বিশ্বকাপ শেষ কিংয়ের, বদলি মেয়ার্স
শঙ্কাটাই শেষ পর্যন্ত সত্যি হলো। ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় চোট পাওয়া ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ব্রান্ডন কিং টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরো আসর থেকেই ছিটকে গেছেন। কিংয়ের বদলি হিসেবে কাইল মেয়ার্সকে যোগ করেছে ক্যারিবিয়ান স্কোয়াডে।
সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচেই সাইড স্ট্রেইনে চোট পান কিং। স্যাম কারানের একটি ডেলিভারি ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মিড অফের দিকে খেলার পরপরই পিচের ওপর পড়ে যান তিনি।
সঙ্গে সঙ্গে...