চ্যালেঞ্জ জানালেন আইসেনকোট হতাশা বাইডেন প্রশাসনে
২১ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২১ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম

গাজায় যুদ্ধকৌশল নিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চ্যালেঞ্জ জানালেন তারই যুদ্ধকালীন মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ সদস্য গাদি আইসেনকোট। তিনি বলেছেন, গাজায় সামরিক লক্ষ্য কি সে বিষয়ে সত্য কথা বলেননি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। উল্লেখ্য, ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্র যে চাপ দিয়ে যাচ্ছে তা প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। একই সঙ্গে তিনি বললেন, পুরোপুরি জয় না হওয়া পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত থাকবে। কিন্তু যারা হামাসকে চরমভাবে পরাজিত করার কথা বলছেন, তারা সত্য বলছেন না বলে দাবি করেন গাদি আইসেনকোট। অবসরপ্রাপ্ত এই জেনারেলের এক ছেলে গাজা যুদ্ধে নিহত হয়েছে। গাদি আইসেনকোট বলেছেন, ৭ই অক্টোবর নিজের দেশকে সুরক্ষিত রাখার জন্য নিজের দায়িত্বের ব্যর্থতা প্রকাশ ঘটিয়েছেন নেতানিয়াহু। তিনি আরও বলেন, ইসরাইলের বর্তমান নেতৃত্বের প্রতি কারো আর আস্থা নেই। দক্ষিণ ইসরাইলে আকস্মিক ওই দিন রকেট হামলা চালিয়ে হামাস হত্যা করেছে প্রায় ১৩০০ মানুষকে। জিম্মি করেছে ২৪০ জনকে। ওদিকে ইসরাইলে মন্ত্রিপরিষদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। রিপোর্ট প্রকাশ হয়েছে যে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের মধ্যে কথা হচ্ছে কালেভদ্রে। এসব ঘটনা সেই সময়ে ঘটছে যখন ইসরাইল এবং তার পশ্চিমা মিত্রদের মধ্যে দূরত্ব বাড়ছে। ফিলিস্তিনি রাষ্ট্রের বিষয়ে নেতানিয়াহুর মন্তব্যের পর হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের বিষয় পরিষ্কারভাবে আলাদা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরাইলের নিরাপত্তা চ্যালেঞ্জ সমাধানের কোনোই পথ নেই। প্রায় এক মাসের মধ্যে শুক্রবার নেতানিয়াহুর সঙ্গে প্রথম কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস বলেছে, এ সময়ে নেতানিয়াহুর সঙ্গে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়ে আলোচনা করেছেন বাইডেন। পরে ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বাইডেন। এ সময় একজন সাংবাদিক তার কাছে জানতে চান, নেতানিয়াহুকে ক্ষমতায় রেখে কি একটি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান অসম্ভব? জবাবে বাইডেন বলেছেন, না তা নয়। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের অনেক বিষয় আছে। জাতিসংঘের অনেক সদস্য দেশ আছে, যাদের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই। কিন্তু নেতানিয়াহু তার ক্যারিয়ারটিই খরচ করছেন ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতা করে। গত মাসে তিনি বলেছেন, এই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাধা দিতে পেরে তিনি গর্বিত। বাইডেন প্রশাসনের এমন অবস্থায় আন্তর্জাতিকভাবে নেতানিয়াহুর বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে গাজায় নিহতের সংখ্যা প্রায় ২৫০০০। যুক্তরাষ্ট্র ইসরাইলের সামরিক কৌশলে বার বার প্রভাব বিস্তারের চেষ্টা করেছে এই যুদ্ধে। তারা বার বার বলেছে নগ্ন বিমান হামলা চালানোর চেয়ে সুনির্দিষ্ট টার্গেটে হামলা চালাতে। স্থল অভিযান বিলম্বিত বা পরিত্যক্ত করার আহ্বান জানিয়েছে। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য অর্থপূর্ণ আলোচনা শুরু করতে বলেছে। কিন্তু মার্কিন কর্মকর্তাদের সঙ্গে উত্তেজনায় ভরা বৈঠকে এসব প্রস্তাব বার বারই প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। এর ফলে ইসরাইলকে নিঃশর্ত সমর্থন দেয়ার ক্ষেত্রে বাইডেন প্রশাসনের একটি বলয়ে হতাশা গভীর হয়েছে। এই যুদ্ধে ভয়াবহ মৃত্যুর ফলে ইসরাইলের মিত্ররা আশা করেন টেকসই একটি শান্তির একমাত্র পথ হলো দ্বিরাষ্ট্রভিত্তিক পরিকল্পনা। বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

লালপুরে রাস্তার উন্নয়ন কাজে ব্যাপক অনিয়ম

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকা এনে কর ফাঁকি দিলেন এক করদাতা : এনবিআর চেয়ারম্যান

এবার পশ্চিমবঙ্গের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস পেলো যারা

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি, ঢাকার বাতাসও বিপদজ্জনক

মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ নিয়ে প্রশ্ন, যা বললেন মুখপাত্র

রোজা রেখে কী ইনসুলিন রেসিস্টেন্স নিয়ন্ত্রণ করা সম্ভব?

অনলাইন জুয়ার নেশায় বুঁদ ঘাটাইলের মানুষ

গাজাবাসীদের সিরিয়ায় পুনর্বাসনের পরিকল্পনা, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের গোপন প্রকল্প?

বিটিভির ১২ কর্মকর্তার পদোন্নতি প্রস্তাব বাতিল

ঈদে ট্রেনযাত্রা : আজ বিক্রি হবে ২৮ মার্চের টিকিট

হিন্দুত্ববাদীদের টার্গেট আওরঙ্গজেবের মাজার, ভারতে নতুন উত্তেজনা

বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় জরুরি: প্রধান বিচারপতি

গাজায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহত ২০৫, স্থল আক্রমণের হুমকি

বিজিবির প্রতিবাদে পিছু হটলো বিএসএফ

শাহরাস্তিতে প্রবাসীর বাড়ির ছাদে যুবককে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা

কোর্টের আদেশ অমান্য করে ট্রাম্পের চরম মানবাধিকার লঙ্ঘন!

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের বক্তব্যের কোনো ভিত্তি নেই : প্রেস উইং

গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ১৩১ জনের বেশি

জবি শিক্ষার্থীকে যৌন হয়রানি, ১০ বাস আটক

জুলাই আন্দোলনে হামলার ঘটনায় জাবির ২৮৯ ছাত্রলীগ নেতাকর্মী বহিষ্কার