এমবাপের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়
৩০ মার্চ ২০২৫, ০৬:১২ এএম | আপডেট: ৩০ মার্চ ২০২৫, ০৬:১২ এএম

দুর্বল লেগনাসের বিপক্ষে শুরটা প্রত্যাশিত দাপটেই করেছিল রিয়াল মাদ্রিদ।তবে আট মিনিটের ব্যবধানে জোড়া গোল করে চমকের আভাস দিয়েছিল লেগনেস।শেষ অর্ধে ঘুরে দাঁড়িয়ে তারা ম্যাচটি জিতেছে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে। শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে লেগানেসকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল।
এই জয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। আন্তর্জাতিক বিরতির পর ভিনিসিয়ুস জুনিয়র ও ফেডেরিকো ভালভার্দেকে ছাড়াই ম্যাচ শুরু করা রিয়াল পয়েন্টের হিসাবে এক ম্যাচ কম খেলা শীর্ষ দল বার্সেলোনাকে ছুঁয়েছে। রবিবার জিরোনার বিপক্ষে বাকি থাকা ম্যাচ খেলে এককভাবে শীর্ষে থাকার সুযোগ হ্যান্সি ফ্লিকের দলের সামনে।
৩২তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। বক্সের মধ্যে আর্দা গুলারকে অস্কার রদ্রিগেজ ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। পানেনকা শটে কিপার মার্কো দিমিত্রোভিচকে পরাস্ত করেন এমবাপ্পে।
এক মিনিটের ভেতরে ডিয়েগো গার্সিয়া লেগানেসকে সমতায় ফেরান। রিয়ালের রক্ষণের ভুলের সুযোগ নিয়ে ব্যাকপোস্ট থেকে জালে বল ঠেলে দেন তিনি।
বিরতির আগে বার্নাব্যুকে নিস্তব্ধ করে লিড নেয় লেগানেস। ৪১তম মিনিটে অস্কারের কাটব্যাক থেকে আন্দ্রি লুনিনকে পরাস্ত করেন দানি রাবা।
দ্বিতীয়ার্ধে ম্যাচ শুরু হওয়ার দুই মিনিটের মধ্যে জুড বেলিংহ্যাম রিয়ালকে সমতায় ফেরান। ব্রাহিম দিয়াজের প্রচেষ্টা ব্যর্থ হলে ফিরতি শটে গোল করেন ইংলিশ মিডফিল্ডার।
নির্ধারিত সময়ের ১৫ মিনিট বাকি থাকতে এমবাপ্পের চমৎকার ফ্রি কিক গোলে তিন পয়েন্ট নিশ্চিত করে রিয়াল। লেগানেসের দেয়ালের ফাঁক গলে জাল কাঁপান তিনি। সব প্রতিযোগিতা মিলে এটি ছিল এমবাপ্পের ৩৩তম গোল।
ম্যাচ শেষে এমবাপ্পেকে প্রশংসায় ভাসালেন কার্লো আনচেলত্তি, ‘(এমবাপ্পে) পার্থক্য তৈরি করছে, আমরা তার কাছ থেকে এটাই চাই।’
৪৪ ম্যাচে সব প্রতিযোগিতা মিলে ৩৩ গোল করে রিয়ালের সর্বকালের শীর্ষ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদোর ২০০৯-১০ মৌসুমের কীর্তি ছুঁয়েছেন এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ড বললেন, ‘এটা খুবই বিশেষ... ক্রিস্টিয়ানোর সমান গোল পাওয়া সবসময় দারুণ। আমরা জানি রিয়াল মাদ্রিদ ও আমার জন্য তিনি কী। আমরা কথা বলি, তিনি আমাকে অনেক উপদেশ দেন। অনেক গোল করেছেন তিনি। কিন্তু এখানে আমাদেরকে ট্রফি জিততে হবে।’
২৯ ম্যাচে ৬৩ পয়েন্ট রিয়ালের। বার্সারও সমান পয়েন্ট ২৮ ম্যাচ খেলে। অ্যাতলেতিকো মাদ্রিদ ড্র করে ৫৭ পয়েন্ট নিয়ে তিনে। ২৭ পয়েন্টে ১৮তম লেগানেস।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

মোদির প্রশংসায় পঞ্চমুখ বিএনপি! নেক্কারজনক ভূমিকায় হতবাক-বিক্ষুব্ধ নেটিজেনরা

সুরমার ভাঙনে ভিটেমাটি হারানোর শঙ্কায় কয়েক শত শত পরিবার

শেষ হয়েছে দুবলারচরের শুঁটকি মৌসুম লোকসানের বোঝা মাথায় নিয়ে বাড়ী ফিরছেন জেলেরা

ইতালিতে নতুন নিরাপত্তা আইন, রোমজুড়ে তীব্র বিক্ষোভ

ঈদের ৯দিন ছুটির পর চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে শুল্ক স্টেশনের কার্যক্রম চালু হয়েছে

সাতক্ষীরায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন! আরো এক ভাই আহত

ব্রহ্মপুত্র নদে অষ্টমীর স্নান করতে এসে পুণ্যার্থীর মৃত্যু

সরকারের দুই উপদেষ্টা আ’লীগ পুনর্বাসনে ব্যস্ত বলে রাশেদ খানের অভিযোগ

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন মিয়ানমারের প্রধানমন্ত্রী

ভারতকে হটিয়ে তবে কি কাশ্মীর দখলে নিচ্ছে পাকিস্তান?

৪০ বছর ইমামতি শেষে ঘোড়ার গাড়িতে ইমামের রাজকীয় বিদায়

সড়ক দুর্ঘটনায় নিঃশেষ হয়ে গেল পুরো পরিবার

পাবনার সুজানগরে বেড়াতে গিয়ে নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

আনোয়ারায় দুর্ধর্ষ ডাকাতি, আহত ৮

পাকিস্তানের বেলুচিস্তানে রাজনৈতিক কর্মী জাহির বালোচ গ্রেপ্তার

মাথায়গুলি নিয়েই মারা গেলেন জুলাই যোদ্ধা হৃদয়

আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২জন এসএসসি পরীক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

শেরপুরের গজনী অবকাশ কেন্দ্র ও মধুটিলা ইকোপার্কে ঈদের পরে ৬ষ্ঠ দিনেও পর্যটকের ভিড়!

বেনাপোল বন্দর দিয়ে ৮ দিন পর আমদানি-রপ্তানি শুরু