নারী বিশ্বকাপের পর এবার সরে গেল কমনওয়েলথ কারাতে
১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৪ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৪ এএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পুরো বাংলাদেশে গত জুলাই মাসজুড়েই বিরাজমান ছিল অস্থিতিশীল পরিবেশ। শেষ পর্যন্ত এই আন্দোলন ছাত্র-জনতার গণআন্দোলনে রূপ নিলে আগস্টের শুরুতে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তরালে চলে যান পতিত আওয়ামী লীগ সরকারের সব মন্ত্রী, আমলা ও সংসদ সদস্যরা। দেশ পরিচালনার জন্য গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। ৮ আগস্ট যে সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেল পুরস্কার জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এরপরই শুরু হয় নতুনভাবে দেশ সংস্কারের কাজ। দেশের এমন পরিস্থিতিতে আগেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু বাংলাদেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়েছে। এবার সরে গেলো কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপও। আগামী ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ৪০ দেশের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই চ্যাম্পিয়নশিপের খেলা। কিন্তু এখন তা আর হচ্ছে না।
বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে সামগ্রিক অবস্থা বিবেচনা করে সম্প্রতি কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের ভেন্যু বদলে দক্ষিণ আফ্রিকার ডারবানে নেওয়া হয়েছে। ভেন্যু বদলের পাশাপাশি টুর্নামেন্টের দিনক্ষণও বদলে গেছে। এখন ২৭ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত কমনওয়েলথ কারাতের খেলা ডারবানে অনুষ্ঠিত হবে। কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের নতুন ভেন্যু প্রসঙ্গে বাংলাদেশ কারাতে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়না চৌধুরী গতকাল বলেন, ‘আমাদের দেশে অস্থিতিশীল পরিস্থিতির জন্য আগেই ভেন্যু সরিয়ে দক্ষিণ আফ্রিকায় নেওয়া হয়েছে। আমরা চেষ্টা করেও ঢাকায় ভেন্যু রাখতে পারিনি। এখন দক্ষিণ আফ্রিকায় গিয়ে আমাদের খেলাও অনিশ্চিত। আর্থিক বিষয়ে আগের সাধারণ সম্পাদক সহায়তা করতেন, তিনিও এখন নেই। ফলে আসরে আমাদের অংশগ্রহণ বেশ কঠিন হয়ে দাঁড়ালো।’
কমনওয়েলথ কারাতে আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে বাংলাদেশ কারাতে ফেডারেশন ইতোমধ্যে ভালো অর্থই ব্যয় করেছে। এ নিয়ে নয়না চৌধুরী বলেন, ‘আয়োজন নিয়ে আমাদের ভালো অর্থ ব্যয় হয়েছে। এখন কমনওয়েলথ কারাতে ঢাকায় না হওয়ায় সব দিক দিয়েই ক্ষতি হয়ে গেল।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শেষ বিকেলে লুইস-অ্যাথানেজের 'আক্ষেপে' ম্যাচে ফিরল বাংলাদেশে
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়