২৪০ জনের বহর নিয়ে বাংলাদেশের হ্যাংজু মিশন
১০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৫ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
চীনের হ্যাংজু শহরে আগামী ২৩ সেপ্টেম্বর পর্দা উঠবে ১৯তম এশিয়ান গেমসের। আসর শেষ হবে ৮ অক্টোবর। এশিয়ার সর্ববৃহৎ এই ক্রীড়াযজ্ঞের ১৭ ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। ২০১৮ সালে ইন্দোনেশিয়ার জার্কাতা এশিয়ান গেমসের ১৪টি ডিসিপ্লিনে অংশ নিয়ে পদকশূন্য ফিরেছিল বাংলাদেশ দল। এবারের আসরে লাল সবুজের বিশাল বহর যাচ্ছে হ্যাংজুতে। বাংলাদেশ কন্টিনজেন্টে থাকছেন ক্রীড়াবিদ, কোচ, সংগঠক ও কর্মকর্তা মিলিয়ে ২৪০ জন। যার মধ্যে ক্রীড়াবিদ ১৮০ জন এবং কোচ ও বিভিন্ন পদবি নিয়ে চীন যাবেন আরো ৬০ জন।
দেশের বাইরে অন্যসব ক্রীড়া আসরের মতো এবার হ্যাংজুতেও ভালো করার প্রত্যাশা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)। আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে গতকাল দুপুরে ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। তিনি বলেন,‘সম্ভাব্য সেরা দল নিয়েই এবার হ্যাংজু এশিয়ান গেমসে অংশ নেব আমরা। আশা করি, কয়েকটি ডিসিপ্লিনে আমাদের ক্রীড়াবিদরা সম্মানজনক ফলাফল করতে পারবেন।’ শাহেদ রেজা যোগ করেন,‘এশিয়ান গেমসকে সামনে রেখে আমাদের কয়েকটি ফেডারেশন বিদেশি কোচের অধীনে ক্রীড়াবিদদের অনুশীলন করিয়েছে। এবার ক্রিকেট, আরচ্যারি, শুটিংয়ে আমরা ভালো করতে পারি। ভালো কিছু আশা করছি দুই প্রবাসী ক্রীড়াবিদ অ্যাথলেট ইমরানুর রহমান ও বক্সার জান্নাত ফেরদৌসকে নিয়েও।’ সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলে বিওএ উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু,কোষাধ্যক্ষ এবং গেমসে বাংলাদেশ দলের সেফ দ্য মিশন একে সরকার, ডেপুটি সেফ দ্য মিশন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও বিওএর মিডিয়া উপ-কমিটির সদস্য সচিব ড. সিরাজউদ্দীন মো. আলমগীর।
২৩ সেপ্টেম্বর গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও ফুটবল (পুরুষ) ডিসিপ্লিনের খেলা দিয়ে ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে যাবে এশিয়ান গেমসের মাঠে লড়াই। প্রথম দিনই শক্তিশালী মিয়ানমারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় দল। যে কারণে বাংলাদেশ কন্টিনজেন্টের পুরুষ ফুটবল দল সবার আগে হ্যাংজুর উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। তারা রওয়ানা হবে ১৫ সেপ্টেম্বর রাতে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য ডিসিপ্লিনের ক্রীড়াবিদরা যাবেন। গেমস শেষে কয়েকটি ভাগে ভাগ হয়ে দেশে ফিরবে বাংলাদেশ দল।
গেমসের আগের আসরে পদকশূন্য থাকলেও হ্যাংজুতে এবার ক্রিকেট ফেরায় পদকের সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের। পুরুষ ও নারী-ক্রিকেটের দুই বিভাগেই অংশ নেবে লাল-সবুজরা। এই প্রথম বাংলাদেশ নারী ফুটবল দল যাচ্ছে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রীড়া আসরে খেলতে। হ্যাংজু এশিয়ান গেমসে বাংলাদেশের ডিসিপ্লিনগুলো হচ্ছে-অ্যাথলেটিক্স, বক্সিং, কারাতে, ভারোত্তোলন, দাবা, হকি, জিমন্যাস্টিক্স, ফেন্সিং, ব্রিজ, সাঁতার, তায়কোয়ান্দো, শুটিং, কাবাডি (পুরুষ ও নারী), গলফ, ফুটবল (পুরুষ ও নারী), আরচ্যারি এবং ক্রিকেট (পুরুষ ও নারী)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন