বৃষ্টিবিঘ্নিত ম্যাচ মুম্বাইকে হারিয়ে সবার আগে প্লে-অফে কলকাতা
ইডেন গার্ডেন বৃষ্টিতে খেলা মাঠে গড়ালো নির্ধারিত সময়ের প্রায় দুই ঘন্টা পর।ওভার কমে আসল ১৬ তে।বিস্ফোরক ওপেনিং জুটির ব্যর্থতার পরেও কলকতা নাইট রাইডার্সের সংগ্রহ ১৫৮।রোহিত শর্মা ও ইষান কিষানের ঝড়ো ওপেনিং জুটিতে সেই টার্গেট সহজে ভাঙার পথে ছিল মুম্বাই ইন্ডিয়ানস। তবে সে যদি ভাঙতে যেন তাসের ঘরের মতো ভেঙে পরল সরকারীদের ব্যাটিং লাইন আপ। আর তাতে শ্রেয়াস আইয়ারের দল পেল...