রুট-স্মিথের ব্যাটে চাপ সামলে চালকের আসনে ইংল্যান্ড
প্রথম দিনশেষেই অস্বস্তিতে ছিল ইংল্যান্ড। এজবাস্টনে সিরিজের তৃতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের করা ২৮২ রানের জবাবে ৩৮ রানে ৩ উইকেট শুরু করে স্বাগতিকেরা। সেই অস্বস্তিতে চাপে পরিণত হয় দ্রুতই।ওলি পোপ ও হ্যারি ব্রুক যখন ফিরেন তখন ৫ উইকেট হারিয়ে ইংলিশদের সংগ্রহ কেবল ৫৪ রান।
তবে দুর্দান্ত ছন্দে থাকা জো রুট ক্যাপ্টেন বেন স্টোকসকে নিয়ে চাপ সামলান ভালোভাবেই। ইতিবাচক ব্যাটিংয়ে ইংলিশদের পার করান...