এবার আজারেঙ্কার বিদায়
এবারের অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে শুরু থেকেই দেখা যাচ্ছে নানারকম অঘটন। উঠতি খেলোয়াড়দের সামনে পথ হারিয়ে ফেলছেন অভিজ্ঞরা। তেমনি এক ঘটনার জন্ম দিলেন ডায়ানা ইয়াস্ত্রেমস্কা। এখানে দুইবারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে দিয়েছেন ইউক্রেইনের এই খেলোয়াড়। গতকাল মেলবোর্নের রড লেভার অ্যারেনায় সরাসরি সেটে জিতেছেন ইয়াস্ত্রেমস্কা। প্রথম সেটে বেশ লড়াই করলেও দ্বিতীয় সেটে সেটাও পারেননি ডবিøউটিএ র্যাঙ্কিংয়ের ২২তম আজারেঙ্কা। ৭-৬ (৮-৬), ৬-৪...