গিলের শতকে লড়াইয়ে ভারত
ভারতে একাই লড়াইয়ে রেখেছেন শুবমান গিল। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে ১১৭ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি।
ভারত ৩৯ ওভারে ১৮৩/৬।
সূর্য বোল্ড সাকিব, খুব চাপে ভারত
চাপে থাকা ভারতকে আরও চাপে ফেলে দিলেন সাকিব আল হাসান। সূর্যকুমারকে বোল্ড করে দিলেন বাংলাদেশ দলপতি।
৩৪ বলে ২৬ রান করে ফিরলেন সূর্য। ভারত ৩২.৪ ওভারে ১৩৯/৫। একাই লড়ছেন গিল (৯৭ বলে ৭৪)।
কিষান লেগ বিফোরের ফাঁদে
ইশান কিষানকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেললেন...