বঙ্গবন্ধু কাপ কাবাডির সেমিফাইনালে বাংলাদেশ
১৭ মার্চ ২০২৩, ০৮:২৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:২৭ পিএম
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিলো স্বাগতিক বাংলাদেশ। শুক্রবার দুপুরে পল্টনস্থ শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ চারটি লোনাসহ ৫৫-২৭ পয়েন্টে ইংল্যান্ডকে বিধ্বস্ত করে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে। ম্যাচের প্রথমার্ধে দুটি লোনাসহ ২৯-১০ পয়েন্টে এগিয়েছিল স্বাগতিকরা। খেলা শেষে এই ইংলিশদের বিপক্ষে জয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করেন বাংলাদেশ দলের অধিনায়ক তুহিন তরফদার। তিনি বলেন,‘আমরা এই জয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে উনার প্রতি উৎসর্গ করছি।’
শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নেমেছিল লাল-সবুজরা। অধিনায়ক তুহিন তরফদার প্রথম রেইডেই এক পয়েন্ট এনে দেন দলকে। এরপর একের পর এক পয়েন্ট নিয়ে এগিয়ে যেতে থাকে স্বাগতিক দল। কিন্তু খেলার ছয় মিনিটের মাথায় ঘটে যায় দু:খজনক ঘটনা। রক্তাক্ত হয় শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামের ম্যাট। ইংল্যান্ডের এক রেইডারকে ধরতে গিয়ে নিজেদের কপালে আঘাত পান বাংলাদেশের দুই ক্যাচার রাসেল হাসান ও রোমান হোসেন। রক্তে হাত ভিজে যায় রাসেলের। স্ট্রেচারে করে ম্যাট ছাড়তে হয় রোমান হোসেনকে। দু’জনের কপালে একটি করে সেলাই দিতে হয়েছে। ফলে রাসেল ও রোমানের পরিবর্তে নামানো হয় আরিফ রাব্বানী ও আল আমিনকে। স্বাগতিক দলের অন্যতম দুই সেরা ক্যাচার আহত হয়ে ম্যাটের বাইরে চলে গেলেও এতটুকু ছেদ পড়েনি তুহিনদের খেলায়। এ দুই ক্যাচারের অভাব অনুভব করতে দেননি অন্যরা। আধিপত্য ধরে রেখেই শেষ পর্যন্ত চারটি লোনাসহ বড় ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালে চলে যায় স্বাগিতকরা। ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন বাাংলাদেশের মিজানুর রহমান। শনিবার শক্তিশালী ইরাকের বিপক্ষে লড়বেন তুহিন তরফদাররা। এই ম্যাচে জিতলে গ্রæপ চ্যাম্পিয়ন নিশ্চিত হবে বাংলাদেশের। দিনের দ্বিতীয় ম্যাচে একই গ্রæপের দল নেপাল ৬২-২৮ পয়েন্টে হারায় আর্জেন্টিনাকে। এই জয়ে সেমিফাইনালে আশা টিকে রইল নেপালের।
তৃতীয় মাচে ‘বি’ গ্রুপের দল বর্তমান রানার্সআপ কেনিয়া ৮১-২৬ পয়েন্টে মালয়েশিয়াকে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিলো। অন্যদিকে টানা চার হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হলো মালয়েশিয়ার। দিনের শেষ ম্যাচে ‘বি’ গ্রæপের শীর্ষ স্থানে থাকা থাইল্যান্ডকে ৪০-২৮ পয়েন্টে হারিয়ে চমক দেখালো চাইনিজ তাইপে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
চুয়াডাঙ্গার রামদিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজন ধারালো অস্ত্রাঘাতে হত্যা;আহত ৫
ঘণকুয়াশার কারণে ৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫০
আওয়ামী পন্থী মুক্তিযোদ্ধাদের সাথে যুক্তরাজ্য শাখা বিএনপি নেতার মতবিনিময়
পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ
আ.লীগের দোসর সালাম আলী এখন বিএনপির সভাপতি প্রার্থী!
ঘুস নেওয়ার অভিযোগ, টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ
তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী
গভীর রাতে মেসে ছাত্রীদের বিক্ষোভ, মালিকের দুই ছেলেকে পুলিশে সোপর্দ
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই