ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১
সীমান্তের একটি অংশের নিয়ন্ত্রণ নিতে চায় মিয়ানমারের বিদ্রোহীরা

বহু সেনা আটকের দাবি

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

১৬ নভেম্বর ২০২৩, ১২:১০ এএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৩, ১২:১০ এএম

অক্টোবরের শেষ দিক থেকে মিয়ানমারের তিনটি সংখ্যালঘু আদিবাসী বিদ্রোহী বাহিনী একজোট হয়ে দেশটির জান্তা বাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে। মিয়ানমারের চীন রাজ্যের জান্তা বিরোধী গেরিলারা সোমবার দিন-রাত লড়াই করে সেখানকার প্রত্যন্ত পাহাড়ী অঞ্চলের সেনাবাহিনীর দুইটি পোস্টের দখল নিয়েছে। এখন তারা ভারতের সঙ্গে মিয়ানমারের সীমান্তের একটি অংশ দখল নিতে চায় বলে জানিয়েছেন একজন জ্যেষ্ঠ বিদ্রোহী কমান্ডার। মিয়ানমারের চীন রাজ্যের সঙ্গে ভারতের মিজোরাম রাজ্যের সীমান্ত। চীন ন্যাশনাল ফ্রন্ট (সিএনএফ) এর ভাইস চেয়ারম্যান সুই কার বলেন, সোমবার প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে কয়েক ডজন বিদ্রোহী মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সকাল থেকে রাত পর্যন্ত লড়াই করে ভারত সীমান্তবর্তী দুইটি সেনাপোস্টের দখল নিয়েছে। এ বিষয়ে জানতে বার্তা সংস্থা রয়টার্স থেকে মিয়ানমার সেনাবাহিনী এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাৎক্ষণিকভাবে কোথাও থেকে সাড়া মেলেনি। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতায় আসে দেশটির সেনাবাহিনী। তারপর থেকে এত বড় চ্যালেঞ্জের মুখে এবারই প্রথম পড়তে হয়েছে তাদের। গত মাসের শেষ থেকে মিয়ানমারের তিনটি সংখ্যালঘু আদিবাসী বিচ্ছিন্নতাবাদী বাহিনী একজোট হয়ে সামরিক বাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে। এরই মধ্যে সমন্বিত এই জোট কয়েকটি ছোট ছোট শহর ও সেনাপোস্ট দখল করে নিয়েছে। বিদ্রোহীরা এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন ১০২৭’। প্রাথমিকভাবে তারা চীন সীমান্তের শান রাজ্যে জান্তা নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করেছে এবং সেখানে সামরিক বাহিনীর কাছ থেকে কয়েকটি শহর ও শতাধিক সেনাপোস্টের দখল কেড়ে নিয়েছে। “আমরা উত্তরের শান রাজ্যে আমাদের হামলা অব্যাহত রেখেছি,” বলেন মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির মুখপাত্র কিয়াও নাইং। বিদ্রোহী এই দলটিও জোটের মধ্যে আছে। এ সপ্তাহে পশ্চিমের রাখাইন রাজ্য এবং চীন রাজ্যে নতুন করে আরো দুই জায়গায় যুদ্ধ শুরু হয়েছে। ফলে হাজার হাজার মানুষ সীমান্ত পেরিয়ে মিজোরাম পালিয়ে গেছে। অপর এক খবরে বলা হয়, জান্তার বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠীগুলোর এক সমন্বিত আক্রমণে এ সাফল্য এসেছে বলে আরাকান আর্মি (এএ) জানিয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের স্বায়ত্তশাসনের জন্য লড়াইরত আরাকান আর্মি (এএ) জানিয়েছে, ক্ষমতাসীন সামরিক জান্তার নিরাপত্তা বাহিনীর বহু সদস্য আত্মসমর্পণ করেছে, পাশাপাশি বেশ কিছু সেনাকে আটক করা হয়েছে। জান্তার বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠীগুলোর এক সমন্বিত আক্রমণে এ সাফল্য এসেছে বলে বুধবার এএ জানিয়েছে। তারা জানায়, আক্রমণের মুখে অন্তত ২৮ জন পুলিশ সদস্য তাদের অস্ত্র ফেলে আত্মসমর্পণ করেছে আর একই সময় ১০ সেনাকে গ্রেপ্তার করা হয়েছে। অক্টোবরের শেষ দিক থেকে মিয়ানমারের তিনটি সংখ্যালঘু জাতিগত বিদ্রোহী বাহিনী একজোট হয়ে জান্তা বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করেছে। এরই মধ্যে এই জোট কয়েকটি ছোট ছোট শহর ও সেনাপোস্ট দখল করে নিয়ে সাফল্য দেখিয়েছে। এএ এই জোটের অন্যতম অংশ। তবে এএ এবার যে দাবি করেছে তা রয়টার্স স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে। রাখাইন রাজ্যের রাজধানী সিত্তওয়েতে কারফিউ জারি করা হয়েছে এবং শহরটিতে সামরিক ট্যাংক দেখা গেছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। বিদ্রোহীরা জোটগতভাবে সমন্বিত আক্রমণ শুরু করায় ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করা সামরিক জান্তা সবচেয়ে বড় পরীক্ষার মুখে পড়েছে। জান্তার মুখপাত্র জাও মিন তুন মঙ্গলবার অভিযোগ করে বলেছেন, “বিদ্রোহী গোষ্ঠীগুলো পুরো দেশকে ধ্বংস করছে।” বিদ্রোহীদের সামরিক পোস্ট দখলের দাবিকে ‘প্রপাগান্ডা’ বলে অভিহিত করেছেন তিনি। তিনি বলেন, “শক্ররা তাদের সেনা হারানো পর পিছু হটেছে। কৌশলগত কারণে আমরা ছোট ছোট পোস্টগুলোকে একত্রিত করার চেষ্টা করছি।” জাও জানান, শান, রাখাইন ও কেয়াহ রাজ্যে লড়াই চলছে। জান্তা বাহিনী আত্মসমর্পণ করেছে, এমন প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। মিয়ানমারের উত্তরপশ্চিমাঞ্চলীয় চিন রাজ্যেও লড়াই চলছে। সেখানে বিদ্রোহীদের হামলার মুখে মিয়ানমারের ৪৩ সেনা সীমান্ত পার হয়ে ভারতের মিজোরাম রাজ্যে ঢুকে পড়ে, মিজোরামের এক পুলিশ কর্মকর্তা এমনটি জানিয়েছেন। ভারতীয় নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, অনুপ্রবেশ করা অধিকাংশ সেনাকে হেলিকপ্টার যোগে উড়িয়ে নিয়ে সীমান্তের আরেকটি পয়েন্ট দিয়ে মিয়ানমারের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। রয়টার্স, এএফপি, ইরাবতী।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দি ২শ’ পরিবার

আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দি ২শ’ পরিবার

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

গাছে গাছে আফ্রিকান জায়ান্ট শামুক

গাছে গাছে আফ্রিকান জায়ান্ট শামুক

ঈশ্বরগঞ্জে মহাসড়কে কাঁচাবাজার

ঈশ্বরগঞ্জে মহাসড়কে কাঁচাবাজার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা সন্ত্রাসী গ্রেফতার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা সন্ত্রাসী গ্রেফতার