সড়কজুড়ে আবর্জনা-বর্জ্যরে স্তূপ
২৭ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৭ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম
খালের পাশ দিয়ে যাতায়াতের রাস্তা। সেই রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লার স্তÍূপ। দেখে বোঝার উপায় নেই, এটি মানুষ চলাচলের রাস্তা নাকি ডাস্টবিন। নাক, মুখ চেপে ধরে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় এলাকাবাসীকে। ওই ময়লার স্তুূপে খাবারের খোঁজে কাক, কুকুরের পাশাপাশি জড়ো হয় গরু। ফলে পুরো রাস্তা জুড়েই থাকে তাদের রাজত্ব। স্থানীয়রা বলছে, রাস্তার এমন পরিবেশ দেখেও যেন না দেখার ভান করেন এড়িয়ে যান কেসিসি কর্তৃপক্ষ।
খুলনা মহানগরীর মধ্য থেকে পানি সরানোর কাজে ব্যবহৃত হয় ক্ষেত্রখালির খাল। এই খালটি শহরের মধ্য থেকে ঘুরেফিরে ২৮, ৩০ এবং ৩১ নং ওয়ার্ডের গা ঘেষে তেরগোলা সøুইজ গেট হয়ে পড়েছে রূপসা নদীতে। এই খালের দুপাশ দিয়ে নির্মাণ করা হয়েছে চলাচলের রাস্তা। সেই রাস্তা দিয়ে মানুষ এবং সকল ধরনের যানবাহন চলাচল করে। নগরীর ২২ খাল উদ্ধার এবং দখলমুক্ত করার দাবীর মুখে কেসিসি কয়েকটি খাল উদ্ধার করে শহরের বজ্য অপসরণে কাজে লাগায়। তার পাশ দিয়ে নির্মাণ করে রাস্তা। এমন রাস্তা নির্মানের ফলে জনমনে স্বস্থি ফিরে আসে। কিন্তু সেই স্বতি যেন বেশিদিন রইলো না। দখল এবং দূষণে ভরে উঠছে।
স্থানীয় ইজিবাইক চালকেরা জানান, শহরের অরেক রাস্তায় দীর্ঘদিন ধরে সংষ্কারের কাজ চলছে। ফলে বিকল্প রাস্তা হিসেবে তারা এই রাস্তাগুলো দিয়ে যাতায়াত করে। কিন্তু ময়লা আবর্জনা আর দখলে সেই রাস্তাটাও যেন চলাচলের অনুপোযগী হয়ে উঠছে।
নগরীর ৩০নং ওয়ার্ডের বাসিন্দা মো. মোবারক হোসেন জানান, টুটপাড়া মেইন রোড দিয়ে চলাচল করা যায় না। ওই রোড সংস্কারের জন্য বহুদিন পড়ে রয়েছে। কিন্তু কাজ এগুচ্ছে না। ফলে আমরা বিকল্প হিসেবে খালপাড় সড়ক দিয়ে চলাচল করি। কিন্তু সেই সড়কের অধিকাংশ জায়গায় দখল আর বর্জ্যে ভরে রয়েছে। যেন দেখার কেউ নেই। আমরা বহুবার বলেও কোন প্রতিকার পাইনি।
নগরীর ৩১নং ওয়ার্ডের মোল্লাপাড়া এলাকার বাসিন্দা মো. ইমরান জানান, আমি ইজিবাইক চালাই। শহরে উঠতে হলে আমাদেরকে পশ্চিম টুটপাড়া বা খাল পাড়ের রাস্তা দিয়ে রূপসা হয়ে উঠতে হয়। কিন্তু খাল পাড়ের রাস্তা ভাল রয়েছে কিন্তু ময়লা আর দখলে ভরে রয়েছে। ফলে যাতায়াত করাটাও বেশ কষ্টের। এই রাস্তার কয়েক জায়গায় ভেঙে গেলে আমরা ইজিবাইক চালকেরা মিলে ঠিক করে নিয়েছি। কিন্তু ময়লা আর দখলতো ঠিক করতে পারি না।
৩০নং ওয়ার্ড কঞ্জারভেন্সী সুপারভাইজার মো. শহিদুল ইসলাম জানান, ওখানে ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে ময়লা এনে জমা করা হয়। আর প্রতিদিন সকালে সেই ময়লা ট্রাকে করে নিয়ে যাওয়া হয়। সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত আবার যে ময়লা হয় তা আবার পরের দিন সকালে নিয়ে যাওয়া হয়। আর সারাদিন আবার ময়লা জমা হয়। পরিবেশ একটু দুষিত হয়। কিন্তু কি করবো।
৩০নং ওয়ার্ডের নাগরিক সেবা কার্যক্রম পরিচালনায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মারুফ রশিদ জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের পরিবর্তে আমি কাজ করছি। ফলে আমার কাছে এটি একটি বড় চ্যালেঞ্জ। চেষ্টা করছি সকলকে নিয়ে সুন্দর এবং পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ে তুলতে।
কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, ওখানে আমাদের একটি বর্জ্যরে একটি পয়েন্ট। ফলে দুপুরের দিকে আমরা আবর্জনা-বর্জ্য উত্তোলন করে নিয়ে যাই। দুপুরের পর থেকে আবার নতুন করে ময়লা আসলে ওখানে পড়ে থাকে। আমরা চেষ্টা করছি। আরো কিভাবে এটাকে উন্নয়ন করা যায়।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
আশুলিয়ায় স্ট্যান্ডে চাঁদার দাবীতে হামলার অভিযোগ; আহত-১৩
শুটিংয়ে গিয়ে আপত্তিকর আচরণ করায় নির্মাতার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
সালাম মুর্শেদীর ৪ মামলার জামিন নামঞ্জুর
বঙ্গোপসাগর অঞ্চল সহযোগিতা ও প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু : পররাষ্ট্র উপদেষ্টা
গবিসাসের নতুন সভাপতি সানজিদা, সম্পাদক ইভা
গাজীপুরের শ্রীপুরে কারখানার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
খুবির উৎকর্ষ সাধনে পাশে থাকবে ইরান
বঙ্গবন্ধু রেলসেতুর নাম বদলে হলো ‘যমুনা রেলসেতু’
মানিকগঞ্জ-২ আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি হরিরামপুর-শিবালয়বাসীর
গোয়ালন্দে সুইট হাট জাতের মিষ্টি কুমড়া চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের
হঠাৎ কেন দোয়া চাইলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া!
শিক্ষক নিয়োগে অনিয়ম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে পঙ্গু করে ফেলছে : শিক্ষা উপদেষ্টা
এবার ৯৭ বলে অপরাজিত ২০১ রিজভির
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক
বাংলাদেশী রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত, সমালোচনার ঝড়
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুকে নিয়ে জনগণের অসন্তোষ
ইসরায়েলে হামলার জবাবে এবার ইয়েমেনে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র
কাপ্তাই লেকে জেগে ওঠা ভাসামান তীরে সবুজ ফসলের সমারোহ
বেনাপোলে ভারতগামী পাসপোর্ট যাত্রীর টাকা ছিনতাই, ৩ দালাল আটক
ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ অবরোধ করলেন বিএসএমএমইউয়ের চিকিৎসকরা