মার্কিন অস্ত্র দিয়ে গাজায় জাতিসংঘের স্কুলে হামলা
০৮ জুন ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৮ জুন ২০২৪, ১২:০১ এএম
গাজা উপত্যকায় জাতিসংঘের স্কুলে হামলায় মার্কিন অস্ত্র ব্যবহার করেছে ইসরাইল। একাধিক সামরিক বিশেষজ্ঞ অস্ত্রগুলোর অংশবিশেষ পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে। ওই হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্কুলের ধ্বংসস্তূপ থেকে মিসাইলের টুকরো উদ্ধার করা হয়। সেগুলোয় হানিওয়েল নামের একটি মার্কিন কোম্পানির নাম পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি সামরিক সরঞ্জাম সরবরাহ করে। স্থানীয় সময় বুধবার রাতে নৃশংস এ হামলা চালানো হয়। শরণার্থীশিবিরের স্কুলটি পরিচালনা করে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ)। হামলার সময় স্কুলটিতে বাস্তুচ্যুত অনেক ফিলিস্তিনি অবস্থান করছিলেন। আহত ব্যক্তিদের কাছের আল-আকসা মার্টার্স হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ।
হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলও। ওই স্কুলে হামাসের তৎপরতা ছিল বলে দাবি করেছে তারা। এ দাবি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি সিএনএন। তবে ঘটনাস্থল থেকে ধারণ করা ভিডিও বিশ্লেষণ করে এবং একজন বিস্ফোরক বিশেষজ্ঞের বরাতে মার্কিন সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ হামলায় যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র ব্যবহার করেছে ইসরাইলি বাহিনী। ভিডিওটি ধারণ করেছেন সিএনএনের এক সাংবাদিক। তাতে যুক্তরাষ্ট্রের তৈরি অন্তত দুটি জিবিইউ-৩৯ এসডিবি বোমার ধ্বংসাবশেষ শনাক্ত করা গেছে। এ নিয়ে গত দুই সপ্তাহের মধ্যে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর হামলায় দুবার যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহারের বিষয়টি নিশ্চিত করল সিএনএন। এর আগে গত ২৬ মে রাফায় আশ্রয় নেয়া ফিলিস্তিনিদের ওপর মার্কিন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল ইসরাইল। মধ্য গাজায় সিএনএনের হয়ে কাজ করা এক সাংবাদিক জানিয়েছেন, ওই স্কুলে অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরাইলি বাহিনী। সেগুলো তিনতলা একটি ভবনে আঘাত হেনেছে। এই স্কুল এবং এর প্রাঙ্গণে প্রায় ২০ হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন বলে মনে করা হয়।
হিজবুল্লাহর হামলায় ইসরাইলের গর্বের আয়রন ডোম ধ্বংস : হিজবুল্লাহ দাবি করেছে যে, তারা একটি গাইডেড মিসাইল দিয়ে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের একটি লঞ্চার ধবংস করেছে। ইসরাইলের গর্বের আয়রন ডোমের উপরে এটাই প্রথম সফল হামলা। লেবানন ভিত্তিক গোষ্ঠীটি তাদের দাবির পক্ষে প্রমাণ হিসাবে বুধবার একটি ভিডিও প্রকাশ করেছে।
ক্ষেপণাস্ত্রের অনবোর্ড ক্যামেরা থেকে ধারণ করা ৯০-সেকেন্ডের ক্লিপটি লেবাননের সীমান্তের কাছে উত্তর ইসরাইলের রামোট নাফতালিতে একটি সামরিক ঘাঁটিতে একটি আয়রন ডোম লঞ্চারের দিকে উড়তে দেখায়। আঘাতের সঙ্গে সঙ্গে ভিডিওটি শেষ হয়ে যায়। বৃহস্পতিবার, ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে যে, তারা তাদের লঞ্চারগুলির কোনও ক্ষতি সম্পর্কে অবগত নয়। এই প্রথম কোন ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে লঞ্চার - রাডার এবং নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর সাথে আয়রন ডোমের একটি অংশে আঘাত হানা হয়েছে। যদিও এটি অস্পষ্ট রয়ে গেছে যে কতটা ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্র-ভিত্তিক ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিসের সিনিয়র রিসার্চ বিশ্লেষক জো ট্রুজম্যান বলেছেন, ‘এই প্রতম মনে হচ্ছে হিজবুল্লাহ একটি গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে আয়রন ডোম লঞ্চারে আঘাত করেছে। ‘ফিলিস্তিনি গোষ্ঠীগুলো বছরের পর বছর ধরে এটি করার চেষ্টা করছে, কিন্তু আমি কখনও প্রমাণ দেখিনি যে তারা সফল হয়েছে।’
হিজবুল্লাহ অত্যাধুনিক গাইডেড ক্ষেপণাস্ত্রের একটি অস্ত্রাগার পরিচালনা করে, অনেকগুলি ইরানে তার সমর্থকদের দ্বারা পাঠানো হয় এবং ইসরাইলি ভূখণ্ডে আক্রমণে নিয়মিত সেগুলি ব্যবহার করে। তেহরান ইয়েমেনের হুথি এবং গাজার হামাস সহ এই অঞ্চলের অন্যান্য গোষ্ঠী এবং মিলিশিয়াদের সমর্থন করে, ইসরাইলের বিরুদ্ধে সজ্জিত প্রক্সিগুলির নেটওয়ার্কের অংশ হিসাবে। সূত্র : ওয়াশিংটন পোস্ট, দ্য টেলিগ্রাফ।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
সিটির হারের রাতে জয় পেয়েছে ইউনাইটেড-চেলসি-লিভারপুল
আগের শিরোপা ‘বাই চান্স’ আসেনি,মেয়েরা প্রমাণ করেছে: সাবিনা
অকস্মাৎ মৃত্যু ইসলামে কাম্য নয়
হাসিনা পালিয়ে না গেলে দেশে গৃহযুদ্ধ শুরু হতো: ইসমাইল সম্রাট
কেরানীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ,আহত ১০
দস্তগীরের বানোয়াট প্রশ্নের সমুচিত জবাব দিলেন ম্যাথু মিলার
বাংলাদেশের মাটিতে যত খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যকান্ড হয়েছে সবার বিচার এই মাটিতেই হবে; শামা ওবায়েদ
রাসুল সা. এর জীবনাদর্শই আদর্শ রাষ্ট্র গঠনের একমাত্র চাবিকাঠি- সিলেটে জমিয়ত মহাসচিব মাওলানা আফেন্দী
অলরাউন্ডারদের তালিকায় তিনে মিরাজ, শীর্ষ বোলার রাবাদা
ডেঙ্গু প্রতিরোধে চাই সচেতনতা
শিক্ষাব্যবস্থায় ইসলামী জ্ঞান-গবেষণার ওপর গুরুত্ব দিতে হবে
চুয়াডাঙ্গার সীমান্তবর্তী মাছপাড়ায় অবৈধ ৬টি স্বর্ণের বারসহ চোরাচালান কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার
ঢাকাকে বাসযোগ্য করতে হবে
মানবাধিকারের নামে সমাকামিতা প্রমোট করা জনগণ মানবে না
ইসরাইলি হামলায় আরও ১০২ ফিলিস্তিনি নিহত
পর্তুগাল জমিয়তের উলামায়ে ইসলামের কাউন্সিল সম্পন
শিক্ষার সব স্তরে 'ইসলাম শিক্ষা' বাধ্যতামূলকসহ ৭ দাবি
আয়রন ডোমের আদলে তুরস্কের প্রতিরক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ
ইরান সামরিক বাজেট তিন গুণ বাড়াবে
রহস্যঘেরা মায়া সভ্যতার শহরের খোঁজ মেক্সিকোয়