ধানে চিটা : উৎপাদন হ্রাসের শঙ্কা
১২ জুন ২০২৩, ০৯:১৫ পিএম | আপডেট: ১৩ জুন ২০২৩, ১২:০১ এএম
মানিকগঞ্জের শিবালয়ের অনেক জমির বোরো ধানে কালো চিটা দেখা দিয়েছে। ফলে এবার উৎপাদন হ্রাসের আশংকা করছেন কৃষকরা। ধানের পরিপক্ক হওয়ার সময়ে মাত্রারিক্ত তাপমাত্রার কারণে ধানের দানা গঠন প্রক্রিয়াকে বাঁধাগ্রস্ত করে। এতে অর্ধপুষ্ট দানার সংখ্যা বৃদ্ধি পায়। দুই দিন আগেও একটানা তিন সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকে তাপপ্রবাহ। এ সময় তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। ‘হিট শকের’ কারণে ধানের চিটা হয়েছে বলে কৃষি অফিস জানিয়েছেন।
শিবালয় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, এ বছর ৭ হাজার ৯৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি আবাদ করা হয়েছে ব্রি-৮৯ জাতের ধান। এছাড়া ব্রি-৯২, ৮৮, ৫৮ এবং বঙ্গবন্ধু-১০০ জাতের ধানের আবাদ করা হয়েছে। এসব ধানের এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৩ হাজার ২শ’ মেট্রিক টন।
সরেজমিনে ঐতিহ্যবাহী আরিচা কাশাদহ সেচ প্রকল্পসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে, এমনিতেই এ অঞ্চলের জমিগুলো নিচু হওয়ায় ধানের আবাদ এবং কাটতে দেরি হয়। যেসব জমিতে ব্রি-২৮ জাতের ধান চাষ করা হয়েছে সেগুলো কিছু কিছু কাটার প্রক্রিয়া চলছে। ব্রি-২৯ জাতের ধান এখনো মাঠে আছে। এসব জাতের ধান ফুলে বের হচ্ছে, আবার কিছু জমির ধান আধাপাকা। তবে আগে রোপনকৃত এবং ব্রি-৫৮ জাতের ধান কাটা শুরু হয়েছে। এসব অনেক জমির ধানে কালো চিটা দেখা দিয়েছে। এতে ধানের উৎপাদন হ্রাসের আশংকা করছেন স্থানীয় কৃষকরা।
ক্ষতিগ্রস্ত কৃষকরা আক্ষেপ করে বলেছেনÑ আমাদের এবার মড়ার ওপর যেন খাঁড়ার ঘাঁ। এবছর আমরা বেশি দামে সার, বীজ, কীটনাশক ক্রয় করে বোরো আবাদ করেছি। এরপর যদি ধানে চিটা হয় তা হলে আমাদের মরা ছাড়া আর কোন উপায় নেই। এক মৌসমে ধান উৎপাদন করে সারা বছর সংসার পরিচালনা করা হয়। এ পরিস্থিাতিতে এবছর সংসার পরিচালনা নিয়ে মহাচিন্তিত।
বোয়ালী গ্রামের কৃষক বাচ্চু শেখ বলেনÑ সার, কীটনাশক ও পরিচর্যা করার পরও তার চাষকৃত আড়াই বিঘা ধানের মধ্যে এক বিঘা ধানে কালো চিটা হয়েছে। এরকম চিটা এটাই প্রথম, এর আগে কখনো দেখেনি বলে তিনি জানিয়েছেন।
একই গ্রামের কৃষক আব্দুল হালিম বলেন, এবার আমি তিন বিঘা জমিতে ধান চাষ করেছি। প্রথম অবস্থায় ভালই ছিল। কিন্ত এখন আস্তে আস্তে ধানে কালো চিটা দেখা দিচ্ছে। কি কারণে এটা হচ্ছে তা আমি বলতে পারছি না।
কাশাদহ সেচ প্রকল্পের রাখালি মো. ইমান আলী বলেন, এ প্রজেক্টের অনেক জমির ধান কালো চিটা হয়ে যাচ্ছে। ধানের পেট বা থরের মধ্য থেকেই বের হচ্ছে কালো ধান। কি কারণে এরকম হচ্ছে তা তিনি বলতে পারেনি। এবছর এ প্রজেক্টে একেবারে সর্বনাশা হয়ে যাচ্ছে বলে তিনি জানান।
কাশাদহ সেচ প্রকল্পের সভাপতি মশিউর রহমান আওয়াল বলেন, হাইবিট ধান ফুলে বের হওয়ার পর কালো চিটা হয়ে যাচ্ছে। এতে কৃষকের অনেক ক্ষতি হয়ে যাবে। এর কারণ কি তা কৃষকরা বলতে পারছে না। এমতাবস্থায় উৎপাদন কম হওয়ার আশংকা করছেন তিনি।
শিবালয় উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রিয়াজুর রহমান বলেন, দীর্ঘদিন তীব্র তাপপ্রবাহ থাকায় ধানগুলো পরাগায়নে সমস্যা হচ্ছে। ধানগুলো যখন থোর থেকে বের হচ্ছে তখন আবহাওয়াগত এবং অধিক তাপ প্রবাহের কারণেই এ ধানগুলোতে কালো চিটা হয়েছে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
কাকরাইলে সাদপন্থিদের জমায়েত নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ইয়েমেনে হামলার সময় বিমানবন্দরে ছিলেন ডব্লিউএইচওর প্রধান
ইসরায়েলি হামলায় ইয়েমেন ও গাজায় ব্যাপক প্রাণহানি
হেলিকপ্টারে সফর নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ
কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন
সচিবালয়ে আগুন: সংগ্রহ করা হলো সিসিটিভি ভিডিও
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাশার আল-আসাদের স্ত্রী আসমা
টেস্ট ক্যারিয়ারের রেকর্ডময় ৩৪তম সেঞ্চুরি পূর্ণ করলেন স্মিথ
জাহাজে ৭ খুন : লাগাতার কর্মবিরতিতে পণ্যবাহী নৌযান শ্রমিকেরা
লেস্টার সিটিকে হারিয়ে ধরাছোঁয়ার বাইরে লিভারপুল
ফের্নন্দেসের লাল কার্ডের দিনে ফের হারল ইউনাইটেড
শেষের গোলে জিতে চেলসির জয়রথ থামাল ফুলহ্যাম
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং: ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ