প্যালেসের বিপক্ষে গানার্সদের গোল উৎসব
দারুণ শুরুর পর টানা ব্যর্থতায় ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা থেকে পিছিয়ে পড়েছিল আর্সেনাল। শেষ চার ম্যাচের তিনটিতেই হেরেছে দলটি,অন্য ম্যাচটি ছিল ড্র। তবে টানা তিন সপ্তাহ পর অবশেষে প্রিমিয়ার লিগে জয়ের দেখা পেল গানার্সরা।
সোমবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে শুধু জয়ই পায়নি রীতিমতো গোল উৎসব করেছে মিকেল আর্তেতার দল। এমিরেটস স্টেডিয়ামে শনিবার লিগ ম্যাচটি ৫-০ গোলে জিতেছে আর্সেনাল। গাব্রিয়েল মাগালিয়াইস দলকে লিড...