ডর্টমুন্ডের বিপক্ষে ৫ গোলের রোমাঞ্চ জিতল বার্সা
১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫২ এএম | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫২ এএম
গোলহীন প্রথামার্ধের পর বার্সা-ডর্টমুন্ট দুই দলই যেন দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়াল।ফলে বিরতির পর গোল হল পাঁচটি। দুই দফা পিছিয়ে পড়েও লড়াইয়ে ফিরল বরুশিয়া ডর্টমুন্ড। কিন্তু শেষবার পিছিয়ে পড়ে আর পেরে ওঠেনি দলটি। বদলি নেমে ১০ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে বার্সেলোনার জয়ের নায়ক বনে যান ফেররান তোরেস।
বুধবার রাতে ইদুনা পার্কে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে ডর্টমুন্ডকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। তোরেসের জোড়া গোল ছাড়া অপর গোলটি করেন দারুণ ছন্দে থাকা রাফিনিয়া। ডর্টমুন্ডের হয়ে গোল দুটি করেছেন সেরহু গুরাসি।
এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। আসরের প্রথম ম্যাচে হারের পর টানা পাঁচটি জয় তুলে নিল দলটি। ছয় ম্যাচে ১৫ পয়েন্ট তাদের। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ১৮। ১২ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে ডর্টমুন্ড।
ম্যাচ জয়ের মতো মাঝ মাঠের নিয়ন্ত্রণও ছিল বার্সেলোনার। ৫৫ শতাংশ বল দখলে ছিল দলটি। শট নেয় মোট ১৩টি, যারমধ্যে ৮টি ছিল লক্ষ্যে। অন্যদিকে দুটি লক্ষ্যে শট নিয়ে দুটিতেই গোল পেয়েছে ডর্টমুন্ড। তবে মোট ১২টি শট নেয় তারা।
লা লিগায় সবশেষ পাঁচ ম্যাচে কেবল একটিতে জেতা বার্সেলোনা চতুর্দশ মিনিটে পায় বড় সুযোগ। ডান দিক থেকে বক্সে দারুণ পাস দেন লামিনে ইয়ামাল। ছুটে গিয়ে ওয়ান-অন-ওয়ানে শট লক্ষ্যে রাখতে পারেননি রাফিনিয়া।
সপ্তদশ মিনিটে সুবর্ণ সুযোগ হারান ডর্টমুন্ডের মার্সেল সাবিৎজার। সতীর্থের পাস ছয় গজ বক্সের বাইরে পেয়ে উড়িয়ে মারেন অস্ট্রিয়ান মিডফিল্ডার।বিরতির আগে আর উল্লেখযোগ্য তেমন কোন আক্রমণ আর হয়নি।
৫২তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে দানি ওলমোর বাড়ানো বলে অফসাইডের ফাঁদ ভেঙ্গে ডি-বক্সে ঢুকে কোণাকুণি শটে লক্ষ্যভেদ করেন রাফিনিয়া।
সাত মিনিট পরেই পাউ কুবারসির ভুলে সমতায় ফেরে স্বাগতিকরা। গুরাসিকে ডি-বক্সে অহেতুক ধাক্কা দিয়ে পেনাল্টি উপহার দেন। সফল স্পটকিকে নিজেই গোল আদায় করে নেন গুরাসি।
৭০তম মিনিটে ওলমোর শট ফিরিয়ে দেন কোবেল। ফিরতি বলে নিজের সাবেক ক্লাবের বিপক্ষে রবের্ত লেভানন্ডোফস্কির শট প্রতিহত হয় রক্ষণে।
পরক্ষণেই লেভান্ডোফস্কি, রাফিনিয়া ও ওলমোকে তুলে ফেররান, ফ্রেংকি ডি ইয়ং ও ফের্মিন লোপেসকে নামান বার্সেলোনা কোচ।
দ্রুত সফলতার দেখা মেলে তাতে।৭০তম মিনিটে ওলমোর শট ফিরিয়ে দেন কোবেল। ফিরতি বলে নিজের সাবেক ক্লাবের বিপক্ষে রবের্ত লেভানদোভস্কির শট প্রতিহত হয় রক্ষণে।
পরক্ষণেই লেভানন্ডোফস্কি, রাফিনিয়া ও ওলমোকে তুলে ফেররান, ফ্রেংকি ডি ইয়ং ও ফের্মিন লোপেসকে নামান বার্সেলোনা কোচ।
৮৫তম মিনিটে জয়সূচক গোলটি পায় বার্সা। পাল্টা আক্রমণ থেকে সতীর্থের বাড়ানো বল পেয়ে ফাঁকায় থাকা তোরেসকে নিখুঁত এক পাস দেন লামিনে ইয়ামাল। বল পেয়ে সময় নিয়ে কোণাকুণি শটে জালে পাঠাতে কোনো ভুল হয়নি এই স্প্যানিশ ফরোয়ার্ডের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিতর্কিত কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ অবিলম্বে বাতিল করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী কর্মচারী ফোরাম
ইউএনওকে প্রত্যাহারের নির্দেশের প্রতিবাদ জানিয়েছে সদরপুর বিএনপি ও জামায়াত
ঘণকুয়াশায় আবার বন্ধ আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস
বিশ্বজুড়ে থমকে গেল ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ, সাড়ে তিন ঘন্টা পর সচল
২০৩৪ বিশ্বকাপের আয়োজক সউদী আরব
গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় সিটি
বাজারে প্রত্যেকটার দাম কমানো সম্ভব না, একটার কমবে, একটার বাড়বে : অর্থ উপদেষ্টা
হাসিনাকে এনে শাপলা চত্বরের হত্যাযজ্ঞের বিচার করতে হবে
ইসলামী আন্দোলনের ৫১ সদস্যের মজলিসে আমেলা ঘোষণা
বাংলাদেশ ও ভারতের মতবিরোধের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র
নতুন মামলায় গ্রেফতার আনিস-ফারুক খান-শমসের মবিনসহ ৯ জন
বাদ যাচ্ছে সাড়ে ১২ বছরের কম বয়সী ২১১১ মুক্তিযোদ্ধার নাম
একমাত্র ইসলাম ধর্মই সারা পৃথিবী শাসন করার যোগ্যতা রাখে
অবৈধ ভারতীয়দের স্বদেশে ফেরত পাঠাতে হবে : গয়েশ্বর রায়
রোহিঙ্গা প্রত্যাবাসনে কাতারের সহযোগিতা চাইলেন হাই রিপ্রেজেন্টেটিভ
অভিযোগের এক ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে যেতে হবে : ডিএমপি কমিশনার
আশুলিয়ায় বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি, ৩৫ কারখানা ছুটি
হাসিনার ন্যায় দেশে আর কোনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না
ভারতের দরদ হিন্দুদের জন্য নয়, শেখ হাসিনার জন্য : প্রিন্স
বার্মিংহামের দি ব্রিটিশ মুসলিম স্কুলের ৩য় হিফজ গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাওয়ার্ড সিরিমনি অনুষ্ঠিত