বৈরুতে বিমান হামলায় নিহত ২২, জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপরও ইসরাইলের গুলি
১২ অক্টোবর ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৪, ১২:১০ এএম
বৈরুতের কেন্দ্রস্থলের দুটি এলাকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। এছাড়া জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর গুলিও চালিয়েছে ইসরাইলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার দেশটিতে হিজবুল্লাহকে লক্ষ্য করে চালানো ইসরাইলি বিমান হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে থাকা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক আলোকচিত্রী জানিয়েছে, এক বছরেরও বেশি সময়ের মধ্যে বৈরুতের মধ্যাঞ্চলে ইসরাইলের সবচেয়ে প্রাণঘাতী এই বিমান হামলায় একটি আটতলা ভবন ধসে পড়ে এবং অন্যটির নিচতলা নিশ্চিহ্ন হয়ে গেছে।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা এ হামলার বিষয়টি খতিয়ে দেখছে। বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরাইলি বিমান হামলা অনেক বেশি সাধারণ ঘটনা। এসব এলাকায় হিজবুল্লাহর অনেক সামরিক ঘাঁটি রয়েছে। হামলার পর হিজবুল্লাহর আল মানার টেলিভিশনের খবরে বলা হয়, গোষ্ঠীটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওয়াফিক সাফাকে হত্যার চেষ্টা ব্যর্থ হয়েছে। এতে বলা হয়, সাফা টার্গেট করা ভবনগুলোর কোনোটিতেই ছিলেন না।
হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে এক বছরের পাল্টাপাল্টি হামলার পর বৃহস্পতিবারের হামলাটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে সর্বাত্মক যুদ্ধে রূপ নেয়। লেবানন জুড়ে ভারী হামলা চালায় এবং স্থল আক্রমণ শুরু করে ইসরাইল। অন্যদেকে ইসরাইলের অভ্যন্তরে আরো জনবহুল এলাকায় রকেট হামলা বাড়িয়েছে হিজবুল্লাহ। এতে অল্প কিছু হতাহত হওয়াসহ দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
একই দিনে ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর গুলি চালিয়ে দু’জনকে আহত করেছে। যা বিশ্বব্যাপী ব্যাপক নিন্দার ঝড় তুলেছে। এ ঘটনার পর ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরাইলের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস আল-নাবা ও বুর্জ আবি হায়দার এলাকায় বৈরুতের দুটি স্থানের ধ্বংসস্তূপের কাছে অনেকগুলো অ্যাম্বুলেন্স ও বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় ২২ জন নিহত ও ১১৭ জন আহত হয়েছেন। তবে তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হয়নি।
সম্প্রতি বৈরুত সংলগ্ন এলাকায়, বিশেষ করে ঘনবসতিপূর্ণ দক্ষিণ শহরতলিতে সাম্প্রতিক ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ এবং অন্যান্য সিনিয়র কমান্ডাররা নিহত হয়েছেন। ২০২৩ সালের ৮ অক্টোবর হামাস ও ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইলে রকেট হামলা শুরু করে হিজবুল্লাহ।
বৈশ্বিক সাহায্য হ্রাসে লেবাননের বাস্তুচ্যুতি সংকট আরো খারাপ হয়েছে -জাতিসংঘের কর্মকর্তা : লেবাননে কয়েক হাজার মানুষের বাস্তুচ্যুতি ‘বিধ্বংসী’, জাতিসংঘের একজন অভিবাসন কর্মকর্তা বলেছেন, তীব্র ইসরাইলি বোমা হামলার মধ্যে আন্তর্জাতিক সমর্থন প্রয়োজনের তুলনায় কম হচ্ছে বলে সতর্ক করেছেন। ইসরাইল গত মাসে লেবাননের দক্ষিণ, পূর্ব ও দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর লক্ষ্যবস্তু বলে হামলা চালিয়েছে। সহিংসতা লেবাননে শত শত লোককে হত্যা করেছে এবং ১০ লাখেরও বেশি মানুষকে বাস্তুচ্যুত করেছে, যাদের বেশিরভাগই ২৩ সেপ্টেম্বর থেকে। অভিবাসনের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আন্তর্জাতিক সংস্থার পরিচালক ওথমান বেলবেইসি বলেছেন, ‘বাস্তুচ্যুতির এ ঢেউয়ের সাথে, আমরা বিশাল চাহিদা দেখতে পাচ্ছি... পরিস্থিতি ধ্বংসাত্মক’।
বৃহস্পতিবার বৈরুত সফরকালে তিনি বলেন, ‘লেবাননের আরো সমর্থন প্রয়োজন। এখন পর্যন্ত যা দেওয়া হয়েছে তা ন্যূনতম এবং প্রয়োজনের সাথে মেলে না’।
আইওএম লেবাননে প্রায় ৬ লাখ ৯০ হাজার অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত লোককে ‘যাচাই এবং ট্র্যাক করেছে’। বেলবেইসি বলেছেন, প্রায় ৪ লাখ দেশ ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে, তাদের মধ্যে অনেকেই প্রতিবেশী সিরিয়ায় চলে গেছে। আইওএম অনুসারে, লেবাননে বাস্তুচ্যুতদের প্রায় এক চতুর্থাংশ, বা ১ লাখ ৮৫ হাজারেরও বেশি লোক স্কুলের মতো সরকারী আশ্রয়ে রয়েছে। প্রায় এক-চতুর্থাংশ লোক বাসস্থান ভাড়া করেছে, আর প্রায় ৪৭ শতাংশ ‘হোস্ট সেটিংসে’ বসবাস করছে, আইওএম বলেছে। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড, রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
দ.কোরিয়ার প্রেসিডেন্ট ইউনকে গ্রেপ্তার অভিযানের প্রস্তুতি, বিক্ষোভে উত্তাল দেশ
ডাকসু নির্বাচনের দাবিতে ঢাবিতে বিক্ষোভ
গাজায় চিকিৎসা সংকট সমাধানে ডব্লিউএইচও প্রধানের আহ্বান
ঢাবি শিবিরের নতুন সভাপতি ফরহাদ, সেক্রেটারি মহিউদ্দিন
ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত আরও ৭১ ফিলিস্তিনি
ময়মনসিংহ প্রেসক্লাবে দাবি আদায়ে তুমুল যুদ্ধ: অবশেষে সংস্কারের আশ্বাস দিলেন এডিএম
সীতাকুণ্ডে হাত-পায়ের রগ কেটে শ্রমিক দল নেতাকে হত্যা
আমরা একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যেতে চাই: হাসনাত আবদুল্লাহ
যুবদল কর্মী হত্যার ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচার ও শিবির সভাপতির উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ
এগিয়ে যাবে বাংলাদেশ
টাঙ্গাইলে ইসলামি ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
শিক্ষা ও গবেষণায় তথ্য প্রযুক্তির ব্যবহার
মানুষের দুর্দশা মোচনে সরকারকে মনোযোগ দিতে হবে
সেনাবাহিনী ক্ষমতার বিকল্প সত্তা নয়
লিভ টুগেদার ইস্যুতে এবার স্বাগতাকে উকিল নোটিশ
ফিলিস্তিনের সমর্থনে ইস্তাম্বুলে লাখ লাখ মানুষের সমাবেশ
ব্যাপক গোলাগুলিতে নিউইয়র্কে আহত ১০
গাজায় জনসংখ্যা কমেছে ৬ শতাংশ
আইএসের পতাকা উড়িয়ে হামলা, নিহত বেড়ে ১৫
নোয়াখালীতে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা