞ্জের স্বত্বাধিকারী লৎফুর রহমান বাদল, সিসিডিএমের সিনিয়র সহ-সভাপতি মাসুদুজ্জামান, লালমাটিয়া ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক আদনান রহমান দিপন ও কাজী তাবারাকুল ইসলাম আরিফ সহ অন্যান্য কর্মকর্তারা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার
সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন রিসোর্ট পুড়ে ছাই
শুল্ক রেলস্টেশন দিয়ে ভারত থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল আমদানি