মূল্য বৃদ্ধিতেও বঞ্চিত প্রান্তিক কৃষক
০৪ আগস্ট ২০২৩, ০৯:০৬ পিএম | আপডেট: ০৫ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
মুন্সীগঞ্জে আলুর সংকট না থাকলেও সিন্ডিকেটের কবলে পরে আলুর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে। মধ্যস্বত্বভোগীরা আলু বিক্রিতে বিপুল মুনাফা করছে। হিমাগারে পর্যাপ্ত আলু মজুদ থাকলেও খুচরা বাজারে প্রতি বস্তা আলু বিক্রি হচ্ছে ২ হাজার টাকা কেজি প্রতি মূল্য ৪০ টাকা। মূল্য বৃদ্ধির জন্য খুচরা বিক্রেতা এবং বেপারীরা এক অপরকে দায়ী করছে। প্রান্তিক কৃষকের আলু বিক্রি শেষ হয়ে যাওয়ায় আলু ব্যবসায়ী এবং বেপারীরা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে আলুর বাজার মূল্য বৃদ্ধি করেছে। প্রান্তিক কৃষক মৌসুমের শুরুতে উৎপাদিত আলু বিক্রি করে দেয়ায় আলু মূল্য বৃদ্ধিতে মধ্যস্বস্তভোগীরা লাভবান হলেও প্রান্তিক কৃষক বঞ্চিত হচ্ছে। ক্রেতাদের অভিযোগ স্থানীয় প্রশাসনের যথাযথভাবে বাজার তদারকি না করার সুযোগে অসাধু ব্যবসায়ীরা ভোক্তা পর্যায়ে আলু মূল্য বাড়িয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র মতে, জেলার ৬৩টি হিমাগারে মজুদ আলুর পরিমান প্রায় ৩ লাখ ৪৩ হাজার ৩৩৩ মেট্রিকটন। এর মধ্যে খাবার আলু মজুদ রয়েছে ২ লাখ ৬৫ হাজার ৯৫২ মেট্রিকটন। খুচরা বাজারমূল্য বৃদ্ধির কারণে হিমাগার খেকে প্রায় ২০ হাজার মেট্রিকটন আলু বাজারজাত করা হয়েছে। জেলার আলুর আড়ৎগুলোতে বর্তমানে পাইকারিভাবে কেজি প্রতি বিক্রি হচ্ছে মানভেদে ২৫ থেকে ৩০ টাকা। খুচরা বাজারে সে আলু বিক্রি হচ্ছে ৩৫ খেকে ৪০ টাকা। আলু চাষ মৌসুমে প্রান্তিক কৃষক ধার দেনা আর মহাজনের ঋণপরিশোধ করতে গিয়ে জমিতে আলু বিক্রি করেছে প্রতি কেজি ১২ টাকা। প্রান্তিক কৃষক ৮০ ভাগ আলু জমিতেই বিক্রি করে দেন। বর্তমানে হিমাগারগুলোতে শুধু আলু ব্যবসায়ী আর বেপারীদের আলু রয়েছে। এ কারণে আলুর বাজার নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। অসাধু ব্যবসায়ীরা বাজার সিন্ডিকেট করে আলুর মূল্যবৃদ্ধি করছে। এ বছর প্রতি কেজি আলু উৎপাদন খরচ পরেছে ১০ থেকে ১২ টাকা। হিমাগারে সংরক্ষণ করতে পরিবহন খরচ এবং হিমাগার ভাড়াসহ মোট খরচ প্রায় ১৫ টাকা। সে আলু এখন খুচরা বাজারে দ্বিগুনদামে ৩৮ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। জেলার বিভিন্ন হিমাগারে এখনো প্রায় আড়াই লাখ টন আলু মজুদ রয়েছে। বর্তমানে এসব আলু বের করে বাছাই করার পর মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী ও বেপারিরা পাইকারী পর্যায়ে প্রতি কেজি আলু ২৭ থেকে ২৯ টাকায় বিক্রি করছে। আবার সেই আলু আড়তদাররা কেজি প্রতি ৫-৬ টাকা লাভে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে ৩২-৩৩ টাকায়। আর খুচরা বাজারে বর্তমানে কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা দরে।
মুন্সীগঞ্জ বাজারের কাঁচা মালের দোকানদার জামাল হোসেন বলেন, আমরা যে বস্তা কিনি তাতে ছোটবড় আলু থাকে। বাছাই করে আলু বিক্রির সময় ছোট এবং বাছাই আলুর মূল্য সমান থাকে না। প্রতি কেজি আলুর গড় বিক্রি মূল্য দাড়ায় ৩৭ থেকে ৪০ টাকায়। বাজার নিয়ন্ত্রণ না থাকায় অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ইচ্ছেমতো আলুর মূল্যবৃদ্ধি করছে।
মুন্সীগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, হিমাগারগুলোতে কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। নিয়ন্ত্রণহীন বাজারে ভরা সবজি মৌসুমেও আলুর দাম কমছে না। শ্রমজীবী মনির বলেন, আলুর দাম বেশি থাকায় বাজার খরচ অনেক বেড়েছে। তরিতরকারির দামও কমছে না।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
আমরা একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যেতে চাই: হাসনাত আবদুল্লাহ
যুবদল কর্মী হত্যার ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচার ও শিবির সভাপতির উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ
এগিয়ে যাবে বাংলাদেশ
টাঙ্গাইলে ইসলামি ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
শিক্ষা ও গবেষণায় তথ্য প্রযুক্তির ব্যবহার
মানুষের দুর্দশা মোচনে সরকারকে মনোযোগ দিতে হবে
সেনাবাহিনী ক্ষমতার বিকল্প সত্তা নয়
লিভ টুগেদার ইস্যুতে এবার স্বাগতাকে উকিল নোটিশ
ফিলিস্তিনের সমর্থনে ইস্তাম্বুলে লাখ লাখ মানুষের সমাবেশ
ব্যাপক গোলাগুলিতে নিউইয়র্কে আহত ১০
গাজায় জনসংখ্যা কমেছে ৬ শতাংশ
আইএসের পতাকা উড়িয়ে হামলা, নিহত বেড়ে ১৫
নোয়াখালীতে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
ইসরাইলি পার্লামেন্ট থেকে পদত্যাগ করলেন ইয়োভ গ্যালান্ট
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
আশা জাগানিয়া প্রত্যাশা করা বড়ই কঠিন : গুতেরেস
মেয়েকে সঙ্গে নিয়ে নববর্ষ উদযাপন অনুষ্ঠানে উন
শেনজেন অঞ্চলের পূর্ণ সদস্য হলো রোমানিয়া ও বুলগেরিয়া
প্লাস্টিক দূষণের চ্যালেঞ্জ মোকাবিলায় নির্দেশিকা প্রণয়ন করা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা
১৫% ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করুন: মাওলানা মোসাদ্দেক বিল্লাহ