মেসি ফেরেননি, জেতেনি মায়ামিও
ইন্টার মায়ামির হয়ে ফেরা আরও দীর্ঘায়িত হলো লিওনেল মেসির। জয় পাওয়া হয়নি ইন্টার মায়ামিরও। মেজর লিগ সকারে ঘরের মাঠে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে ড্র করেছে ফ্লোরিডার দলটি।
বাংলাদেশ সময় রোববার সকালে ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে সান্তিয়াগো রদ্রিগেজের গোলে এগিয়ে গিয়েছিল সফরকারীরা। একেবারে অন্তিম সময়ে হেডে দলকে পরাজয়ের হাত থেকে বাঁচান টমাস আভিলেস।
ম্যাচটি জিততেও পারত ইন্টার। ভাগ্যের ফেরে তা হয়নি।...