এমন হারেও খুশি কামিন্স
টেস্ট শেষে সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন প্যাট কামিন্স। ওয়েস্ট ইন্ডিজের ড্রেসিং রুমে গিয়ে নিজের একটি জার্সি তিনি উপহার দিয়েছেন শামার জোসেফকে। ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক এই পেসারের কাছ থেকে নিজে নিয়েছেন অটোগ্রাফসহ জার্সি। এরপর দুজনে ছবির জন্য পোজ দিয়েছেন চওড়া হাসিতে। তবে শুধু এই ছবিতেই নন, ক্যারিবিয়ানদের জয়ে অস্ট্রেলিয়ান অধিনায়কের হৃদয়ও হাসছে। জোসেফের বিধ্বংসী এক স্পেলেই ব্রিজবেনে রোববার...