সালথায় বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
১০ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
ফরিদপুরের সালথায় শত্রুতার জেরে মো. জামাল মাতুব্বর নামে এক মৎসজীবীর পুকুরে বিষ প্রয়োগ করে অন্তত চার লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার সকালে সালথা উপজেলা মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় গত শুক্রবার বিকেলে সালথা থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী। এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নে গোপালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে থানায় অভিযোগ দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় দু’পক্ষের সংঘর্ষে অন্তত তিন ব্যক্তি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত জামাল মাতুব্বর বলেন, প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার সন্ধ্যায় পুকুরে মাছের খাবার দিয়ে বাড়িতে চলে যাই। গত শুক্রবার সকালে পুকুরে এসে দেখি সব মাছ মরে ভেসে উঠেছে। এতে কমপক্ষে চার লাখ টাকার মাছ মরেছে আমার। এ সময় পুকুর পাড়ে ১৬টি গ্যাস ট্যাবলেটের (বিষ) খোসা দেখতে পাই।
পরে ট্যাবলেটের খোসাগুলো যাঁচাই-বাছাই করতে সালথা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী মানোয়ার হোসেনের কাছে নিয়ে যাই। তখন আমি জানতে পারি গত বৃহস্পতিবার বিকেলে আমার প্রতিবেশী আবুল বাসার মানোয়ারের কাছ থেকে এক বক্স গাস ট্যাবলেট কিনে নিয়ে গেছে।
তিনি আরো বলেন, শত্রুতা করে আমার প্রতিবেশী আবুল বাসার এ কাজ করেছে বলে আমার ধারনা। এ ঘটনায় গত শুক্রবার বিকেলে সালথা থানায় আবুল বাসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
এদিকে জানা গেছে, থানায় অভিযোগ দেওয়ার পর সন্ধ্যায় পুলিশ অভিযুক্ত আবুল বাসারের বাড়িতে তদন্তে যান। এতে আবুল বাসার ক্ষিপ্ত হয়ে জামাল মাতুব্বরের বাড়িতে গিয়ে তার বিরুদ্ধে কেন থানায় অভিযোগ দেয়া হয়েছে, তা জানতে চান। এ সময় উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন, মালেক মাতুবর, হুমাইন মাতুব্বর ও রাইফুল মাতুব্বর। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আবুল বাসার বলেন, হালি পেঁয়াজের ক্ষেতের চারপাশে দেওয়ার জন্য আমি একবক্স করে গ্যাস ট্যাবলেট কিনে আনি। কারো পুকুরে দেওয়ার জন্য নয়। আর আমার নিজের পুকুরেরও মাছ মরে গেছে। কারণ পুকুরের পাশে আমাদের একটা ভেসাল আছে। কেউ ষড়যন্ত্র করে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছগুলো নিধন করতে পারে। সংঘর্ষের বিষয় তিনি বলেন, আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়ার কারণ জানতে জামালের বাড়ি গেলে আমাদের উপর হামলা করা হয়।
সালথা উপজেলা মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু বলেন, মাছ নিধনের বিষয়টি খুবই দুঃখজনক। ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীকে আইনগত সহায়তা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
সালথা থানার ওসি মো. আতাউর রহমান বলেন, পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে ফেরার পর দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে আবার পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অভিযোগের বিষয় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
ফার্মগেট মানসী প্লাজায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করে থানায় ছেলের আত্মসমর্পণ
তারেক রহমান ও কায়কোবাদের মামলা প্রত্যাহার না করলে আন্দোলনের হুমকি হিন্দু সম্প্রদায়ের
সুরমা-কুশিয়ারার জন্য ১৭৮৫ কোটি টাকার প্রকল্প
নকলায় নবম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কালীগঞ্জে বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুলকে ফুলের শুভেচ্ছা জানালেন হামিদ
পর্ন তারকা স্টর্মিকে ডোনাল্ড ট্রাম্পের ঘুষ প্রদান মামলার রায় স্থগিত করলো আদালত
দৌলতপুরে মাদকাসক্ত যুবকের হাতে মাছ ব্যবসায়ী খুন : যুবক আটক
রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের সামনে বিক্ষোভ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
পবিত্র কোরআন শরীফের পরে সত্য হিসেবে মানুষ সংবাদপত্রকে মনে করতো-বিটিভি মহা পরিচালক
লালমোহনে বিদ্যুৎ স্পৃষ্টে ৭০ বছরের বৃদ্ধ নিহত
বিচারের আগে ফ্যাসিস্ট আ. লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : নাহিদ
ড. ইউনূসকে নিয়ে এক দশক আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি
গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুতের তারের স্পর্শে ৩ শিক্ষার্থীর মৃত্যু
লেবাননে জাতিসংঘ মিশনে হামলা, চার ইতালীয় সেনা আহত
এ আর রহমানের নামে মিথ্যাচার রটানোর অভিযোগে তীব্র ক্ষোভ ঝাড়লেন ছেলে এ আর আমিন
ধর্মদ্রোহী সরকারের সময় কোন ধর্মই নিরাপদ ছিল না-এড.আহমেদ আযম খান
শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন বাধ মানে না এমন ক্ষেপণাস্ত্র প্রস্তুত আছে : পুতিন
ঢাকা আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ
পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, হচ্ছে মামলা