ঢাকা   শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ | ১১ কার্তিক ১৪৩১
ইসরাইলে হামলার পর দেশে দেশে আনন্দ-উল্লাস

ফের হামলা চালালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইরানের

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

১৬ এপ্রিল ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ১৬ এপ্রিল ২০২৪, ১২:১০ এএম

ইসরাইলে নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দুদিনে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনস্যুলেটে হামলা ও ১৩ জনের নিহতের বদলা হিসেবে ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে এ হামলা চালায় তেহরানের রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। ইসরাইল এই হামলার কী প্রতিক্রিয়া দেখায় সেটি অপেক্ষা চলছে। তার আগেই তেলআবিব ফের কঠোর পদক্ষেপ নেবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। শনিবার শেষরাতে ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে হামলার কথা জানায়। এরপর হামলা শেষে তা ‘সফল’ হয়েছে বলেও দাবি করে তারা। তারপর এই হামলার দিনটি উদযাপন করা হয় ইরানে। কাতার ভিত্তিক গণমাধ্যমটি বলছে, ইরান বলেছে, ইসরাইলের ওপর তাদের প্রথম সরাসরি হামলা এটি। ইরানি কর্মীদের লক্ষ্য করে ইসরাইলের হামলার প্রতিশোধ নিয়েছে তারা। তেহরান বলেছে, তাদের প্রতিশোধ নেওয়া শেষ হয়েছে। তবে, ইসরাইল আবার হামলা চালালে পরবর্তী সময়ে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রোববার এক বিবৃতিতে বলেছেন, ‘যদি ইহুদিবাদী শাসক (ইসরাইল) বা তার সমর্থকরা বেপরোয়া আচরণ করে, তাহলে তারা কঠোর ও শক্তিশালী প্রতিক্রিয়া দেখতে পাবে। রোববার ভোর থেকেই ইরানের মিত্র ও পরোক্ষ যুদ্ধের সহযোগীরা ইসরাইলের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। হামলার কারণে ইসরাইলের বিভিন্ন স্থানে নাগরিকদের সতর্ক করতে সাইরেন বেজে ওঠে। জেরুজালেমের আকাশে শোনা যায় বিস্ফোরণের শব্দ। গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে তেহরানের দূতাবাসে ইসরাইলের বিমান হামলার পর থেকেই উত্তেজনা চরম আকার ধারণ করে। প্রতিশোধ নিতে ইসরাইলে হামলার বিষয়ে হুমকি দিয়ে আসছিল ইরান। এরপর থেকেই যুক্তরাষ্ট্র সতর্ক করে আসছিল, এর প্রতিশোধ নিতে ইরান পাল্টা হামলা চালাতে পারে। এর পরপরই হামলার ঘটনা ঘটল। তবে যুক্তরাষ্ট্র ইসরাইলকে অন্ধ সমর্থন দেবে না। ইরানের বিরুদ্ধে ইসরাইল প্রতিশোধমূলক কোনো হামলা করলে যুক্তরাষ্ট্র তাতে অংশ নেবে না। বাইডেন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা এ কথা জানিয়ে দিয়েছেন। ইরানের এই হামলার কী জবাব দেওয়া হবে ইসরাইলকে তা সাবধানে বিবেচনার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার হোয়াইট হাউসের একজন শীর্ষ কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কীভাবে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে সাবধানে ও কৌশলী হয়ে কাজ করার অনুরোধ জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, সিরিয়ায় ইসরাইলের বিমান হামলায় ইরানের সামরিক কমান্ডার নিহত হওয়ার ঘটনার বিনিময়ে ইসরাইল সবচেয়ে সেরা জবাবটিই পেয়েছে বলে মনে করে বাইডেন প্রশাসন। এছাড়া ৯৯ শতাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন গুলি করে নামিয়ে আনা ও প্রতিরোধ করার মাধ্যমে ইসরাইল ইরানের তুলনায় তার সামরিক শ্রেষ্ঠতা বজায় রাখতে পেরেছে বলেও মনে করে যুক্তরাষ্ট্র। ইরানের হামলার পরপরই ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা হয় প্রেসিডেন্ট জো বাইডেনের। অপর এক খবরে বলা হয়, ইসরাইলে প্রথমবারের মতো ইরানের সরাসরি হামলা চালানোর পর উল্লাসে মেতেছে বিভিন্ন দেশের নাগরিকরা। ইরানের পাশাপাশি আনন্দের বন্যা বয়ে যায় ইরাক, অবরুদ্ধ গাজা থেকে কানাডার টরন্টো পর্যন্ত। শনিবার গভীর রাতে হামলার খবর প্রকাশের পর পরই ইরানের রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। পতাকা হাতে নিয়ে রাজধানী তেহরানের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জড়ো হন তারা। কেউ কেউ আসেন গাড়িতে করে। নেচে-গেয়ে তারা প্রকাশ করেন উল্লাস। এ সময়, ‘ডেথ টু ইসরাইল’ সেøাগানে প্রকম্পিত হয় ইরানের রাজপথ। উল্লাস প্রকাশে আতশবাজিও ছোড়ে অনেকে। তেহরানে অবস্থিত যুক্তরাজ্য দূতাবাস ও ফিলিস্তিন স্কয়ারে আনন্দ মিছিল করেন অনেক ইরানি। ব্রিটিশ দূতাবাসের সামনে বহু মানুষকে ইরানের পতাকা হাতে দেখা যায়। ফিলিস্তিনের বড় একটি পতাকা নিয়ে অনেকেই জড়ো হন তেহরানের ফিলিস্তিন স্কয়ারে। ইসরাইলের পরাজয় না হওয়া পর্যন্ত এ হামলা চালিয়ে যাওয়ার দাবি জানান তারা। সংহতি জানান গাজার নিপীড়িত মানুষের প্রতি। আনন্দ-উল্লাসে যোগ দেওয়া এক ইরানি নাগরিক বলেন, যুদ্ধ মানুষকে খুশি করে, এমনটা কখনো দেখিনি। কিন্তু আজ রাতে ঘুম বাদ দিয়ে মানুষজন এখানে জড়ো হয়েছেন। তারা বুঝাতে চেয়েছেন এই হামলা আমাদের জন্য কতটা জরুরি। আরেকজন বলেন, ইসরাইল ধ্বংস না হওয়া পর্যন্ত এই হামলা চলবে- এটাই আশা করি। গাজার নিরীহ মানুষদের প্রতি সংগতি জানিয়ে আরেক ইরানি বলেন, ইসরাইলের শাস্তি হওয়া উচিত। তারা গাজায় যে নৃশংসতা চালিয়েছে তাতে চুপ করে বসে থাকা উচিত না। ইরানের হামলার খবরে বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন ইরানের প্রতিবেশী রাষ্ট্র ইরাকের জনগণ। খুশিতে তারা রোববার সকালে রাজধানী বাগদাদের রাজপথে নেমে ইরান, ইরাক আর ফিলিস্তিনির পতাকা নিয়ে নেচে-গেয়ে আনন্দ-উল্লাস করতে থাকেন তারা। বাগদাদের পাশাপাশি কারবালাসহ বিভিন্ন শহরের রাজপথে নেমে ইরাকিদের এভাবে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। একইভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কানাডার টরেন্টো শহরের বাসিন্দারা। তেমনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইসরাইল অধিকৃত জেরুজালেম শহরের আরব নাগরিকরা। আল-জাজিরা, এপি, ইরনা।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রোয়েনে বাধা, নতুন গতিপথে পদ্মার ভয়াল আগ্রাসন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রোয়েনে বাধা, নতুন গতিপথে পদ্মার ভয়াল আগ্রাসন

পেট্রাপোলে প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন , বেনাপোলে ২দিন আমদানি-রপ্তানি বন্ধ-

পেট্রাপোলে প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন , বেনাপোলে ২দিন আমদানি-রপ্তানি বন্ধ-

'নাটকের গানে ব্যস্ততা যেন কাটছেই না: ইমরান মাহমুদ'

'নাটকের গানে ব্যস্ততা যেন কাটছেই না: ইমরান মাহমুদ'

ফের ভারতের অভ্যন্তরে নিহত রেজাউলের লাশের ময়নাতদন্ত হবে : বিজিবি

ফের ভারতের অভ্যন্তরে নিহত রেজাউলের লাশের ময়নাতদন্ত হবে : বিজিবি

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ইসলামী বইমেলায় বিশেষ সংখ্যা বের করলো ‘হালচাল’

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ইসলামী বইমেলায় বিশেষ সংখ্যা বের করলো ‘হালচাল’

সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক দেশে ফিরলেন দীর্ঘ ৮ বছর পর

সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক দেশে ফিরলেন দীর্ঘ ৮ বছর পর

প্রয়াত রতন টাটার ইচ্ছাপত্র, কে কি পাচ্ছেন?

প্রয়াত রতন টাটার ইচ্ছাপত্র, কে কি পাচ্ছেন?

গারো পাহাড় সীমান্তাঞ্চলজুড়ে বন্যহাতি-মানুষের দ্বন্দ্ব শেষ হবে কবে ?

গারো পাহাড় সীমান্তাঞ্চলজুড়ে বন্যহাতি-মানুষের দ্বন্দ্ব শেষ হবে কবে ?

ইউটিআই(ইউরিন ইনফেকশন)? নিজেকে সুরক্ষিত রাখতে এই টিপস

ইউটিআই(ইউরিন ইনফেকশন)? নিজেকে সুরক্ষিত রাখতে এই টিপস

নোয়াখালীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর লুট- আহত ২ মামলা করায় নিরাপত্তা হীনতায় বাদী

নোয়াখালীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর লুট- আহত ২ মামলা করায় নিরাপত্তা হীনতায় বাদী

বাংলাদেশ যুব অধিকার পরিষদের ঢাকা জেলা কমিটির যাত্রা শুরু

বাংলাদেশ যুব অধিকার পরিষদের ঢাকা জেলা কমিটির যাত্রা শুরু

'দীর্ঘদিন পরে সিনেমায় গাইলেন কণ্ঠশিল্পী মনির খান'

'দীর্ঘদিন পরে সিনেমায় গাইলেন কণ্ঠশিল্পী মনির খান'

সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচারের বাধা কেটে গেছে : স্থানীয় সরকার উপদেষ্টা

সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচারের বাধা কেটে গেছে : স্থানীয় সরকার উপদেষ্টা

দিল্লি পদযাত্রায় অরবিন্দ কেজরিওয়ালের উপর হামলার অভিযোগ!

দিল্লি পদযাত্রায় অরবিন্দ কেজরিওয়ালের উপর হামলার অভিযোগ!

ইসরাইলের পাল্টা হামলার বিষয়ে যা বলল ইরান

ইসরাইলের পাল্টা হামলার বিষয়ে যা বলল ইরান

স্থগিত হলো বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক

স্থগিত হলো বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক

‘দেশকে নিরাপদ রাখতেই এই পদক্ষেপ’, নেতানিয়াহু, ‘সেনার কোনো ক্ষতি হয়নি’ : ইরান

‘দেশকে নিরাপদ রাখতেই এই পদক্ষেপ’, নেতানিয়াহু, ‘সেনার কোনো ক্ষতি হয়নি’ : ইরান

মো. সাহাবুদ্দিন আর প্রেসিডেন্ট পদে থাকতে পারেন না : নাগরিক কমিটি

মো. সাহাবুদ্দিন আর প্রেসিডেন্ট পদে থাকতে পারেন না : নাগরিক কমিটি

ইরানে হামলা শেষ, ফিরে গেছে ইসরায়েলি বিমান

ইরানে হামলা শেষ, ফিরে গেছে ইসরায়েলি বিমান

নাটোরে ছাত্রদল-বিএনপির ওপর যুবলীগের হামলা, আহত ১১

নাটোরে ছাত্রদল-বিএনপির ওপর যুবলীগের হামলা, আহত ১১