ফের জামালকে হারালো বসুন্ধরা
২৮ এপ্রিল ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪, ১২:০৬ এএম
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফের শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারালো শিরোপা প্রত্যাশি বসুন্ধরা কিংস। অন্যদিকে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে রুখে দিলেও চট্টগ্রাম আবাহনী লিমিটেডের কাছে বিধ্বস্ত হলো ব্রাদার্স ইউনিয়ন ক্লাব।
গতকাল রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় নিজেদের ১৩তম ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজের জোড়া গোলে শেখ জামালকে ২-০ ব্যবধানে হারায় স্বাগতিকরা। লিগের প্রথম পর্বে জামালকে ৩-০ গোলে হারিয়েছিল বসুন্ধরা কিংস। হলুদ কার্ডের কারণে শেখ জামালের বিপক্ষে কাল মাঠে ছিলেন না বসুন্ধরার ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগেইরা। তার জায়গায় খেলেন চার মাস পর চোট কাটিয়ে ফেরা শেখ মোরসালিন। ম্যাচের শুরু থেকেই তিনি মাঠে থেকে গোল কিংবা অ্যাসিস্ট না পেলেও স্বাভাবিক ছন্দেই খেলেছেন। এদিন শেখ জামাল বেশ অগোছালো ছিল। মাত্র দুইজন বিদেশি নিয়ে খেলতে নেমে ম্যাচের প্রথম ভালো সুযোগটি পায় জামালই। তবে ধীরে ধীরে ছন্দ হারায় তারা। ম্যাচের ১৫ মিনিটে মাঝ মাঠ থেকে আতিকুর রহমানের থ্রু পাস কিংসের বক্সের সামনে পান জামালের সেনেগালের ফরোয়ার্ড আবু তোরে। কিন্তু তার গায়ের সঙ্গে সেঁটে ছিলেন তপু বর্মণ, তাতে শট নেওয়ার সুযোগ না পেয়ে বলের নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যান তোরে। এগিয়ে এসে বল তালুবন্দী করেন বসুন্ধরার গোলরক্ষক আনিসুর রহমান জিকো। মাটিতে পড়ে যাওয়ায় পেনাল্টির আবেদন জানিয়ে মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখেন তোরে। দুই মিনিট পরেই দারুণ আক্রমণ থেকে গোল পেয়ে যায় বিজয়ীরা। ম্যাচের ১৮ মিনিটে রবসন রবিনহোর বাঁকানো ক্রস বক্সে শাকিল হোসেন পা চালিয়েও নাগাল পাননি, তবে দূরের পোস্টে থাকা ডরিয়েলটন লাফিয়ে ডান পায়ের শটে জাল কাঁপান (১-০)। আক্রমণের ধারা অব্যহত রেখে বিরতির আগেই ব্যবধান বাড়ায় বসুন্ধরা। প্রথমার্ধের যোগকরা সময়ে (৪৫+৩ মিনিট) ফের ডরিয়েলটন ঝলকে গোলের দেখা মেলে। এসময় রবিনহোর কর্ণারের বলে দারুণ হেড করে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড (২-০)। চলতি লিগে এটি ডরিয়েলটনের ১১তম গোল। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়াতে পারত কিংসরা। কিন্তু ৫২ মিনিটে রাকিব হোসেনের জোরালো শট শেখ জামালের পোস্ট কাঁপিয়ে বাইরে চলে যায়। শেষ দিকে রবিনহো শেখ জামালের গোলরক্ষক মাহফুজ হাসান প্রিতমকে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি। ফলে ব্যবধান আর বাড়েনি। এই জয়ে মোহামেডানের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থেকে পঞ্চম শিরোপা জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেল বসুন্ধরা কিংস। ১৩ ম্যাচ শেষে ১১ জয় এবং একটি করে ড্র ও হারে ৩৪ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষস্থান ধরে রাখলো স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনের দল। সমান ম্যাচে চার জয়, তিন ড্র ও ছয় হারে ১৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে শেখ জামাল।
এদিন ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে পুলিশের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে মোহামেডান। এই ড্রতে শিরোপার লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়েছে সাদাকালোরা। ১৩ ম্যাচে সাত জয় ও ছয় ড্রতে ২৭ পয়েন্ট পেয়ে তালিকার দ্বিতীয় স্থানে থাকলেও চ্যাম্পিয়ন হতে হলে বাকি ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই মোহামেডানের। পাশাপাশি বসুন্ধরা কিংসের পয়েন্ট নষ্টের আশাও করতে হবে সাদাকালোদের। তবেই হয়তো বিপিএলের প্রথম শিরোপা ঘরে তুলতে পারবে মোহামেডান। সমান ম্যাচে পাঁচটি করে জয় ও হার এবং তিন ড্রতে ১৮ পয়েন্ট নিয়ে সেরা চারে জায়গা পেয়েছে পুলিশ। লিগের প্রথম পর্বে তারা ৩-২ গোলে হেরেছিল মোহামেডানের কাছে। একই দিন রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে গোপীঢবাগের ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে ৫-০ গোলে বিধ্বস্ত করে চট্টগ্রাম আবাহনী। প্রথমার্ধে বিজয়ীরা ২-০ গোলে এগিয়ে ছিল। ম্যাচ জিতে ১৩ খেলায় চারটি করে জয় ও ড্র এবং পাঁচ হারে ১৬ পয়েন্ট পেয়ে তালিকার পঞ্চম স্থানে উঠলো চট্টগ্রাম আবাহনী। সমান ম্যাচে তিন ড্র ও দশ হারে ৩ পয়েন্ট নিয়ে তলানিতেই রইল ব্রাদার্স।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কালিয়াকৈরে চাঁদাবাজের হামলায় চাঁদাবাজ কালামের মৃত্যু
বিরল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সড়ক দুর্ঘটনায় নিহত- ১
কামালপুর সড়কের ব্রিজ ভেঙ্গে মরণফাঁদ চরম দুর্ভোগে পথচারীরা
মেয়েদের ক্রিকেটে যুক্ত হলো যেসব সুযোগ-সুবিধা
বাড়ছে শীতের প্রকোপ, সাধারণের স্বাস্থ্য সুরক্ষায় করণীয়
জকিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন
যুব এশিয়া কাপজয়ীরা পাচ্ছেন আর্থিক পুরস্কার
আদমদিঘীতে বিএনপি কার্যালয় উদ্বোধন
রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
গোপালগঞ্জে বিএনপির বহিস্কৃত ও আ. লীগ কর্মীদের নিয়ে বিএনপির ২ জেলা কার্যালয়
কালীগঞ্জে ভাইরাল চিতাবাঘ হত্যার ঘটনায় দুইজন গ্রেপ্তার বন বিভাগ ও প্রশাসনে তোলপাড়
আশুলিয়ায় স্ট্যান্ডে চাঁদার দাবীতে হামলার অভিযোগ; আহত-১৩
সউদী আরবে সন্ত্রাসী কার্যকলাপের জন্য দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর
শুটিংয়ে গিয়ে আপত্তিকর আচরণ করায় নির্মাতার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
সালাম মুর্শেদীর ৪ মামলার জামিন নামঞ্জুর
সম্প্রীতির জন্য রাখাইন রাজ্যে টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসন অপরিহার্য: পররাষ্ট্র উপদেষ্টা
গবিসাসের নতুন সভাপতি সানজিদা, সম্পাদক ইভা
গাজীপুরের শ্রীপুরে কারখানার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট