বাংলাদেশের হতশ্রী ফিল্ডিং, বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা
৩০ মার্চ ২০২৪, ০৫:২৭ পিএম | আপডেট: ৩০ মার্চ ২০২৪, ০৫:৪৩ পিএম
উইকেট এবং কন্ডিশন দুটিই ব্যাটসম্যানদের পক্ষে। এমন দিনে প্রতিটা সুযোগই মহামূল্যবান। কিন্তু বাংলাদেশের ফিল্ডাররা এদিন যেন মাঠে নেমেছিলেন হাতে তেল মাখিয়ে। মিস হয়েছে রান আউটের সুযোগও। নাজমুল হোসেন শান্তর দলের একের পর এক এমন হতাশার দিনে সুযোগ কাজে লাগাতে ভোলেনি প্রতিপক্ষ। রানের পাহাড় গড়ার পথে রয়েছে শ্রীলঙ্কা।
চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে ৯০ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৩১৪ রান। হতাশার প্রথম সেশনের পর পরের দুই সেশনে বাংলাদেশের অর্জন কেবল দুটি করে উইকেট। টপ-অর্ডারের তিন ব্যাটারই খেলেছেন পঞ্চাশ ছোঁয়া ইনিংস।
প্রথম টেস্টে বাংলাদেশের বিশাল ব্যবধানে হারের অন্যতম কারণ ছিল বাজে ফিল্ডিং। শিক্ষা নিয়ে সেই ধারা থেকে বের হতে পারেনি দল। প্রথম সেশনেই হাত ফসকে বেরিয়েছে সহজ তিন তিনটি ক্যাচ। হাতছাড়া হয়েছে গোটা দুয়েক রান আউটের সুযোগ।
সবচেয়ে বড় অভাগা বলতে হয় অভিষিক্ত হাসান মাহমুদকে। শরিফুল ইসলামের জায়গায় একাদশে আসা এই পেসার প্রথম সেশনেই পেয়ে গেতে পারতেন দুই উইকেট। তাঁর বোলিংয়ে ইনিংসের ৬ষ্ঠ ওভারে দ্বিতীয় স্লিপে ম্যাচ তোলেন মাদুস্কা। তখন তিনি খেলছিলেন ৯ রানে। কিন্তু মাহমুদুল হাসান সহজতম ক্যাচটা তালুবন্দি করতে পারেননি।
২২তম ওভারে হাসানের বাউন্সারে ফাইন লেগে ক্যাচ তোলেন করুনারত্নে। কিন্তু এক ছর পর টেস্ট দলে ফেরা সাকিব আল হাসান ক্যাচটি ধরতে পারেননি। তখন করুনারত্নে ২২ রানে খেলছিলেন।
সেই মাদুস্কা যখন আউট হন দ্বিতীয় সেশনে দলের রান তখন ৯৬। ব্যক্তিগত ৫৭ রানে এই ওপেনার আউট হন রান আউটের শিকার হয়ে।
আর ২২ রানে জীবন পাওয়া করুনারত্বেকে পরে রান আউটের সুযোগ হাতছাড়া করেন মেহেদী হাসান মিরাজ। সেই করুনারত্নে খেলেন ১২৯ বলে ৮৬ রানের ইনিংস। তাকে বোল্ড করেন হাসান। এর আগে দ্বিতীয় উইকেটে কুসল মেন্ডিসের সাথে গড়েন ১৫৮ বলে ১১৪ রানের জুটি।
তিন নম্বরে নামা কুসাল মেন্ডিস যান তিন অঙ্কের আরও কাছে। প্রথম স্লিপে মিরাজের হাতে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে ১৫০ বলে ১১ চার ও ১ ছয়ে ৯৩ রান করেন লঙ্কান উইকেটকিপার।
নতুন বলে প্রথম ওভারেই অ্যাঞ্জেলো ম্যাথিউসের উইকেট নেন হাসান। ৭১ বলে ২৩ রান করে তিনিও স্লিপে ক্যাচ দিয়েছেন মিরাজকে।
অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে ২৫ রান যোগ করে দিনের খেলা শেষ করেন দিনেশ চান্দিমাল (৩৪*) ও ধানাঞ্জয়া ডি সিলভা (১৫*)।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৯০ ওভারে (মাদুশকা ৫৭, কারুনারাত্নে ৮৬, কুসাল ৯৩, ম্যাথিউস ২৩, চান্দিমাল ৩৪*, ধানাঞ্জয়া ১৫*; খালেদ ১০-১-৪১-০, হাসান ১৭-৫-৬৪-২, সাকিব ১৮-২-৬০-১, মিরাজ ২৮-৪-৯৫-০, তাইজুল ১৭-৪-৪৮-০)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত
শেষ তিন মাসে রেকর্ড বাজেট ঘাটতি যুক্তরাষ্ট্রের
সিরিয়া সীমান্তে কুর্দিদের নিয়ে তুরস্কের উদ্বেগ বৈধ : যুক্তরাষ্ট্র
বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায় একত্রে কাজ করলেই সফল হবে জাতিসংঘ
এলোপাতাড়ি গোলাবর্ষণে ১২০ নিহত সুদানে
ভারতীয়দের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ সউদীর
দুর্গের মতো পুলিশের ঘেরাটোপে ট্রাম্পের অভিষেকের প্রস্তুতি
প্রথম পর্যায়ে মুক্তি পাবেন এক হাজার ফিলিস্তিনি
প্রশ্ন: চিন্তা কি অপরাধ?