ট্রাকের দখলে বাস টার্মিনাল
০৫ মার্চ ২০২৩, ০৮:৩২ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৩১ পিএম
খাগড়াছড়িতে বাস টার্মিনাল একটি। খাগড়াছড়ি জেলা সৃষ্টি হওয়ার পর থেকে গত ৩০ বছরে নির্মিত হয়নি আলাদা কোন ট্রাক টার্মিনাল। বিশাল জেলা জুড়ে ট্রাক টার্মিনাল না থাকার কারণে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের চেঙ্গি স্কয়ার এলাকা থেকে চেঙ্গি সেতু এলাকা পর্যন্ত সড়কের দুই পাশে রাখা হয় প্রতিদিন শত শত ট্রাক। সড়কের পাশে ট্রাক রাখায় যানজট ও দুর্ঘটনা ঘটছে প্রতিদিন। চরম ভোগান্তিতে শ্রমিক, চালক ও সাধারণ যাত্রীরা। এছাড়া বাস স্টেশনেই রাখা হচ্ছে ট্রাকগুলো। টার্মিনালে গাড়ি পার্কিংয়ের জায়গা না থাকায় স্থান সঙ্কট চরমে। এ কারণে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কেই বাস-ট্রাক পার্কিং করা হচ্ছে। এতে খাগড়াছড়ি বাজার থেকে চেঙ্গী ব্রিজ পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় তৈরি হচ্ছে তীব্র যানজট। এ সঙ্কট নিরসনে ট্রাক টার্মিনাল নির্মাণের জন্য জায়গা ক্রয় করলেও অর্থসঙ্কটে কাজ শুরু করতে পারছে না খাগড়াছড়ি পৌরসভা।
জানা যায়, খাগড়াছড়িতে দৈনিক ৫ শতাধিক ট্রাক ও এক হাজারের বেশি দূরপাল্লার বাস দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করে। জেলায় ২০ বছরের পুরাতন ছোট বাস টার্মিনাল থাকলেও ট্রাকের জন্য আলাদা কোন টার্মিনাল নেই। এতে বাধ্য হয়ে মালবাহী বা খালি ট্রাক গাদাগাদি করে বাস টার্মিনালে রাখা হচ্ছে। টার্মিনালে স্থান সংকটে যাত্রাবাহী বাস এবং ট্রাক সড়কের ওপর পার্কিং করা হয়। তৈরি হয় যানজট।
স্থানীয় ট্রাক চালক আনোয়ার, সেলিম ও জামাল জানান, খাগড়াছড়িতে ৫ শতাধিক ট্রাক আছে। কিন্ত ট্রাক টার্মিনাল না থাকায় এসব ট্রাকগুলো বাস টার্মিনালে ট্রাক রাখা হয়। অনেক সময় এ নিয়ে বাস-শ্রমিকদের সাথে আমাদের ঝগড়া হয়। টার্মিনাল না থাকার কারণে আমাদের চালকদের ভোগান্তি পোহাতে হয়। ছোট বাস টার্মিনালে ট্রাক রাখার কারণে সড়কে বাস পার্কিং করা হচ্ছে। এ নিয়ে ক্ষুব্ধ বাস চালকরা। পৌরসভাকে ট্যাক্স দিলেও সেবা পাচ্ছি না। এছাড়া দ্রুত টার্মিনাল নির্মাণের জন্য দাবি জানিয়েছেন পরিবহন নেতারাও।
খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতির সদস্য মিন্টু কুমার দত্ত বলেন, ট্রাক টার্মিনাল সঙ্কটের কারণে খাগড়াছড়ি বাজার থেকে চেঙ্গী ব্রিজ পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় যানজট তৈরি হচ্ছে। এ যানজট ও ভোগান্তি কমাতে অচিরেই একটি আলাদা ট্রাক টার্মিনাল নির্মাণ প্রয়োজন।
খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ’র সাধারণ সম্পাদক মনতোষ ধর বলেন, যানজট ও ভোগান্তি কমাতে খাগড়াছড়িতে দ্রুত আলাদা ট্রাক টার্মিনাল করা উচিৎ।
খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আবুল কাশেম ভুইঁয়া বলেন, অন্য কোন স্থান না থাকায় টার্মিনালে ও রাস্তার পাশে ট্রাক রাখা হচ্ছে। অতীত জরুরি খাগড়াছড়িতে একটি ট্রাক টার্মিনাল করা উচিৎ।
খাগড়াছড়ি ট্রাক মালিক সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন জানান, পর্যটন শহর হিসেবে গড়ে উঠা খাগড়াছড়িতে পরিবহনের চাপ বেড়েছে। টার্মিনাল সঙ্কটের কারণে দুই কিলোমিটার এলাকায় যানজট তৈরি হচ্ছে। খাগড়াছড়ি পৌরসভা আলাদা ট্রাক টার্মিনাল নির্মাণের জন্য জমিও ক্রয় করেছে। তবে অর্থসঙ্কটের কারণে কাজ শুরু করতে পারছে না পৌরসভা।
খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন, জেলা শহরের জিরো মাইল এলাকায় আলাদা ট্রাক টার্মিনাল করার লক্ষ্যে পৌরসভার পক্ষ থেকে এক কানি (৪০ শতক) জায়গা ক্রয় করা হয়েছে। টার্মিনালের জন্য আরও জায়গা প্রয়োজন। আধুনিক সুযোগ-সুবিধাসহ একটি পৌর মডেল ট্রাক টার্মিনাল নির্মাণের জন্য অন্তত ২৫ কোটি থেকে ৩০ কোটি টাকা প্রয়োজন। খাগড়াছড়িতে একটি আধুনিক মডেল পৌর ট্রাক টার্মিনাল নির্মাণের জন্য সরকারের কাছ থেকে পর্যাপ্ত অর্থবরাদ্দসহ প্রয়োজনীয় সহযোগিতা পেলে আমরা কাজ শুরু করতে পারবো।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
বেনাপোল পৌরসভার নাগরিকদের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধন
ভারতীয় আগ্রাসী মনোভাব মোকাবেলা করবে বাংলাদেশের জনগণ: আলহাজ হাফিজ সাব্বির আহমদ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২৯ জন
চাঁদপুরে কিশোরচালক মহিন হত্যা মামলার ৩ আসামী আটক
পার্থিব ও ওহীর জ্ঞানের সমন্বয়ে গঠিত মাদরাসা শিক্ষা: অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী
ভারত বাংলাদেশের ওপর যুদ্ধ বাধানোর চক্রান্ত করছে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ
আবারো রাঙ্গুনিয়ায় বন্যহাতির তাণ্ডব : কৃষক দিশাহারা
আগাম আলুর দামে খুশি নীলফামারীর চাষিরা
দৌলতখানে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
মাগুরায় ৩ মাস ২৮ দিন পর কবর থেকে লাশ উত্তোলন
হাবিপ্রবিতে ৩ দিনব্যাপী কর্মশালা
দুই কোটি টাকার ব্রিজে উঠতে হয় মই দিয়ে
আমতলীতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ : নিম্নমানের ইট ব্যবহার
হত্যা মামলায় ঝিনাইদহের আ.লীগ নেতাসহ দু’জনের রিমান্ড মঞ্জুর
ভারতবিরোধী স্লোগানে উত্তাল খুলনা
বর্জ্য-আবর্জনার শহর সৈয়দপুর
ছাত্র-জনতার বিপ্লবে ভারতের স্বপ্ন ভেস্তে গেছে : হাজী ইয়াছিন
ডেঙ্গু থেকে মুক্তি চাই
ভারতের ষড়যন্ত্রে কোনো কাজ হবে না
আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে ইসকন-বিজেপি খেল দেখাতে চাইছে