গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় সিটি
১২ ডিসেম্বর ২০২৪, ০৫:২৯ এএম | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ এএম
এক মৌসুম আগেই চ্যাম্পিয়নস ট্রফিসহ জেতা হয়েছিল ট্রেবল।বিদায়ের আগ পর্যন্ত গত মৌসুমেও হট ফেভারিট ছিল গত মৌসুমেও। তবে সেই ম্যানচেস্টার সিটিই এবার গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় পড়েছে। একের পর এক হারে সিটির শেষ ষোলো এখন অনেকটাই অনিশ্চিত।
বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্রতিপক্ষের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে ২-০ গোলে হেরেছে পেপ গার্দিওলার শিষ্যরা।দুসান ভ্লাহোভিচের লক্ষ্যভেদে এগিয়ে যাওয়ার পর জুভেন্তাস ব্যবধান দ্বিগুণ করে ওয়েস্টন ম্যাককিনি।
সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১০ ম্যাচে সপ্তমবারের মতো হারল পেপ গার্দিওলার দল।অন্যদিকে প্রথম দুই ম্যাচ জয়ের পর গত তিন রাউন্ডে জয়হীন ছিল জুভেন্টাস। একটি হার ও টানা দুই ড্রয়ের পর ফের জয়ের দেখা পেল তারা। পয়েন্ট টেবিলে আট ধাপ এগিয়ে গেল দলটি।
ম্যাচের শুরু থেকে সিটি বল দখলে রাখলেও প্রথমবার গোলমুখে শট নেয় জুভেন্টাস। ২০তম মিনিটে কেনান ইলদিজের ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শট চলে যায় পোস্ট ঘেঁষে। ৪০তম মিনিটে আশা জাগালেও এগিয়ে যেতে পারেনি সিটি। সেটা ছিল লক্ষ্যে তাদের প্রথম শট। কেভিন ডি ব্রুইনা অসাধারণ থ্রু বলে খুঁজে নেন আর্লিং হালান্ডকে। ডি-বক্সের ভেতরে নরওয়েজিয়ান স্ট্রাইকারের প্রচেষ্টা দারুণভাবে রুখে স্বাগতিকদের জাল অক্ষত রাখেন গোলরক্ষক মিকেল দি গ্রেগরিও।
দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটে দুই দলের একটি করে প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ৫৩তম মিনিটে এগিয়ে যায় জুভেন্টাস।
গোল হজমের পর আক্রমণের ধার বাড়ায় সিটি।৬৭তম মিনিটে ডি ব্রুইনার নিচু শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। দুই মিনিট পর ইল্কাই গুন্দোয়ানের জোরাল শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন দি গ্রেগরিও। চার মিনিট পর ডি ব্রুইনার উচ্চাভিলাষী দূরপাল্লার শট চলে যায় ক্রসবারের উপর দিয়ে।
৭৫তম মিনিটে জুভেন্টাস ব্যবধান বাড়ালে সিটির ঘুরে দাঁড়ানোর আশা মলিন হয়ে যায়। ডানদিক থেকে টিমোথি উইয়াহর ক্রস ফেলেন পেনাল্টি স্পটের কাছে। দুর্দান্ত ভলিতে জাল কাঁপান ফাঁকায় থাকা আমেরিকান মিডফিল্ডার ম্যাককিনি।
বাকি সময়ে ম্যান সিটি আর খুঁজে পায়নি ফেরার পথ। গোটা ম্যাচে গোলমুখে তাদের নেওয়া ১২টি শটের তিনটি ছিল লক্ষ্যে। বিপরীতে, রক্ষণ জমাট রাখা তুরিনের বুড়িরা গোলমুখে ১০টি শট নিয়ে পাঁচটি রাখতে পারে লক্ষ্যে।
ছয় ম্যাচে দুই জয়, দুই ড্র ও দুই হারে সিটির পয়েন্ট মাত্র ৮ পয়েন্ট। ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতার শেষ ষোলোতে সরাসরি খেলার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেল তাদের। এমনকি লিগ পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কাও উঁকি দিচ্ছে। তারা নেমে গেছে পয়েন্ট তালিকার ২২ নম্বরে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইউএনওকে প্রত্যাহারের নির্দেশের প্রতিবাদ জানিয়েছে সদরপুর বিএনপি ও জামায়াত
ঘণকুয়াশায় আবার বন্ধ আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস
বিশ্বজুড়ে থমকে গেল ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ, সাড়ে তিন ঘন্টা পর সচল
২০৩৪ বিশ্বকাপের আয়োজক সউদী আরব
ডর্টমুন্ডের বিপক্ষে ৫ গোলের রোমাঞ্চ জিতল বার্সা
বাজারে প্রত্যেকটার দাম কমানো সম্ভব না, একটার কমবে, একটার বাড়বে : অর্থ উপদেষ্টা
হাসিনাকে এনে শাপলা চত্বরের হত্যাযজ্ঞের বিচার করতে হবে
ইসলামী আন্দোলনের ৫১ সদস্যের মজলিসে আমেলা ঘোষণা
বাংলাদেশ ও ভারতের মতবিরোধের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র
নতুন মামলায় গ্রেফতার আনিস-ফারুক খান-শমসের মবিনসহ ৯ জন
বাদ যাচ্ছে সাড়ে ১২ বছরের কম বয়সী ২১১১ মুক্তিযোদ্ধার নাম
একমাত্র ইসলাম ধর্মই সারা পৃথিবী শাসন করার যোগ্যতা রাখে
অবৈধ ভারতীয়দের স্বদেশে ফেরত পাঠাতে হবে : গয়েশ্বর রায়
রোহিঙ্গা প্রত্যাবাসনে কাতারের সহযোগিতা চাইলেন হাই রিপ্রেজেন্টেটিভ
অভিযোগের এক ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে যেতে হবে : ডিএমপি কমিশনার
আশুলিয়ায় বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি, ৩৫ কারখানা ছুটি
হাসিনার ন্যায় দেশে আর কোনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না
ভারতের দরদ হিন্দুদের জন্য নয়, শেখ হাসিনার জন্য : প্রিন্স
বার্মিংহামের দি ব্রিটিশ মুসলিম স্কুলের ৩য় হিফজ গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাওয়ার্ড সিরিমনি অনুষ্ঠিত
দেশ, জনগণ ও রোগীর কল্যাণে কাজে লাগে এমন গবেষণায় মনোনিবেশ করুন: ভিসি ডা. শাহিনুল আলম