এশিয়ান গেমস হকিতে লজ্জার হার বাংলাদেশের
হ্যাংজু এশিয়ান গেমসের দশম দিনে সোমবার ছয়টি ডিসিপ্লিনে অংশ নিয়ে চারটিতেই চরম ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তবে এদিন পুরুষ কাবাডির প্রথম ম্যাচ জিতে এবং আরচ্যারির পুরুষ বিভাগে রিকার্ভ দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে উঠে আশার প্রদ্বীপ জ্বালিয়ে রেখেছে লাল-সবুজরা। বাকিগুলোর মধ্যে পুরুষ হকিতে ভারতের বিপক্ষে লজ্জার হার উপহার দিয়েছে বাংলাদেশ জাতীয় হকি দল। সোমবার দুপুরে গুয়াংশু কানাল স্পোর্টস পার্ক স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে...