কিশোরগঞ্জে উশু প্রশিক্ষণ
উশু ও কুংফুতে নতুন ক্রীড়াবিদ খোঁজার মিশন শুরু করেছে বাংলাদেশ উশু ফেডারেশন। এরই অংশ হিসাবে শনিবার কিশোরগঞ্জের জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং উশু ফেডারেশনের সহযোগিতায় তৃণমূল পর্যায়ে উশু ও কুংফু প্রশিক্ষণ কর্মসূচী শেষ হয়েছে। একমাস ব্যাপী প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার দেড়শ’জন ছেলে মেয়ে এই কোর্সে অংশ নেন। কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রশিক্ষণ শেষে ক্রীড়াবিদদের হাতে সনদ তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম...