শিরোপা স্বপ্নভঙ্গ কিশোরদের
১০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫২ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে আরেকটি হারের দেখা পেয়েছে বাংলাদেশের কিশোররা। ফলে টুর্নামেন্টের শিরোপা স্বপ্নভঙ্গ হয়েছে তাদের। গতকাল ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে আসরের ফাইনালে ভারত ২-০ গোলে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের হয়ে ভরত লায়েনজাম ও লেভিস জ্যাংমিনলুন একটি করে গোল করেন।
এবারের সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে এটা বাংলাদেশ দলের দ্বিতীয় হার। এর আগে গত ২ সেপ্টেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে ১-০ ব্যবধানে হেরে আসর শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় দল। যদিও ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে নেপালকে হারিয়ে শেষ চারে খেলার আশা বাঁচিয়ে রাখে লাল-সবুজরা। ৬ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে ভারত ১-০ গোলে নেপালকে হারালে সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশ দলের। গত শুক্রবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারত ৮-০ গোলে মালদ্বীপকে এবং দ্বিতীয় সেমিতে বাংলাদেশ ২-১ ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পরস্পরের প্রতিপক্ষ হয়। তবে ফাইনালে যথারীতি ভারতের সামনে এসে হোঁচট খায় বাংলাদেশের কিশোররা।
কাল ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে ভারত একের পর এক গোলের সুযোগ তৈরি করে। ফলে ৮ মিনিটেই এগিয়ে যায় তারা। এসময় বাংলাদেশের রক্ষণভাগের ভুলে গোলের সুযোগ পায় ভারত। সেই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশ গোলরক্ষক নাহিদুল ইসলামের পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান ভরত লায়েনজাম (১-০)। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে চেষ্টা করে বাংলাদেশ। তারা ম্যাচে সমতা আনার সুযোগ পেয়েছিল ১৭ মিনিটেই। সতীর্থের লম্বা করে বাড়ানো বলে ভারতীয় গোলরক্ষক সুরাজ সিংকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন বাংলাদেশি ফরোয়ার্ড মুর্শেদ আলী। যে কারণে বাংলাদেশ কোচ সাইফুর রহমান মনি মুর্শেদকে মাঠ থেকে তুলে নেন।
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় ভারত। বাংলাদেশ গোলরক্ষক নাহিদ গোলপোস্ট থেকে বেরিয়ে বক্সের মাঝামাঝি আসেন। ভারতের ফরোয়ার্ড হেড করে নাহিদকে পরাস্ত করলেও তিনি পেছন গিয়ে হেড করেই গোল সেভ করেন। বিরতি থেকে ফিরে ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশেরই। কিন্তু ৭৪ মিনিটে বাংলাদেশের হাত থেকে সেই নিয়ন্ত্রণ কেড়ে নেন লেভিস জ্যাংমিনলুন। নিজেদের বক্সে তাকে শট নেওয়ার মতো যথেষ্ট জায়গা করে দেন বাংলাদেশের ডিফেন্ডাররা। বাঁ পায়ের জোরালো শটে তিনি ভারতের পক্ষে দ্বিতীয় গোল করলে ম্যাচ থেকে প্রায় ছিটকে পড়ে বাংলাদেশ (২-০)। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানে ফাইনাল জেতার পাশাপাশি শিরোপাও ঘরে তোলে ভারত অনূর্ধ্ব-১৬ দল। টুর্নামেন্টের রানার্সআপ বাংলাদেশ দল আজ সকালে দেশে ফিরবে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আলোচিত ওয়ান-ইলেভেনের ১৮ বছর আজ
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু