এবার হারল আবাহনী

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

৩১ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর এজিবি বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মোটেও সুখকর সময় যাচ্ছে না ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেডের। লিগের উদ্বোধনী ম্যাচে অপেক্ষাকৃত দূর্বল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে ড্র করার পর এবার দ্বিতীয় ম্যাচে ফর্টিজ এফসির কাছে হারল আবাহনী। লিগ শুরুর আগে মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপের সেমিফাইনালেও বসুন্ধরা কিংসের বিপক্ষে হেরেছিল তারা।
গতকাল রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফর্টিজ এফসি ১-০ গোলে হারায় আবাহনীকে। বিজয়ী দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ইউক্রেনের মিডফিল্ডার ভ্যালেরি গ্রিশিন। আগের ম্যাচে ঢাকা মোহামেডানের বিপক্ষে দারুণ খেলেছিল ফর্টিজ। একটুর জন্য সাদাকালোদের পয়েন্টে ভাগ বসাতে পারেনি তারা। ম্যাচটি যখন ১-১ ব্যবধানে ড্র থেকে শেষের পথে ছিল, তখনি (৯০ মিনিট) মোহামেডান জয়সূচক গোলটি আদায় করে পূর্ণ পয়েন্ট পেয়ে মাঠ ছাড়ে। কাল আবাহনীর বিপক্ষেও দাপটের সঙ্গেই লড়েছে ফর্টিজ এফসি। আবাহনী আক্রমণে এগিয়ে থাকলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পায়নি। উল্টো ফর্টিজ ৩৬ মিনিটে একমাত্র গোলটি পায় ইউক্রেনের ফুটবলারের সৌজন্যে। এসময় বক্সের ভেতরে গাম্বিয়ার ওমর বাদোরের পাসে বল পেয়ে ফাঁকায় দাঁড়িয়ে থাকা ভ্যালেরি গ্রিশিন বাঁ পায়ের নিচু শটে দারুণ প্লেসিং করে ফর্টিজকে একমাত্র জয়সূচক গোলটি এনে দেন (১-০)। এই বভ্যদানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফর্টিজ। তবে দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের জন্য মরিয়া ছিল আবাহনী। তবে শত চেষ্টার পরও গোল শোধ দিতে পারেনি তারা। ম্যাচের ৫০ মিনিটে রহিম উদ্দিন বাঁ প্রান্ত দিয়ে বক্সে প্রবেশ করে শট নিলেও ফর্টিজের গোলরক্ষক সেভ করেন। ৬৯ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ফর্টিজ। এসময় ভ্যালেরির জোরালো শট আবাহনীর গোলরক্ষক শহিদুল আলম সোহেল দারুণ দক্ষতায় প্রতিহত করেন। ম্যাচের বাকি সময় তেমন জোরালো আক্রমণ করতে পারেনি আবাহনী। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। আবাহনী ফুটবল দলের নতুন ম্যানেজার কাজী নজরুল ইসলাম চার ম্যাচ নিষেধাজ্ঞায় ছিলেন। আপীল কমিটি শাস্তি পর্যালোচনা করে তার দুই ম্যাচ মওকুফ করেছে। ফলে কাল নজরুল ছিলেন আবাহনীর ডাগ আউটে। ম্যানেজার ডাগ আউটে ফেরার দিনই হারল আবাহনী।

এদিন রাজধানীর কিংস অ্যারেনায় নিজেদের দ্বিতীয় ম্যাচে বসুন্ধরা কিংস ৪-১ গোলে বিধ্বস্ত করে চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে। বিজয়ী দলের হয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজ দু’টি এবং স্থানীয় ফরোয়ার্ড রাকিব হোসেন ও অধিনায়ক রবসন রবিনহো একটি করে গোল করেন। চট্টগ্রাম আবাহনীর হয়ে এক গোল শোধ দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড আবু আজিজ আবু।

ম্যাচ শুরুর ২ মিনিটের মধ্যেই এগিয়ে যায় বসুন্ধরা কিংস। এসময় টুটুল হোসেন বাদশার ক্রসে কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন বক্সের ভেতর থেকে জোরালো হেডে গোল করেন (১-০)। ম্যাচের ১০ মিনিটে সমতায় ফেরে চট্টগ্রাম আবাহনী। বক্সের ভেতরে সতীর্থের পাসে আবু আজিজ কোনাকুনি জোরালো শটে কিংসের গোলরক্ষক শ্রাবণকে পরাস্ত করেন (১-১)। আগের ম্যাচে জিকোকে সুযোগ দিলেও এই ম্যাচে আবার শ্রাবণকে খেলিয়েছেন বসুন্ধরার কোচ অস্কার ব্রুজোন। ২৯ মিনিটে ফের গোল পায় বসুন্ধরা। রবসনের থ্রু থেকে বল পেয়ে রাকিব বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন (২-১)। ম্যাচের ৪০ মিনিটে রফিকুল ইসলামের কাটব্যাক থেকে ডরিয়েল্টন নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করলে জয় অনেকটাই নিশ্চিত হয় বসুন্ধরার (৩-১)। বিরতির পর চতুর্থ গোল পেতে কিংসকে অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে। ৮৭ মিনিটে কিংসের বদলি ফুটবলার মাশুক মিয়া জনিকে নিজেদের বক্সে ফেলে দেন চট্টগ্রাম আবাহনীর এক ডিফেন্ডার। রেফারি আলমগীর খুব কাছেই ছিলেন। তাই পেনাল্টির বাশি বাজাতে বিলম্ব করেননি। পেনাল্টি শটে অধিনায়ক রবসন গোল করলে ৪-১ ব্যবধানে শেষ হয় ম্যাচ। দুই ম্যাচ শেষে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে বসুন্ধরা কিংস। নির্বাচনের জন্য লিগের আগামী সপ্তাহে লিগে বিরতি। ১২ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের তৃতীয় রাউন্ড।

এদিকে ময়মনসিংহের রফিকউদ্দিন আহমেদ ভূইয়া স্টেডিয়ামে লিগের আরেক ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১-০ গোলে হারায় বাংলাদেশ পুলিশ এফসিকে। পুলিশের ডিফেন্ডার ঈসা ফয়সাল ম্যাচের ৫৫ মিনিটে আত্মঘাতি গোল করলে শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট পেয়ে মাঠ ছাড়ে শেখ জামাল।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

শেষ আটে আলকারাস-জোকোভিচ মুখোমুখি
দল হিসেবে খেললে অধিনায়কত্ব সহজ হয় : সোহান
জুলাই আন্দোলনে উজ্জীবিত হয়ে নতুন দেশ গঠনে গুরুত্ব দিচ্ছেন সোহান
চট্টগ্রামকে উড়িয়ে জয়ের ধারায় বরিশাল
পাক স্পিনারদের তোপে আড়াই দিনেই ধরাশায়ী উইন্ডিজ
আরও

আরও পড়ুন

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিন বহিষ্কার

সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিন বহিষ্কার

হোক না সবার সুপারনিউমেরারি পদোন্নতি, কর্মক্ষেত্রে আসুক গতি

হোক না সবার সুপারনিউমেরারি পদোন্নতি, কর্মক্ষেত্রে আসুক গতি

জামিনে এসে হত্যা মামলার সাক্ষীসহ ৫ জনকে কুপিয়েছে প্রধান আসামি

জামিনে এসে হত্যা মামলার সাক্ষীসহ ৫ জনকে কুপিয়েছে প্রধান আসামি

সীমান্তে ভারত উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে: ইসলামী আন্দোলন

সীমান্তে ভারত উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে: ইসলামী আন্দোলন

কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলির সংঘর্ষে নিহত বেড়ে ৬০

কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলির সংঘর্ষে নিহত বেড়ে ৬০

প্রতিযোগিতায় যারা টিকে থাকবে তারাই গ্রহণযোগ্য সাংবাদিক হবে

প্রতিযোগিতায় যারা টিকে থাকবে তারাই গ্রহণযোগ্য সাংবাদিক হবে

কাঁটাতার পেরিয়ে প্রেমিকের সঙ্গে কুড়িগ্রামে ভারতীয় গৃহবধূ

কাঁটাতার পেরিয়ে প্রেমিকের সঙ্গে কুড়িগ্রামে ভারতীয় গৃহবধূ

জাতির সংকট উত্তরণে সর্বদা মানুষের আস্থা ও ভরসাস্থল জিয়া পরিবার : মীর হেলাল

জাতির সংকট উত্তরণে সর্বদা মানুষের আস্থা ও ভরসাস্থল জিয়া পরিবার : মীর হেলাল

স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়: আমিনুল হক

স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়: আমিনুল হক

গুলি করা পুলিশের শাস্তি নয়, চিকিৎসকের গ্রেফতার ফ্যাসিবাদের উদাহরণ - ডা. রফিকুল

গুলি করা পুলিশের শাস্তি নয়, চিকিৎসকের গ্রেফতার ফ্যাসিবাদের উদাহরণ - ডা. রফিকুল

ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ছাগলনাইয়া উপজেলা দল চ্যাম্পিয়ন

ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ছাগলনাইয়া উপজেলা দল চ্যাম্পিয়ন

দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোপালগঞ্জে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করণে  জেলা প্রশাসকের ব্যতিক্রম আয়োজন

গোপালগঞ্জে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করণে  জেলা প্রশাসকের ব্যতিক্রম আয়োজন

সৈয়দপুরে শহিদ জিয়াউর রহমানের  জন্মদিন পালন

সৈয়দপুরে শহিদ জিয়াউর রহমানের জন্মদিন পালন

বিশ্বনাথের চাউলধনী হাওরে সীমানা নির্ধারণের সিদ্ধান্ত

বিশ্বনাথের চাউলধনী হাওরে সীমানা নির্ধারণের সিদ্ধান্ত

স্বভাবী চোরের শাস্তি ইসলামেই নির্ধারিত - পীর সাহেব চরমোনাই

স্বভাবী চোরের শাস্তি ইসলামেই নির্ধারিত - পীর সাহেব চরমোনাই

‘সীমান্তে গন্ডগোল শুরু হয়েছে, জীবন বিপন্ন হলেও দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখবো’

‘সীমান্তে গন্ডগোল শুরু হয়েছে, জীবন বিপন্ন হলেও দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখবো’

তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: সরকারের নতুন পদক্ষেপে তামাকমুক্ত বাংলাদেশ সম্ভাবনাময়

তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: সরকারের নতুন পদক্ষেপে তামাকমুক্ত বাংলাদেশ সম্ভাবনাময়

আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাওহিদুলের দেশত্যাগ

আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাওহিদুলের দেশত্যাগ