আদালতের নির্দেশ অমান্য করে চেয়ারম্যানের রাস্তা নির্মাণ
১২ জুন ২০২৩, ০৯:১৫ পিএম | আপডেট: ১৩ জুন ২০২৩, ১২:০১ এএম
মাদারীপুরে আদালতের নির্দেশ অমান্য করে ব্যক্তিগত জায়গায় রাস্তা নির্মাণ করার অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এই ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলা ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। গত রোববার সকালে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ‘হোসনাবাদ মরহুম আনু পুস্তির বাড়ির নিকট হইতে আবুল সাত্তার মোড়লের বাড়ি হইয়া চরনাচনা বয়াতীবাড়ি’ পর্যন্ত মাটির রাস্তার নির্মাণের ঘটনায় পরিদর্শনে যান সার্ভেয়ার রেজাউল করিম। এর আগে গত ৩০ মে ঘটনাস্থল পরিদর্শন করে ১২ জুনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক।
মামলার নথি, ভুক্তভোগীর অভিযোগ ও এলাকা ঘুরে জানা যায়, সদর উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদ থেকে কাবিখা প্রকল্পে ‘হোসনাবাদ মরহুম আনু পুস্তির বাড়ির নিকট হইতে আবুল সাত্তার মোড়লের বাড়ি ইইয়া চরনাচনা বয়াতীবাড়ি’ পর্যন্ত মাটির রাস্তার সংস্কারের জন্য সদর উপজেলা পরিষদে চিঠি দেয়া হয়। যার জন্য তিন লাখ টাকা খরচ উল্লেখ করা হয়। কিন্তু সেই প্রকল্প অনুমোদেনর আগেই চরনাচনা গ্রামের আবুল কালাম পুস্তি ও বাচ্চু পুস্তিসহ বেশ কয়েকজনের জায়গার উপর জোরপূর্বক মাটি ও গাছপালা কর্তন করে রাস্তা নির্মাণ করেন অভিযুক্ত কালিকাপুর ইউপি চেয়ারম্যান মো. ফায়েকুজ্জামান বাবুল। গত ০৬ মার্চ মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিকার চেয়ে মামলা করেন ভুক্তভোগীরা। আদালত বিষয়টি আমলে নিয়ে উল্লেখিত জায়গার ওপর কাজ বন্ধ রাখতে ১৪৫ ধারা জারি এবং এ ব্যাপারে থানা পুলিশকে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতেও নির্দেশ দেন আদালত। পরে ১৪ মার্চ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখতে লিখিতভাবে নির্দেশ দেন সদর মডেল থানার এসআই মোস্তফা কামাল। এরপর কার্যক্রম বন্ধ না হলে গত ২৮ মে আল মাসুদ মিয়া নামে এক ভুক্তভোগী বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের আরেকটি মামলা করেন। আদালতের বিচারক ৩০ মে উভয়পক্ষের শুনানি শেষে ১২ জুন ঘটনাস্থল পরিদর্শন শেষে সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি, প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
ক্ষতিগ্রস্তরা বলেন, আমাদের জায়গার ওপর দিয়ে রাস্তা করার অনুমোদন হয়নি অথচ প্রকল্পের নামে রাস্তা নির্মাণ করেছেন চেয়ারম্যান। ওই জমিতে পুরোনো বেশ কিছু গাছপালা কর্তনও করেছেন। বিষয়টি নিয়ে বারবার আপত্তি জানালেও কোনো প্রতিকার পাইনি। পরে আদালতের দ্বারস্থ হই।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ফায়েকুজ্জামান বাবুল বলেন, জনস্বার্থে আমি রাস্তা নির্মাণ করেছি। কোনো অপরাধ করিনি। আদালতে মামলা, আইন মেনেই চলবে। সেখানেই জবাব দিব।
এ ব্যাপারে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রেজাউল করিম বলেন, ব্যক্তিগত জায়গায় রাস্তা নির্মাণ করা হয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করে তার সত্যতা পাওয়া গেছে। আদালতের কাছে সঠিক তথ্যই উপস্থাপন করা হবে।
মাদারীপুর সহকারী কমিশনার ভূমি মো. সাইফুল ইসলাম বলেন, তদন্ত রিপোর্ট পরিবর্তনের কোনো সুযোগ নেই। এ ব্যাপারে সার্ভেয়ারকে নির্দেশনা প্রদান করা হয়েছে। ঘটনাস্থলে যা পাওয়া গেছে সেটাই লিপিবদ্ধ করে আদালতে জমা দেয়া হবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
আইওয়ার দিকে সবার নজর কেন ?
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠিত অ্যাডভোকেট মান্নান আহবায়ক সিরাজ সদস্য সচিব
বাগেরহাটে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ীর মৃত্য
পঞ্চগড়ে ককটেল বিস্ফোরনের ঘটনায় মামলা আটক দুই
বিতর্কিত মাওলানা সাআদের কারণে অন্তবর্তীকালীন সরকার বেকায়দায় পড়ুক তা’ আমরা চাই না
নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে সাবেক সেনা সদস্যসহ নিহত-২, আহত-১
ডিক্সভিলে একমাত্র কেন্দ্রে মোট ভোটার ৬,কমলা-ট্রাম্প পেলেন সমান ভোট
খুলনা ৪ আসনের সাবেক এমপি ও তার স্ত্রীসহ ২০৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
চালকবিহীন 'অটোমামা’ গাড়ি উদ্ভাবনে সফল হলো শাবির এক দল শিক্ষার্থী!
বিডিআর বিদ্রোহ হত্যা মামলায় পুনঃতদন্ত কমিশন কেন নয় : হাইকোর্টের রুল
জিন প্রযুক্তিতে ডেঙ্গু প্রতিরোধে বিজ্ঞানীদের নতুন কৌশল আবিস্কার
নেত্রকোনার মদনে রাইফেলসহ ৩ মাদক ব্যাবসায়ী গ্রেফতার
কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান পেয়েছে ঢাকাই সিনেমা 'প্রিয় মালতি'
মাগুরায় নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ
ফরিদগঞ্জে গৃহবধূ আসমার লাশ গোসলের সময় দেখা যায় আঘাতের চিহ্ন, দুই দেবর পলাতক
নির্মাণকাজে গুণগতমান নিশ্চিতের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না- খুবি উপাচার্য
অন্তর্বর্তী সরকারের দুর্বলতাই কি দেশে ফেরাবে শেখ হাসিনাকে?
নিয়মিত শিক্ষার্থীদের ই সাংগঠনিক কাঠামোতে রাখা হবে- ছাত্রদল সম্পাদক নাছির
বিশ্বনাথ পৌর সেচ্ছাসেবকলীগ সভাপতির রিমান্ড মঞ্জুর
বোয়িং ধর্মঘটের সমাপ্তি,কর্মীরা ৩৮% বেতন বৃদ্ধির প্রস্তাবে সম্মতি জানালেন