সেঞ্চুরি অব টার্কির অঙ্গীকার
০৩ মে ২০২৩, ০৭:৪২ পিএম | আপডেট: ০৪ মে ২০২৩, ১২:০১ এএম
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান বলেছেন, দেশকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কঠোর পরিশ্রম করছি। ‘কাজ ও পরিষেবা’ (ওয়ার্ক অ্যান্ড সার্ভিস) নীতির আলোকে আমরা তুরস্ককে বর্তমান স্তরে নিয়ে এসেছি। তুর্কি সংবাদমাধ্যম হুরিয়াত ডেইলি জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোগান মঙ্গলবার দেশটির আন্তালিয়া প্রদেশে এক সমাবেশে এসব কথা বলেন। এরদোগান বলেন, ‘আমরা সবাই মিলে ‘তুরস্কের শতাব্দী’ তথা সেঞ্চুরি অব টার্কি বাস্তবায়ন করব। ঠিক যেমনটা আমরা একসঙ্গে আমাদের দেশকে শক্তিশালী ও সমৃদ্ধ করেছি। আমরা তুরস্ককে আরও উন্নীত করার জন্য কাজ করছি, যেভাবে আমরা ‘প্রকল্প এবং পরিষেবা’ নীতির মাধ্যমে দেশকে বর্তমান স্তরে নিয়ে এসেছি।’ তুরস্কের আসন্ন নির্বাচনের বিরোধী জোট নেশন অ্যালায়েন্সের সমালোচনা করে তুর্কি নেতা বলেন, তারা তাদের নিজেদের স্বার্থে দেশের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়। তারা দেশকে আদি ও সম্প্রদায় ট্যাগ লাগিয়ে বিভক্ত করতে চায়। তুর্কি প্রেসিডেন্ট বিরোধীদের বিষয়ে আরও বলেন, তারা দেশকে সন্ত্রাসী সংগঠনের জন্য একটি অভয়রণ্যে পরিণত করতে চায়, যাদের নাটাই রয়েছে সাম্রাজ্যবাদীদের হাতে। অপর এক খবরে বলা হয়, আগামী ১৪ মে তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন। আসন্ন এই নির্বাচনে প্রেসিডেন্ট পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হবে ক্ষমতাসীন প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান ও বিরোধী জোট নেশন অ্যালায়েন্সের প্রার্থী কামাল কিলিকদারোগ্লুর মধ্যে। কামাল পাশা আতাতুর্কের উত্তরসূরী ধর্মনিরপেক্ষ দল সিএইচপির নেতার বিরুদ্ধে আগে থেকেই নানা অভিযোগ করে আসছেন ইসলামপন্থি দল একে পার্টির নেতা এরদোগান। বিশেষ করে, কিলিকদারোগ্লুরা আবারো তুরস্ককে সেই অরাজকতার যুগে ফিরিয়ে নিয়ে যেতে চায় বলে অভিযোগ তুর্কি নেতার। তুর্কি সংবাদমাধ্যম হুরিয়াত ডেইলি জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোগান মঙ্গলবার দেশটির আন্তালিয়া প্রদেশে এক নির্বাচনি সমাবেশে ভাষণ দেন। সেখানে বিরোধী নেতা কিলিকদারোগ্লুর তীব্র সমালোচনা করেন তিনি। এরদোগানের অভিযোগ, কিলিকদারোগ্লু নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠন পিকেকে-এর সমর্থক। এমনকি তাদের লক্ষ্য হলো পিকেকে-এর সমর্থক এইচডিপির ভোট পেতে দলটির সাবেক কো-চেয়ারম্যান সেলহাতিন ডেমিরতাসকে কারাগার থেকে মুক্তি দেওয়া। এ প্রসঙ্গে কিলিকদারোগ্লুকে চ্যালেঞ্জ দিয়ে এরদোগান বলেন, ‘আপনি যদি সত্যিকারের রাজনীতিবিদ হন, তাহলে আপনি এর ব্যাখ্যা দিবেন। কিন্তু তার জীবন মিথ্যায় ভরপুর। আমার প্রিয় জাতি আগামী ১৪ মে এই মিথ্যাবাদীদের প্রত্যাখ্যান করবে।’ পিকেকে-এর প্রতি সমর্থন করার বিষয়ে কিলিকদারোগ্লুকে অভিযুক্ত করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘কারা মি. কামালকে সমর্থন করে? এই সন্ত্রাসীরা (পিকেকে), যাদের কোনো ধর্ম নেই, কোনো পতাকা নেই, কোনো প্রার্থনা (ইবাদত) নেই।’ তুর্কি নেতা বলেন, ‘আমরা যদি তুরস্ককে আজকের পর্যায়ে না আনতাম, আপনারা নিশ্চিত থাকুন, কেউ আমাদের ব্যাপারে কোনো আপত্তি করতো না। আমরা টার্গেটে (লক্ষ্য) পরিণত রয়েছি এ কারণে যে, আমরা লড়াই করাকে বেছে নিয়েছি, আত্মসমর্পণ নয়।’ হুরিয়াত, আনাদোলু।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ভারতে বাংলাদেশ দূতাবাসে হামলা, ঢাবিতে ছাত্র অধিকারের বিক্ষোভ
রানার বোলিং তোপে ১৮ রানের লিড, সাদমান-মিরাজে শক্ত অবস্থানে টাইগাররা
ভারত বাংলাদেশি কূটনৈতিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে-পীর সাহেব চরমোনাই
আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে : জাতিসংঘ
সেন্টমার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন রোধে সরকারের কার্যক্রম
এবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি হারুনের বিরুদ্ধে অভিনেত্রী স্বর্ণার অভিযোগ
মতাদর্শ বিবেচনা করে সাংবাদিকদের আর্থিক অনুদান দেয়া হত: আব্দুল্লাহ
প্রধান উপদেষ্টা ও ডিসি-এসপিকে স্বারকলিপি দিলেন সাদপন্থিরা
এলাকার আধিপত্য যুবলীগের নিয়ন্ত্রণে টঙ্গীতে যুবদল নেতাকে গ্রেফতারে মিশ্র প্রতিক্রিয়া
নির্বাচন সংস্কার কমিশনের প্রধানের কাছে গণঅধিকার পরিষদের ৯ দফা প্রস্তাবনা হস্তান্তর
সাভারে দ্রুতগতির বাসের ধাক্কায় প্রাইভেটকারের তিন আরোহী নিহত, আহত ২
বাংলাদেশের চাইতে অসাম্প্রদায়িক দেশ উপমহাদেশে নেই : উপদেষ্টা সাখাওয়াত
কর্মকর্তা বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে জাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
পার্বত্য চুক্তির সংবিধান বিরোধী ধারা-উপধারা সংশোধন প্রয়োজন : বাংলাদেশ ন্যাপ
আগরতলায় উপদূতাবাসে উগ্র হিন্দুত্ববাদীদের বর্বর হামলা, সর্বত্র নিন্দার ঝড়
রাজশাহীতে ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিল ছাত্রদলের নেতাকর্মীরা
বিপদে ভারত, মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টারকে জামিন দিল কানাডা
বড়দিন উপলক্ষ্যে ভালোবাসার বার্তা রাজবধূ কেটের
নিলামে উঠেছে ডন ব্র্যাডমানের ব্যাগি গ্রিন, কত দাম রাখা হয়েছে জানেন?