ষড়যন্ত্রের আশঙ্কায় মোদি
০৯ জুন ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ০৯ জুন ২০২৪, ১২:০৮ এএম
ভারতে ক্ষমতাসীন জোটে ভাঙনের যাবতীয় আশঙ্কা উড়িয়ে এনডিএ-র বৈঠকে যোগ দিলেন নীতীশ কুমার, চন্দ্রবাবু নায়ডু। প্রধানমন্ত্রী মোদির সারিতেই রাখা হল তাদের আসন। বৈঠকে যোগ দিয়েছেন একনাথ শিন্ডে, অজিত পওয়ার থেকে শুরু করে এনডিএর যাবতীয় শরিক দল। এনডিএ’র এই ঐক্যের ছবি খানিকটা হলেও স্বস্তি দেবে বিজেপি নেতৃত্বকে।
শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে এনডিএর সব শরিকদের এমপিদের বৈঠক ডাকা হয়। তাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নবনির্বাচিত এমপিরা উপস্থিত হন। যোগ দেন শরিকদের শীর্ষ নেতারাও। ওই বৈঠকেই মোদিকে প্রধানমন্ত্রী পদে মোদির নাম প্রস্তাব করেন রাজনাথ সিং। অমিত শাহ, নীতীন গড়করি থেকে শুরু করে নীতীশ কুমার, চন্দ্রবাবু নায়ডুরা সকলেই সেই প্রস্তাবে সায় দেন। সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত হন মোদি। গতকালই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গড়ার দাবি জানায় বিজেপি। আজ রোববার সন্ধ্যায় জাঁকজকম অনুষ্ঠানে ফের প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন মোদি। এদিন সরকারিভাবে এ কথা জানিয়েছেন, বিদায়ী এমপি বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে এ পর্যন্ত সংখ্যালঘু সরকার, বা মিলিজুলি সরকার চালাতে হয়নি। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার লক্ষ্য নিয়ে নেমে একক সংখ্যাগরিষ্ঠতাও জোটেনি গেরুয়া শিবিরের ভাগ্যে। সরকার চালানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এমন দুই ‘বন্ধু’র উপর নির্ভর করতে হচ্ছে, যারা অতীতে একাধিকবার তার সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন। নীতীশ কুমার বা চন্দ্রবাবু নায়ডু কেউই যে নেতা হিসাবে মোদিকে বিশেষ পছন্দ করেন না, সেটা কারও অজানা নয়। তবে এদিনের বৈঠকে শরিকরা উপস্থিত থেকে যেভাবে মোদির নেতৃত্বে আস্থা দেখালেন, তাতে অন্তত এই মুহূর্তে বিজেপি নেতৃত্ব খানিকটা আশ্বস্ত হবেন। তাছাড়া নীতীশ-নায়ডুদের ‘হাম সাথ সাথ হ্যায়’ বার্তা, খানিক ধাক্কা দেবে বিরোধীদের সরকার গড়ার আশাতেও।
এদিকে, ১০ বছর পর বিরোধী দলনেতা পাচ্ছে কংগ্রেস। আর সেই পদে দলের প্রধান মুখ রাহুল গান্ধীকে চাইছে তারা। শনিবার দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুলকে বিরোধী দলনেতা হিসাবে দায়িত্ব নিতে অনুরোধ করে প্রস্তাব পাশ হয়ে গিয়েছে। একই সঙ্গে সোনিয়া গান্ধীকে দলের সংসদীয় দলের নেতৃত্ব দিতে অনুরোধ করে প্রস্তাব পাশ করানো হয়েছে।
বিরোধী দলনেতার পদ পেতে হলে লোকসভায় মোট আসনের ১০ শতাংশ পেতে হয়। অর্থাৎ ৫৫ জন এমপি প্রয়োজন পড়ে। ২০১৪ সালে এবং ২০১৯ সালে ন্যূনতম সেই সংখ্যাও জোগাড় করতে পারেনি কংগ্রেস। এবার পরিস্থিতি অন্য। এবার কংগ্রেসের হাতে ৯৯ জন এমপি। সঙ্গে রয়েছে ইন্ডিয়া জোটের শরিকদের সমর্থন। ফলে কংগ্রেসের হাতে সরকারকে কোণঠাসা করার ভালো সুযোগ রয়েছে। সেক্ষেত্রে রাহুল বিরোধী দলনেতা হলে লড়াইটা জোরাল হবে বলে মনে করছে কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি। এদিন ওয়ার্কিং কমিটির বৈঠকে কংগ্রেস নেতারা একবাক্যে স্বীকার করেছেন, দুই লোকসভার পর দল যে ঘুরে দাঁড়ানোর সংকেত দিচ্ছে, সেটার নেপথ্যে রাহুলের ভারত জোড়ো যাত্রা এবং ভারত জোড়ো ন্যায় যাত্রা। যে তৎপরতার সঙ্গে তিনি কংগ্রেসের কথা মানুষের সামনে তুলে ধরেছেন, সেটারও প্রশংসা করেছেন দলের শীর্ষ নেতারা। এমনকী খোদ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে নাকি রাহুলকে বিরোধী দলনেতার পদ গ্রহণ করতে অনুরোধ করেছেন।
যদিও রাহুল শেষ পর্যন্ত ওই পদ গ্রহণ করবেন কিনা, সেটা এখনও স্পষ্ট নয়। বিরোধী দলনেতা হলে রাহুলকে আটকে থাকতে হবে সংসদেই। মাঠে নেমে সংগঠনের ভোল বদলানোর যে চেষ্টা তিনি করছেন, বা ভারত জোড়ো যাত্রার মাধ্যমে জনসংযোগের যে চেষ্টা করছেন, সেটা বিরোধী দলনেতার মতো গুরুত্বপূর্ণ পদে থেকে করা মুশকিল। আবার সোনিয়া গান্ধী ইতিমধ্যেই কংগ্রেসের সংসদীয় দলের নেত্রীর পদে রয়েছেন। রাহুল যদি লোকসভার নেতা হয়ে যান, তাহলে ফের পরিবারতন্ত্রের অভিযোগে সরব হওয়ার সুযোগ পাবে বিজেপি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
‘সেন্টমার্টিন দ্বীপ সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে’
মেজরের সঙ্গে এসি সোহেল রানা বাগবিতণ্ডা, নেটদুনিয়ায় ভাইরাল
৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প,কেঁপে উঠলো যুক্তরাষ্ট্র
ইসরাইলি বাহিনীর সেনা সংকট, কঠিন বাস্তবতার মুখোমুখি!
মার্কিন হামলায় সিরিয়ায় নিহত ৩৫
সিটির হারের রাতে জয় পেয়েছে ইউনাইটেড-চেলসি-লিভারপুল
আগের শিরোপা ‘বাই চান্স’ আসেনি,মেয়েরা প্রমাণ করেছে: সাবিনা
অকস্মাৎ মৃত্যু ইসলামে কাম্য নয়
হাসিনা পালিয়ে না গেলে দেশে গৃহযুদ্ধ শুরু হতো: ইসমাইল সম্রাট
কেরানীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ,আহত ১০
দস্তগীরের বানোয়াট প্রশ্নের সমুচিত জবাব দিলেন ম্যাথু মিলার
বাংলাদেশের মাটিতে যত খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যকান্ড হয়েছে সবার বিচার এই মাটিতেই হবে; শামা ওবায়েদ
রাসুল সা. এর জীবনাদর্শই আদর্শ রাষ্ট্র গঠনের একমাত্র চাবিকাঠি- সিলেটে জমিয়ত মহাসচিব মাওলানা আফেন্দী
অলরাউন্ডারদের তালিকায় তিনে মিরাজ, শীর্ষ বোলার রাবাদা
ডেঙ্গু প্রতিরোধে চাই সচেতনতা
শিক্ষাব্যবস্থায় ইসলামী জ্ঞান-গবেষণার ওপর গুরুত্ব দিতে হবে
চুয়াডাঙ্গার সীমান্তবর্তী মাছপাড়ায় অবৈধ ৬টি স্বর্ণের বারসহ চোরাচালান কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার
ঢাকাকে বাসযোগ্য করতে হবে
মানবাধিকারের নামে সমাকামিতা প্রমোট করা জনগণ মানবে না
ইসরাইলি হামলায় আরও ১০২ ফিলিস্তিনি নিহত