মুমিনুলের ‘দুর্লভ’ সেঞ্চুরি
লাঞ্চের তখন মাত্র ৪ মিনিট বাকি। রবিচন্দ্রন অশ্বিনের লেগ স্টাম্পের ওপরের বলটাকে লেগের দিকে ঠেলে এক রান নিতে পারতেন মুমিনুল হক, খুব সহজেই। কিন্তু বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক টেস্ট ক্রিকেটটাকে এভাবে দেখেন না। মারার বলটা মেরে দিতে হবে, সেটা ম্যাচের যে অবস্থায়ই হোক। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক তিনি এভাবে খেলেই হয়েছেন। সে সূত্র মেনে তিনি অশ্বিনের...