শিক্ষা ও স্বাস্থ্যসেবাবঞ্চিত নেয়ামতপুর চরের শিশুরা

Daily Inqilab দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা

২৩ মার্চ ২০২৪, ১২:১৫ এএম | আপডেট: ২৩ মার্চ ২০২৪, ১২:১৫ এএম

চারদিকে নদীবেষ্টিত নেয়ামতপুর চর। মেঘনা নদীর বুকে জেগে ওঠা এই চরে কয়েক হাজার মানুষের বসবাস। নদী পথে খেয়া নৌকাই চরবাসীর যোগাযোগের একমাত্র মাধ্যম। দৌলতখান উপজেলার মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন দুর্গম এ চরের মানুষ কৃষিকাজ, পশুপালন ও নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন।

অসহায় মানুষেরা নানা প্রতিকূলতার মধ্যেও চরে বসবাস করছে। কিন্তু চরের বাসিন্দাদের স্বাস্থ্যসেবার কোন ব্যবস্থা নেই। অসুস্থ হলে উত্তাল মেঘনা পাড়ি দিয়ে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা জেলা সদর হাসপাতাল গিয়ে চিকিৎসা নিতে হয়। অনেকেই চিকিৎসা না পেয়ে বিছানায় কাতরাচ্ছে। প্রসূতি মায়েদের নিয়ে পরিবারের স্বজনরা পড়ে চরম বিপাকে। নৌকা ভাড়া করে উপজেলা হাসপাতালে নেওয়ার পথেই অনেক প্রসূতির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়াও এ চরে প্রাথমিক শিক্ষার কোনো ব্যবস্থা নেই। যার ফলে চরের শিশুরা প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

সরেজমিনে নেয়ামত চর ঘুরে মানুষের সাথে কথা বলে জানা গেছে, চরে শিক্ষার ব্যবস্থা নেই। শিক্ষার আলো না পেয়ে বেড়ে উঠে এখানকার শতশত শিশু। তাই এখানকার বেশিরভাগ শিশু১০/১১ বছর বয়সে বাবার হাত ধরে নদীতে মাছ শিকারে যায়। কেউবা ফসলের মাঠে কাজ করে। এক সময় কৃজিকাজ ও মাছ ধরাকে পেশা হিসেবে বেছে নেয় তারা। নেয়ামতপুর চরে আশ্রায়ণ প্রকল্পের ঘরে স্বামী- সন্তান নিয়ে বসবাস করছেন বিবি আয়েশা । লেখাপড়া জানা আয়েশা স্বামীকে কৃষি কাজে সহায়তা করার পাশাপাশি কলোনির শিশুদের প্রাথমিক শিক্ষা দিয়ে থাকেন। স্বামী আমজাদ পেশায় একজন কৃষক। কোথাও মাথা গোঁজার ঠাই ছিল না। সরকারি আশ্রায়ণের ছোট্ট একটা ঘরে তাদের ঠাঁই হয়। নানা প্রতিকূলতার সঙ্গে সংগ্রাম করে ওই চরে বসবাস করছেন আয়েশার মতো অনেক পরিবার। আয়েশা জানান, চরে সরকারি স্কুল নেই। এখানকার শিশুরা অশিক্ষিত হয়ে বেড়ে উঠছে । কৃষক মাইনুদ্দিন জানান, চরের মানুষ নানা সমস্যায় আছে। রাস্তাঘাট নেই। জোয়ার বেশি হলে তাদের ঘরে পানি ওঠে। জোয়ারে ভেসে যায় তাদের গরু, মহিষ ও ভেড়া। শিশুরা লেখাপড়া করতে পারে না। সামর্থ নেই যে, অন্য কোথায়ও নিয়ে পড়াশুনা করাবো।

কিছুদূর গিয়ে দেখা গেছে, মজিনা বেগম ঘরের সামনে উঠানে রোদে ধান শুকাচ্ছেন। চাচী কেমন আছেন? জিজ্ঞেস করতেই বললেন, ‘কোনমতে ‘আছি।কেউ আমাগো খবর রাখে না। স্কুল নেই, বাচ্চারা লেখাপড়া করতে পারে না। অভাবের কারণে ভাল খাবার পাই না। ঝড় উঠলে আতঙ্কে থাকি। ‘ রহিমা বেগম জানান, চরের মানুষ অনেক কষ্টে আছে। চিকিৎসার ব্যবস্থা নেই। মানুষ অনেক কষ্টে চরে থাকে। নেয়ামত চরের কৃষি সমবায় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফেরদাউস আহমেদ বলেন, ১৯৭০ সালের দিকে নেয়ামতপুর ইউনিয়নটি মেঘনা নদীগর্ভে বিলীন হয়ে যায়। কালের বিবর্বতনে নেয়ামতপুর ইউনিয়নের অংশে জেগে উঠে নতুন চর। ওই চরে এখন অনেক অসহায় মানুষের বসবাস। কিন্তু তারা নানা সমস্যায় জর্জরিত। সেখানে শিক্ষা ও স্বাস্থ্যসেবার ব্যবস্থা নেই। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। দৌলতখান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তৌহিদুল ইসলাম বলেন, দৌলতখান উপজেলার চরাঞ্চলের দুইটি ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় আছে। কিন্তু নেয়ামতপুর চরে বিদ্যালয় নেই। বিদ্যালয়বিহীনএলাকায় ১০০০ নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় ওই চরে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

দৌলতখান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনিসুর রহমান বলেন, নেয়ামত চরের মানুষের স্বাস্থ্য সেবার ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মো. সাইদুজ্জামান ইনকিলাবকে বলেন, চরের শিশুদের জন্য সেখানে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের পদক্ষেপ নেওয়া হবে। যাতে শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত হয়।


বিভাগ : অভ্যন্তরীণ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

শার্ক ট্যাংক বাংলাদেশ’র প্রথম পর্বেই ১ কোটির বেশি বিনিয়োগ

শার্ক ট্যাংক বাংলাদেশ’র প্রথম পর্বেই ১ কোটির বেশি বিনিয়োগ

আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছিল তিন বিদেশি শক্তি: জিএম কাদের

আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছিল তিন বিদেশি শক্তি: জিএম কাদের

থাই ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

থাই ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

ইপিজেড ও বেপজা অর্থনৈতিক অঞ্চলে দক্ষিণ কোরীয় বিনিয়োগ চায় বাংলাদেশ

ইপিজেড ও বেপজা অর্থনৈতিক অঞ্চলে দক্ষিণ কোরীয় বিনিয়োগ চায় বাংলাদেশ

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা শেষে হামলায় যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা শেষে হামলায় যুবক নিহত

টিভিতে দেখুন

টিভিতে দেখুন

বিশ্বকাপ প্রস্তুতির লড়াইয়ে হারানো গৌরবের খোঁজে

বিশ্বকাপ প্রস্তুতির লড়াইয়ে হারানো গৌরবের খোঁজে

বন্যার পর এবার ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়লো দুবাই

বন্যার পর এবার ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়লো দুবাই

স্কোয়াশে শাহাদাত চাঁদনী চ্যাম্পিয়ন

স্কোয়াশে শাহাদাত চাঁদনী চ্যাম্পিয়ন

পাক-ভারত রোমাঞ্চের অপেক্ষায় যুবরাজও

পাক-ভারত রোমাঞ্চের অপেক্ষায় যুবরাজও

ফের জামালকে হারালো বসুন্ধরা

ফের জামালকে হারালো বসুন্ধরা

কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের চারদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের চারদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

বিসিবির লেগ স্পিনার হান্ট

বিসিবির লেগ স্পিনার হান্ট

নারী লিগের সময় বদলে গেলে

নারী লিগের সময় বদলে গেলে

বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : শেখ হাসিনা

বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : শেখ হাসিনা

২৬১ রানও মামুলি আইপিএলে!

২৬১ রানও মামুলি আইপিএলে!

লেস্টার সিটির প্রত্যাবর্তন

লেস্টার সিটির প্রত্যাবর্তন

রিয়ালের জয়রথ ছুটছেই

রিয়ালের জয়রথ ছুটছেই