বিভিন্ন ফেডারেশন থেকে এনএসসি’র ১৬ কর্মকর্তা ও কোচ অপসারণ
১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ এএম
সদ্য পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দোসরদের হঁটিয়ে ক্রীড়াঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখতে বদ্ধপরিকর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা। এরই অংশ হিসেবে আগের দিন দেশের ৪২টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সভাপতিদের একযোগে অপসারণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এবার অপসারণ করা হলো ১৩টি ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংস্থার কমিটিতে থাকা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ১৬ জন কর্মকর্তা, কোচ ও প্রকৌশলীদের। এনএসসি সচিব মো.আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়। জানা গেছে, অপসারিত সরকারী কর্মকর্তা, কোচ ও প্রকৌশলীদের কমিটিতে রেখে আওয়ামী লীগ শাসনামলে নানা সুবিধা ভোগ করতেন ফেডারেশনের কর্মকর্তারা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ও এনএসসি চেয়ারম্যানের সাবেক একান্ত সচিব রশিদুজ্জামান সেরনিয়াবাত আরচ্যারি ও ভারোত্তোলন ফেডারেশন এবং সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের বিভিন্ন দায়িত্বে ছিলেন। সম্প্রতি বান্দরবান জেলা স্টেডিয়ামের প্রশাসক হিসাবে বদলী করা হয় এই কর্মকর্তাকে। পাশাপাশি তিনটি ফেডারেশন থেকেই বুধবার অব্যাহতি দেওয়া হয়েছে সেরনিয়াবাতকে। শরীরগঠন ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে এনএসসির সাবেক পরিচালক (প্রশাসন) শেখ হামিম হাসান এবং সদস্য পদ থেকে পাক্ষিক ক্রীড়া জগতের সম্পাদক মাহমুদুল হোসেন খান দুলালকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সদস্য পদ থেকে এনএসসির সাবেক পরিচালক (ক্রীড়া) শাহ আলম সরদারকে, বক্সিং ফেডারেশনের সহ-সভাপতি পদ থেকে এনএসসির সাবেক উপ-পরিচালক সৈয়দা তাসলিমা আক্তারকে এবং একই ফেডারেশনের সদস্য পদ থেকে কর্মচারী সেলিম মিয়াকে অব্যাহতি দেওয়া হয়। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য পদ থেকে সাবেক উপ-পরিচালক আয়েশা বেগম এবং এনএসসির কোচ ও জুডো ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন নাহার হিরুকে অব্যাহতি দিয়েছে। সাইক্লিং ফেডারেশনের সদস্য পদ থেকে এনএসরি সহকারী পরিচালক (প্রশাসন) মাসুদুর রহমান ও একই সংস্থার কোচ সাহিদুর রহমান, উশু ফেডারেশনের সদস্য পদ থেকে এনএসসির সহকারী পরিচালক (প্রশাসন) নিয়াজুল হাসান খান, ভারোত্তোলন ফেডারেশনের কোষাধ্যক্ষ পদ থেকে কোচ ফারুক আহমেদ সরকার, আরচ্যারি ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদকের পদ থেকে কোচ কামরুল ইসলাম কিরণকে অব্যাহতি দেওয়া হয়েছে। চুকবল অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির সদস্য পদ থেকে এনএসসির উপ-সহকারী প্রকৌশলী জাহিদ হোসেনকে, জুডো ফেডারেশনের সদস্য পদ থেকে এনএসরি ক্রীড়া কর্মকর্তা মাকসুদ উল হক ভূঁইয়া এবং ইয়োগা অ্যাসোসিয়েশন ও আন্তর্জাতিক তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশনের সদস্য পদ থেকে এনএসসি সচিবের একান্ত সহকারী জিল্লুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শেষ বিকেলে লুইস-অ্যাথানেজের 'আক্ষেপে' ম্যাচে ফিরল বাংলাদেশে
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়