রোনালদোর ‘প্রথমের’ ম্যাচে নায়ক ব্রাজিলিয়ান মিডফিল্ডার
তৃতীয় ম্যাচে এসে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোলের দেখা পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে আল নাসরের জয়ের নায়ক তিনি নন, ব্রাজিলিয়ান মিডফিল্ডার তালিসকা।
তাজিকিস্তানের দল ইস্তিকললের বিপক্ষে পিছিয়ে পড়ার পর রোনালদো গোলে সমতায় ফেরে আল নাসর। নিজেদের মাঠ রিয়াদের কেএসইউ ফুটবল ফিল্ডে মঙ্গলবার ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে আল নাসরের হয়ে জোড়া গোল করেন তালিসকা।
সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা ১০ ম্যাচ জিতল...