ঢাকা   রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

Daily Inqilab ইনকিলাব

০২ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম

মিলানে বন্যা

ইনকিলাব ডেস্ক : বন্যায় প্লাবিত মিলানের একাধিক জেলা। মঙ্গলবার রাতভর ভারী বৃষ্টিপাত ও ভোরে ঝড়ের কারণে এ বন্যার সৃষ্টি হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে গারিবাল্ডি ট্রেন স্টেশন যা অঞ্চলটির একটি গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র। কিছু আন্ডারপাসও পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়া মিলান পৌরসভার কিছু রাস্তা সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। মিলানের কাউন্সিলর মার্কো গ্রানেলি জানান, ২০১৪ সালের পর এটিই মিলানের সবচেয়ে ভয়াবহ বন্যা। আনাদোলু।

 

ইসরাইল নেই

ইনকিলাব ডেস্ক : চলমান হামাস ও ইসরাইলের মধ্যকার সংঘাতের মাঝেই বিশ্ব মানচিত্রের অনলাইন সংস্করণ থেকে রাষ্ট্র হিসেবে ইসরাইলের নাম মুছে দিয়েছে চীন। শীর্ষ দুই চীনা কম্পানি বাইদু ও আলিবাবা সোমবার বিশ্ব মানচিত্রের যে অনলাইন সংস্করণ প্রকাশ করেছে, তাতে পাওয়া যাচ্ছে না ইসরাইলের নাম। প্রথম এ ব্যাপারটি খেয়াল করে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এ সম্পর্কিত এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ‘এমনকি লুক্সেমবার্গের মতোক্ষুদ্র দেশের নামও (চীনা মানচিত্রের অনলাইন সংস্করণে) দেখা যাচ্ছে, কিন্তু ইসরাইলের নাম নেই। ওয়াল স্ট্রিট জার্নাল।

 

পাকিস্তানে নিহত ৫

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানের তারবাতে একটি থানায় সন্ত্রাসী হামলায় চার শ্রমিক এবং এক পুলিশ সদস্য নিহত হয়েছে। ওই ঘটনায় আরেক শ্রমিক আহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ত্রাসীদের শনাক্ত করা যায়নি। এক পুলিশ কর্মকর্তার মতে, ওই শ্রমিকরা পাঞ্জাবের বাসিন্দা ছিল। তাদের নাম মোহাম্মদ উজাইর, বাকর আলী, শেহবাজ আহমদ এবং শেবাজদ আহমদ। পাকিস্তানের অন্তর্বর্তী তথ্যমন্ত্রী জান আচাকজাই সন্ত্রাসী হামলা নিশ্চিত করে এর নিন্দা করেছেন। চলতি মাসে এ ধরনের ঘটনা এটি দ্বিতীয়বারের মতো ঘটল। জিও নিউজ।

 

তৃতীয়বারের মতো

ইনকিলাব ডেস্ক : আবারো মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। শুক্রবার ইসরাইল সফরের মধ্য দিয়ে এ ভ্রমণ শুরু করবেন তিনি। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিও মিলার সাংবাদিকদের বলেন, শুক্রবার ইসরাইল সরকারের সদস্যদের সঙ্গে বৈঠকের জন্য সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন। এরপর তিনি অঞ্চলটির অন্যান্য জায়গাগুলো ভ্রমণ করবেন বলে জানায় ম্যাথিও মিলার। হামাস ও ইসরাইলে সংঘাত শুরু হওয়ার পর সংহতি জানাতে ইসরাইল সফর করেন ব্লিনকেন। রয়টার্স।

 

এক-তৃতীয়াংশ

ইনকিলাব ডেস্ক : লেবাননের প্রায় এক-তৃতীয়াংশ নাগরিক ইসরাইলের বিরুদ্ধে হামাসের সঙ্গে যুদ্ধে যোগ দেওয়ার পক্ষে নিজেদের অবস্থানের কথা জানিয়েছেন। ইসরাইলের সঙ্গে যুদ্ধের প্রতি লেবাননের নাগরিকদের মনোভাবের বিষয়ে করা নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে। বৈরুতভিত্তিক লেবাননের সংবাদমাধ্যম আল-আখবার এক প্রতিবেদনে জরিপের এই তথ্য জানিয়েছে। এদিকে ইসরাইলের সঙ্গে যুদ্ধ এড়াতে কাজ করছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। এই জরিপে লেবাননের ৪০০ নাগরিক অংশ নেয়। তাদের মধ্যে ১৯৪ জন নারী এবং ২০৬ জন পুরুষ জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশই ইসরাইলে হামাসের অভিযানের প্রতি সমর্থন জানিয়েছেন। এএফপি।

 

হুতির হুঁশিয়ারি

ইনকিলাব ডেস্ক : ইসরাইলের বিরুদ্ধে এবার কড়া হুঁশিয়ার বার্তা দিলো ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। ইতিমধ্যে এ গোষ্ঠী নিশ্চিত করেছে, তারা ইসরাইল অভিমুখে বড় সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়েছে। মঙ্গলবার সকালে ইসরাইলের দক্ষিণাঞ্চলে ইলাত শহরে বিমান হামলার সাইরেন বেজে উঠে। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে দেওয়া বিবৃতিতে বলেন, এটি ইসরাইলকে লক্ষ্য করে তাদের তৃতীয় অপারেশন। পরবর্তীতে ইসরাইলের ওপর আরও হামলা আসছে। সারি আরও বলেছেন, ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হুতি বাহিনীর বিশেষ অভিযান চালিয়ে যাবে। বিবিসি।

 

জার্মানিতে কমলো

ইনকিলাব ডেস্ক : ধারাবাহিকভাবে চার মাস খুচরা বিক্রির ক্ষেত্রে পতন দেখলো জার্মানি। অব্যাহত মূল্যস্ফীতি ও ঋণের খরচের কারণে ভোক্তাদের চাহিদা কমায় এমন পরিস্থিতি দেখা যাচ্ছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, এক মাস আগের তুলনায় সেপ্টেম্বরে খুচরা এন্টারপ্রাইসেসের প্রকৃত টার্নওভার কমেছে শূন্য দশমিক ৮ শতাংশ। আগস্টে কমে ছিল ১ দশমিক ২ শতাংশ। নন-ফুড বিক্রয়, ইন্টারনেট ও মেইল অর্ডার বাণিজ্য কমেছে ৩ দশমিক ৭ শতাংশ। যদিও খাদ্য বিক্রি বেড়েছে ২ দশমিক ২ শতাংশ। গত বছরের একই মাসের তুলনায় খুচরা বিক্রয় ৪ দশমিক ৩ শতাংশ কমেছে। সেপ্টেম্বরে বার্ষিকভিত্তিতে খুচরা বিক্রি কমছে ৪ দশমিক ৩ শতাংশ। দ্য ইকোনমিক টাইমস।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

সভাপতি শওকত সম্পাদক মানিক

সভাপতি শওকত সম্পাদক মানিক

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা