কোহলিকে টেন্ডুলকারের আবেগঘন অভিনন্দন বার্তা
ঘরের মাঠে বসে দেখলেন নিজের রেকর্ড গুড়িয়ে যেতে। এমনটি কার-ই বা ভালো লাগে। কিন্তু সেই রেকর্ড যদি ভাঙেন নিজেরই দেশেরই কেই তখন আবেগ ছুয়ে না গিয়ে পারে না। এমন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষি হলো মুম্বাইয়ের ওয়েংখেড়ে স্টেডিয়াম।
নিউজিল্যান্ডের বিপক্ষে এদিন ১১৭ রানের ইনিংস দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে শচিন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে গেছেন বিরাট কোহলি। এসময় গ্যালারিতেই বসা ছিলেন টেন্ডুলকার।
কোহলির ঐতিহাসিক...