অস্তিত্বের লড়াইটি ইন্টারের টিকে থাকারও
১৫ মে ২০২৩, ১০:০৬ পিএম | আপডেট: ১৬ মে ২০২৩, ১২:০১ এএম
ইউরোপিয়ান কোন আসরে মিলান ডার্বি মানেই বাড়তি উন্মাদনা যোগ হওয়া। বিশেষ একটা কারনে মহাদেশীয় লড়াইয়ে এই ডার্বি আলাদা। এসি মিলান ও ইন্টার মিলান কেবল নগর প্রতিদ্ব›দ্বীই নয়, তারা একই ঘরের দুই ক্লাব। সান সিরোতেই ১৯০৭ সাল পর্যন্ত তারা একই বোর্ডের অধীনে এক ক্লাব ছিল। বোর্ডের এক অংশ চাইছিল বেশি অর্থ খরচ করে ইতালির বাইরে থেকে ভালো মানের বিদেশী খেলোয়াড় দিয়ে দল সাজাতে। আরেক অংশের তাতে চরম আপত্তি, তারা দেশের মেধাবী ফুটবলার দিয়ে ক্লাব সাজাতে ইচ্ছুক। তখন বাধ্য হয়ে মিলান ক্লাবের থেকে আলাদা হয়ে গেল ইন্টারনাজিওনালে। তারা তাদের নাম ও সংস্কৃতিতে এখনও ধরে রেখেছে সেই ঐতিহ্য। বিদেশী খেলোয়াড় দিয়ে দলের গেমপ্ল্যান সাজানো ইন্টার কখনোই ইউরোপিয়ান লড়াইয়ে মিলানের সাথে সুবিধা করে উঠতে পারেনি। তবে চলমান মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে সেমি ফাইনালের প্রথম লেগে মিলানকে ২-০ গোলে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দিল ইন্টার। আজ রাতে দ্বিতীয় লেগের আগে তাই বেশ ফুরফুরে সিমিওনি ইনজাগির দল।
এই ম্যাচের প্রথম লেগে ঘরের দল ছিল মিলান। তবে আজকের ম্যাচে সেই সান সিরোতেই হোম ম্যাচের সুবিধা পেতে যাচ্ছে ইন্টার। এবারের সিজনে ইন্টারের ঘরোয়া আসরে নেই তেমন সাফল্য। অন্যদিকে ক্লাবটির দরজার কড়া নাড়ছে ঋণের ভোজা। সবশেষ ২০১০ সালে ট্রেবল জেতার পর থেকে ক্লাবটিতে যে ধস নেমেছিল তা থেকে সরে আসে ক্লাবটি ২০২০-২১ মৌসুমে সিরি ‘আ’ জিতে। তবে কোভিডের জন্য ২৩৫ মিলিয়ন ইউরো লোকসান করা ইন্টার সেই পরিমাণ অর্থ ধার নেয় লিওন রক কোম্পানির কাছে। ২০২৪ সালের মাঝে যদি সুদ সহ ২৭৫ মিলিয়ন ইউরো শোধ করতে ব্যর্থ হয় ইন্টার, তবে ক্লাবের মালিকানা চলে যাবে লিওন রকের কাছে। তাইতো ইন্টারের জন্য এই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলা বা চ্যাম্পিয়ন হওটা অনেকটা নিজের অস্তিত্ব বাঁচানোর মত। এই প্রতিজ্ঞাব্ধ ইন্টারের সামনে আজ মিলান ঘরে দাঁড়াতে পারে কিনা সেটা দেখার বিষয়।
চোট সমস্যার কারনে প্রথম ম্যাচে মিলান পায়নি তাদের দলের সেরা পারফর্মার রাফায়েল লিয়াওকে। তবে আজকের ম্যাচে তাকে ফিরে পাওয়ার ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী ক্লাবটি। তবে দলটির তরুণ মিডফিল্ডার ইসমাইল বেনাছেরকে পাচ্ছে না তারা। অন্যদিকে ইন্টারের রক্ষণভাগে দীর্ঘদিন ধরেই চোটের কারণে অনুপস্থিত মিলান স্ক্রেনিয়ার। তবে সবশেষ ম্যাচে লিগ ম্যাচে জোয়াকিন কোরেয়ার চোট পাওয়াতে মিডফিল্ডের কিছুটা শক্তি হারালো ইনজাগির দল।
ইউরোপিয়ন আসরের আগের পাঁচ দেখায় ইন্টার কেবল একবারই মিলানকে হারাতে পেরেছিল। সেটা এবারের সেমি ফাইনালের প্রথম লেগে। সবশেষ ৬ খেলায় শতভাগ জয় নিয়ে ইন্টার আছে আত্মবিশ্বাসের তুঙ্গে। অন্যদিকে স্টেফানো পিওলির মিলানের শেষ ৬ ম্যাচে জয় কেবল দুইটি। যদিও সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয় মিলান বস। তাইতো প্রথম লেগ শেষেই প্রত্যাবর্তনের প্রত্যয় জানিয়ে রেখেছিল পিওলি। অন্যদিকে এই ম্যাচ ড্র করলে বা এক গোলের ব্যবধানে হারলেও সুদীর্ঘ ১৩ বছর পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে ইন্টার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শেষ বিকেলে লুইস-অ্যাথানেজের 'আক্ষেপে' ম্যাচে ফিরল বাংলাদেশে
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়