গুম তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৩০ জুন পর্যন্ত
১৮ মার্চ ২০২৫, ১১:৩০ এএম | আপডেট: ১৮ মার্চ ২০২৫, ১১:৩৫ এএম

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সংঘঠিত ‘গুমের’ ঘটনা তদন্তে যে কমিশন হয়েছে, সেটির মেয়াদ দেড় মাস বাড়িয়ে আগামী ৩০ জুন পর্যন্ত করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ সময় বাড়ানোর এ প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, গুমসংক্রান্ত তদন্ত কমিশনের বাড়তি মেয়াদ ১৫ মার্চ থেকে ধরা হবে।
এর ফলে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন কমিশন ৩০ জুন পর্যন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পাবে। পাঁচ সদস্যের এ কমিটির ১৫ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২৭ অগাস্ট গঠিত এ কমিশন কাজ শুরুর পর থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়কার একের পর এক অভিযোগ জমা পড়ে। গত ৫ নভেম্বর কমিশন সংবাদ সম্মেলনে বলা হয়েছিল, কমিশনে গুমের ১ হাজার ৬০০ অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে তারা ৩৮৩টি অভিযোগের বিষয়ে প্রাথমিক যাচাই করেছেন। এসব অভিযোগের মধ্যে র্যাবের বিরুদ্ধেই ছিল সবচেয়ে বেশি ১৭২টি। অভিযোগের বিষয়ে কমিশন ইতোমধ্যে ১৪০ জনের সাক্ষাৎকার নিয়েছে।
গুম কমিশন গঠনের বিষয়ে প্রথমে গত ২৭ আগস্ট প্রজ্ঞাপন জারি করা হয়। পরে ওই প্রজ্ঞাপন বাতিল করে গত ১৫ সেপ্টেম্বর নতুন প্রজ্ঞাপনে প্রতিবেদন জমা দিতে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করে দেওয়া হয়।
নতুন প্রজ্ঞাপনে কমিশনের উদ্দেশ্য ও দায়িত্বে পরিবর্তন আনে সরকার। তবে পাঁচ সদস্যের কমিশন রাখা হয় আগের মতই।
নতুন করে মেয়াদ বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশন আইন প্রয়োগকারী সংস্থা, শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, তদন্তকারী সংস্থা এবং অনুরূপ যে কোনো বাহিনী বা সংস্থার কোনো সদস্য বা সরকারের মদদে হওয়া গুমের তদন্ত করবে।
এছাড়া এসব বাহিনীর সহায়তায় বা সম্মতিতে কোনো ব্যক্তি বা ব্যক্তি-সমষ্টির মাধ্যমে 'আয়নাঘর' বা যেকোনো জ্ঞাত বা অজ্ঞাত স্থানে বলপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, বলপূর্বক গুমের ঘটনার সহিত জড়িত ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান চিহ্নিতকরা ও তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করবে।
পাশাপাশি বলপূর্বক গুম হওয়ার ঘটনা প্রতিরোধের জন্য প্রয়োজনীয় আইন সংস্কারের সুপারিশ করবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

গফরগাঁওয়ে রকিব হত্যা মামলার প্রধান আসামি ইয়াছিনকে যুবদল থেকে বহিস্কার

মুক্তির অপেক্ষায় সিডনির 'হাউসমেইড'

অবশেষে টনক নড়েছে সিলেট জেলা বিএনপির, নোটিশ করলো সেই দখলবাজ সাহাব উদ্দিনকে

বিশ্বনাথে বর্গাচাষির বেগুন গাছ উপড়ে ফেলে এ তেমন শত্রুতা

ভোলায় বিএনপির দুই গ্রুপের হামলায় নিহত সাবেক ছাত্রদল নেতা

ভবিষ্যতে বাংলাদেশে মুজিববাদের স্থান হবে না: নাহিদ

কুমিল্লার ১০ উপজেলায় গভীর নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আয়রন, হুমকিতে জনস্বাস্থ্য

রোহিঙ্গা ভোটার শনাক্তে জাতিসংঘের সহায়তা নেবে ইসি

এনআরবিসি ব্যাংকে ত্রিমুখি লড়াই

সংস্কারের জন্য ঐক্য অত্যন্ত প্রয়োজন: মির্জা ফখরুল

যুক্তরাষ্ট্রে টি-শার্ট রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ

রাসেলস ভাইপারও হাসিনার সঙ্গে চলে গেছে: বাণিজ্য উপদেষ্টা

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ

ব্রিটেনে ৪২ হাজার আশ্রয়প্রার্থী আপিল শুনানির অপেক্ষায়

দিনাজপুরে পূজা প্যান্ডেল ভাঙ্গার ঘটনায় সনাতন ধর্মালম্বীদের মধ্যে উত্তেজনা

এবার সংঘবদ্ধ ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহিদের মেয়ে

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০, ১৪৪ ধারা জারি

তবে কি অ্যালেন স্বপনের 'বৈয়াম পাখি ২.০' জেফার রহমান?

উত্তরায় বদর দিবসের আলোচনা ও ইফতার মাহফিল

নারী ও শিশুর ওপর পাশবিক নির্যাতনের প্রতিবাদে বিএমবিএফ সিলেটের মানববন্ধন