‘চমকহীন’ দলে চমক সহ-অধিনায়ক তাসকিন
২০১৯ সালের ১৬ মে। মিরপুর হোম অব ক্রিকেটের একাডেমি চত্ত্বর। অঝোর ধারায় কাঁদছেন একজন যিনি আগের বিশ্বকাপেও ছিলেন দলের সেরা তারকা, সেই তাসকিন আহমেদকে ফেলেই ভারতে উড়াল দিয়েছে বাংলাদেশ! সেদিন তরুন এই পেসারের কান্নায় মন পুড়েছিল অনেক ক্রিকেটপ্রেমীরও। এবারও হয়তো কেঁদেছেন তাসকিন, তবে নিশ্চিতভাবে দু’চোখ বেয়ে ঝরেছে আনন্দ অশ্রু।
চোটের কারণে এখনও যার খেলা নিয়ে অনিশ্চয়তার ঘোর অমানিশা, শেষ পর্যন্ত যাঁকে...