ব্লিনকোভা চমক, হতাশ রাডুকানু
নাটকীয়তায় ঠাসা শ্বাসরুদ্ধকর ম্যাচে জিতে ক্যামেরার স্ক্রিনে আনা ব্লিনকোভা লিখলেন ‘নেভার গিভ আপ।’ সাবেক গ্র্যান্ড সø্যাম চ্যাম্পিয়ন এলিনা রিবাকিনার বিপক্ষে পুরোটা সময় দেখা গেল ওই মন্ত্রেই উজ্জীবিত ব্লিনকোভাকে। প্রথম দুই সেটে সমতার পর তৃতীয় সেটের লড়াই জমে ওঠে আরও। হাল ছাড়তে রাজি নন কেউই। অবশেষে দীর্ঘ টাইব্রেকারে জয়ের হাসি ফুটল ব্লিনকোভার মুখে।গতকাল মেলবোর্নের রড লেভার অ্যারেনায় এবারের অস্ট্রেলিয়ান ওপেনে বড়...