বঙ্গবন্ধু কাপ কাবাডিতে বৃহস্পতিবার বাংলাদেশ-নেপাল মুখোমুখি
১৫ মার্চ ২০২৩, ০৯:৩৮ পিএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:১২ এএম
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার নেপালের মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ। শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচে নি:সন্দেহে ফেভারিট টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। কারণ ‘এ’ গ্রুপে ইতোমধ্যে টানা দুই ম্যাচ জিতে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে সঠিক পথেই রয়েছে লাল-সবুজরা। প্রথম ম্যাচে পোল্যান্ডকে ৫০-২২ পয়েন্টে এবং দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনাকে ৭২-২৩ পয়েন্টে হারিয়েছে তারা। অন্যদিকে একই গ্রæপের দল নেপাল দুই ম্যাচে একটি করে জয় ও হারে টিকে আছে টুর্নামেন্টে। আগের ম্যাচে ইরাকের কাছে হারলেও গতকাল তারা হারিয়েছে ইংল্যান্ডকে।
দক্ষিণ এশিয়ার দেশ নেপালকে হারিয়ে জয়ের ধারায় থাকতে চান বাংলাদেশের অধিনায়ক তুহিন তরফদার। কাল তিনি বলেন,‘আগের দুই ম্যাচের মতো একই ছন্দে খেলতে চাই আমরা। পোল্যান্ড ও আর্জেন্টিনার বিপক্ষে আমরা যে নৈপুণ্য দেখিয়ে জিতেছি, সেভাবেই সবাই খেলবো।’ বাংলাদেশ জাতীয় কাবাডি দলের ভারতীয় কোচ সাজুরাম গয়াতের কন্ঠেও একই সুর, ‘ছেলেরা হ্যাটট্রিক শিরোপা জেতার প্রত্যয় নিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। তাদের খেলাতেও সেটা স্পষ্ট। আশাকরি দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে জয়ের ধারা অব্যাহত রাখবে তারা।’ আজকের ম্যাচে জিতলে টানা তিন জয়ে সেমিফাইনালের পথে এগিয়ে থাকবে স্বাগতিকরা।
এদিকে টুর্নামেন্টের তৃতীয় দিন জয় পেয়েছে যথাক্রমে নেপাল, ইরাক, থাইল্যান্ড ও চাইনিজ তাইপে। আগের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইরাকের কাছে ৪৯-৪৮ পয়েন্টে হারলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে নেপাল। বুধবার বিকালে পল্টনের শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে নেপাল ২টি লোনাসহ ৩৯-২৪ পয়েন্টে হারায় ইংলিশদের। ম্যাচ সেরার পুরস্কার পান বিজয়ী দলের ঘনশ্যাম রোকা মাগার। একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে ইরাক ২টি লোনাসহ ৩৮-৩১ পয়েন্টে হারায় পোল্যান্ডকে। ম্যাচ সেরা হন বিজয়ী দলের আরি সারি সবর আল-সাইদি। এটা ইরাকের টানা তৃতীয় জয় হলেও পোল্যান্ডের হ্যাটট্রিক হার। দিনের তৃতীয় ম্যাচে থাইল্যান্ড ৪৭-৪২ পয়েন্টে হারিয়ে দেয় গত দুই আসরের রানার্সআপ কেনিয়াকে। থাইল্যান্ড টানা দ্বিতীয় জয় পেলেও টানা দুই হারে সেমিফাইনালে খেলা কঠিন করে ফেললো কেনিয়া। রাতে অনুষ্ঠিত বুধবারের চতুর্থ ম্যাচে চাইনিজ তাইপে ৩৮-২২ পয়েন্টে হারায় ইন্দোনেশিয়াকে। দিনের শেষ ম্যাচে শ্রীলঙ্কা ২টি লোনাসহ ৪৫-২৬ পয়েন্টে হারায় মালয়েশিয়াকে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার