ভারত ও নিউজিল্যান্ডের সাবেক তিন অলরাউন্ডার যুক্তরাষ্ট্র দলে
২৯ মার্চ ২০২৪, ০৪:৩৫ পিএম | আপডেট: ২৯ মার্চ ২০২৪, ০৪:৩৫ পিএম
ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন নিউজিল্যান্ডের হয়ে একসময় দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড গড়া কোরি অ্যান্ডারসন। সাবেক এই কিউই অলরাউন্ডার প্রথমবারের মতো জায়গা পেয়েছেন যুক্তরাষ্ট্র দলে।
কানাডার বিপক্ষে আগামী ৭ এপ্রিল থেকে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। এজন্য ঘোষিত ১৫ সদস্য্যের দলে আরও আছেন সাবেক দুই ভারতীয় অলরাউন্ডার মিলিন্দ কুমার ও হারমিত সিং এবং কানাডার হয়ে একসময় আন্তর্জাতিক ক্রিকেট খেলা ব্যাটসম্যান নিতিশ কুমার।
২০১২ সালে নিউজিল্যান্ডের হয়ে অভিষেক হয় অ্যান্ডারসনের। ২০১৪ সালের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৬ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ভাঙেন শহিদ আফ্রিদিন ৩৭ বলে সেঞ্চুরির রেকর্ড। পরে অবশ্য এবি ডি ভিলিয়ার্স সেই রেকর্ড গুড়িয়ে ৩১ বলে সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েন।
আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে খেলার পাশাপাশি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলে থাকেন অ্যান্ডারসন। সব মিলিয়ে তিনি নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন ১৩ টেস্ট, ৪৯ ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি। দলটির হয়ে সবশেষ খেলেছেন ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে।
২০২০ সালে যিুক্তরাষ্ট্রে থিতু হন অ্যান্ডাসন। শর্ত অনুয়ায়ী তিন বছর সেখানে বসবাস করার পর গত বছর পেয়েছেন নাগরিকত্ব। মাঝের সময়ে দেশটির ঘরোয়া ক্রিকেট লিগে রান করেছেন নিয়মিত। যুক্তরাষ্ট্রের মাইনর লিগে ২৮ ইনিংসে নয়শ’র বেশি রান করেছেন ১৪৬ স্ট্রাইক রেটে।
৩৩ বছর বয়সে এসে অপেক্ষা করছেন নতুন শুরুর। সবকিছু ঠিক থাকলে তাকে দেখা যেতে পারে আগামী মে মাসে বাংলাদেশের বিপক্ষে সিরিজ ও পরে টি-টোয়েন্টি বিশ্বকাপের যুক্তরাষ্ট্র দলেও।
হারমিত সিং খেলেছেন ভারতের অনুর্ধ্ব-১৯ দলে। খেলেছেন রঞ্জি ট্রফি ও অন্যান্য আসরেও। সব মিলিয়ে ৩১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এই ক্রিকেটার ২০১৩ সালে খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে। ৩১ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন পূরণ হচ্ছে এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারের।
তার মতো একই অপেক্ষায় আছেন মিলিন্দ কুমারও। ভারতের ঘরোয়া ক্রিকেটে ৪৬ ম্যাচ খেলা এই অলরাউন্ডার যুক্তরাষ্ট্র মাইনর লিগে ৩৫ ম্যাচে করেছেন ১১শ রান।
নিতিশের ব্যাপারটা আরও আলাদা। কানাডার ক্রিকেটের সবচেয়ে বড় নাম ছিলেন তিনি। ২০১০ সালে আন্তর্জাতিক অভিষেকে হইচই ফেলে দেওয়া এই ক্রিকেটার কানাডার হয়ে খেলেছেন বিশ্বকাপেও। এমনকি কানাডা জাতীয় দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি। ২০১৯ সালের পর অবশ্য কানাডার হয়ে তাকে আর খেলতে দেখা যায়নি। ২০২০ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেই কানাডার বিপক্ষেই নতুন অধ্যায় শুরু করবেন নিতিশ।
যুক্তরাষ্ট্রের ঘরোয়া ক্রিকেটে রান করেও শেষ পর্যন্ত দলে সুযোগ পাননি ভারতের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক উন্মুক্ত চাঁদ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত
শেষ তিন মাসে রেকর্ড বাজেট ঘাটতি যুক্তরাষ্ট্রের