এখনও পাকিস্তানের আশায় আইসিসি
১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৭ এএম
আগামী বছর ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টটি আয়োজনে পাকিস্তান কতটা প্রস্তুত, তা দেখতে ও বুঝতে নিজেদের একটি প্রতিনিধিদলকে পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ভারতের সংবাদমাধ্যম ‘স্পোর্টস তাক’- এর তথ্য অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের প্রস্তুতি ও অন্যান্য বিষয় দেখতে আগামী ১০ দিনের মধ্যে পাকিস্তানে যেতে পারে আইসিসির প্রতিনিধিদল। ১৯৯৬ বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে প্রথমবারের মতো নিজেদের মাটিতে বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান। এই টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাকিস্তানের তিনটি বিখ্যাত শহর লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। এই তিন শহরের ভেন্যুর প্রস্তুতি ও অন্যান্য ফ্যাসিলিটিজ দেখতে প্রতিনিধিদল পাঠাবে আইসিসি। প্রতিনিধিদল পাকিস্তান ঘুরে যাওয়ার পর চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ করবে আইসিসি। টিকিট বিক্রিও শুরু হবে আইসিসির প্রতিনিধিদল পাকিস্তান ঘুরে যাওয়ার পর।
২০১৭ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হয়েছে। সেবার ওভালের ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সেটা ছিল পাকিস্তানের প্রথম আইসিসি টুর্নামেন্টের শিরোপা জয়। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডির স্টেডিয়াম সংস্কারে এর আগে ১২৮০ কোটি পাকিস্তানি রুপি বরাদ্দ দিয়েছে পিসিবি। কাজও চলছে দ্রুততার সাথে। তবে পাকিস্তানে ভারত খেলতে যাবে কি না, তা এখনো অনিশ্চিত। এ কারণে টুর্নামেন্টটি পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে অনিশ্চয়তাও দেখছেন কেউ কেউ। গত বছর এশিয়া কাপ পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারত সেখানে খেলতে যেতে রাজি না হওয়ায় টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়। বেশ কিছু ম্যাচ শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হয়। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি অবশ্য পাকিস্তানে ভারতের খেলতে যাওয়া নিয়ে আশাবাদী। চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার বিষয়েও আশাবাদী তিনি, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেই আয়োজিত হবে। অংশ নিতে যাওয়া দলগুলোর বোর্ডের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। আমরা জয় শাহর সঙ্গেও যোগাযোগ রাখছি।’
আপাতত আগামী বছর ফেব্রুয়ারি ও মার্চের মধ্যে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চূড়ান্ত সূচি পরে জানাবে আইসিসি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শেষ বিকেলে লুইস-অ্যাথানেজের 'আক্ষেপে' ম্যাচে ফিরল বাংলাদেশে
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়