ফের জাতীয় দলে ৪১ বছরের ইব্রা
যে বয়সে মানুষ বুটজোড়া তুলে রেখে কোচিংয়ে ধ্যাণ দেয়, সেই বয়েসেই কিনা জøাতান ইব্রাহিমোভিচ আবারও ফিরছেন জাতীয় দলের জার্সিতে। চলমান মৌসুমের বেশিরভাগ সময় চোটে কাটানো এই বর্ষীয়ান স্ট্রাইকার ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ফিরেছেন ক্লাবের জার্সিতে। এরই মধ্যে তিন ম্যাচে বদলি হিসেবে নেমেছেন ক্লাব এসি মিলানের হয়ে। ফিরতে না ফিরতেই তিনি চমকে দিলেন গোটা ফুটবল বিশ্বকে। ৪১ বছর বয়সী ইব্রাকে সুইডেন জাতীয়...