ক্রীড়াঙ্গনের ৪২ সভাপতি অপসারণ!
১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৭ এএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেষ পর্যন্ত গণআন্দোলনে রূপ নিলে আগস্ট মাসের শুরুতে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৫ আগস্ট পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। যে সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ৮ আগস্ট শপথ নেন নোবেল পুরস্কার জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এরপরই শুরু হয় নতুনভাবে দেশ সংস্কারের কাজ। দেশের রাজনৈতিক পট পরিবর্তনে প্রায় সব ক্ষেত্রেই লেগেছে পরিবর্তন ছোঁয়া। এরই ধারাবাহিকতায় ক্রীড়াঙ্গনেও চলছে সংস্কারের কাজ। সদ্য পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দোসরদের হঁটিয়ে এই অঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখতে এবার উদ্যোগী হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যার অংশ হিসেবে তারা অপসারণ করেছে দেশের ৪২ ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সভাপতিকে! গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এসব সভাপতিকে অব্যাহতি দিয়েছে। এদিন মন্ত্রণালয়ের সহকারী সচিব হুমায়ুন কবিরের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ২২ ধারার ক্ষমতাবলে ৪২ ক্রীড়া ফেডারেশনের সভাপতিদের এই অব্যাহতি দেওয়া হয়।
দেশে ৫৫টি ফেডারেশনে ও অ্যাসোসিয়েশন বিদ্যমান। এর মধ্যে দাবা, কাবাডি ও ব্রিজের তিন সভাপতিকে আগেই অব্যাহতি দেওয়া হয়েছিল। তিনটি ফেডারেশন ছিল সভাপতিবিহীন। এগুলো হচ্ছে- শরীরগঠন, বুত্থান ও ইয়োগা। এছাড়া পাঁচটি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সভাপতিদের বহাল রাখা হয়েছে। এগুলো হলো- হকি, সাঁতার, গলফ, বিলিয়ার্ড ও কিক বক্সিং। সাবেক ক্রীড়া মন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করায় দেশের ক্রিকেট বোর্ড পেয়েছে নতুন সভাপতি ফারুক আহমেদকে। আগামী ২৬ অক্টোবর নির্বাচনের অপেক্ষায় রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্বকালে গত ১৫ বছর দেশের অধিকাংশ ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনেই ছিলেন সরকার মনোনীত সভাপতি। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরেই দাবা, কাবাডি ও ব্রিজ ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ৪২ ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের অপসারিত সভাপতিরা হলেন- শুটিংয়ের লে. জেনারেল (অব.) আতাউল হাকিম সারওয়ার হাসান, ব্যাডমিন্টনের ড. আবদুল মালেক, হ্যান্ডবলের একেএম নুরুল ফজল বুলবুল, জুডোর ফয়জুর রহমান বাদল, কারাতের ড. মোজাম্মেল হক খান, তায়কোয়ান্দোর কাজী মোর্শেদ হোসেন কামাল, টেবিল টেনিসের মেজবাহ উদ্দিন, জিমন্যাস্টিক্স শেখ বশির আহমেদ মামুন, বাস্কেটবলের ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আরচ্যারির লে. জেনারেল (অব.) মঈনুল ইসলাম, মহিলা ক্রীড়া সংস্থার বেগম মাহাবুব আরা গিনি, বক্সিংয়ের মেজর জেনারেল একেএম আমিনুল হক, বধির ক্রীড়া ফেডারেশনের আবদুল করিম, বাশাআপের শেখ মো. মারুফ হাসান, রাগবির শফিউল ইসলাম মহিউদ্দিন, ফেন্সিংয়ের এম শোয়েব চৌধুরী, বেসবল সফট বলের আলহাজ্ব মো. সোলায়মান, প্যারালিম্পিক কমিটির ভেলরী এ টেলর, সার্ফিংয়ের কাজী ফিরোজ রশীদ, মাউন্টেরিয়ারিংয়ের মিজানুর রহমান মানু, চুক বলের আ জ ম নাছির উদ্দিন, সেপাক টাকরোর সাইদুর রহমান, জুজুৎসুর গোলাম ফারুক খন্দকার, প্যারা আরচ্যারির কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল, ভারোত্তোলনের মেজর জেনারেল একেএম নাজমুল হাসান, উশুর ড. আবদুস সোবহান গোলাপ, ক্যারমের জুনাইদ আহমেদ পলক, সাইক্লিংয়ের কবির বিন আনোয়ার, টেনিসের খালিদ মাহমুদ চৌধুরী, কুস্তির শাজাহান খান, রোলার স্কেটিংয়ের আবুল কালাম আজাদ, কান্ট্রি গেমসের ড. সাইখ সিরাজ, থ্রো বলের জহিরুল ইসলাম ভূঁইয়া, ভলিবলের আতিকুল ইসলাম, স্কোয়াশ র্যাকেটসের মো. ফারুক খান, রোইংয়ের অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার, আন্তর্জাতিক তায়কোয়ান্দোর বিএম মোজাম্মেল হক, ঘুড়ির ড. মোহাম্মদ জাফর ইকবাল, অ্যাথলেটিক্সের তোফাজ্জল হোসেন মিয়া, খিউকুশিন কারাতের ডা. দীপু মনি, খোখোর শাহ কামাল এবং মার্শাল আর্ট কনফেডারেশনের হাসানুল হক ইনু। দাবার বেনজির আহমেদ, কাবাডির চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও ব্রিজের জাহাঙ্গীর আলমকে আগেই অব্যাহতি দেওয়া হয়েছিল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শেষ বিকেলে লুইস-অ্যাথানেজের 'আক্ষেপে' ম্যাচে ফিরল বাংলাদেশে
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়